রামলালায় প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সকলকে বিনামূল্যে চা-বিস্কুট খাওয়ানোর উদ্যোগ 

Ayodhya Ram Mandir 2024: অভাব নিত্যসঙ্গী হলেও বিনামূল্যে চা-বিস্কুট খাওয়ালেন মলয়, রামলালার প্রাণ প্রতিষ্ঠায় বড় উদ্যোগ

দক্ষিণ দিনাজপুর: অভাব নিত্য সঙ্গী। ঠিক মতো কথা বলতে পারেন না। বিয়েও করেননি৷ কিন্তু মন জুড়ে আবেগে ভরপুর। তাই তিনি স্থির করেছিলেন, ২২ জানুয়ারি অযোধ্যায় যখন রাম মন্দিরের উদ্বোধন করা হবে, সেদিন সকাল থেকে রাত পর্যন্ত বিনামূল্যে চা বিস্কুট খাওয়াবেন বালুরঘাট এলাকার ক্ষুদ্র চা ব্যবসায়ী মলয় সরকার (৫৮)। সেই মতো শনিবার সকালেই বিনামূল্যে চা খাওয়ানোর ব্যানার দোকানে ঝুলিয়ে দিয়েছেন। যাতে সকলে সেদিন চা খেতে আসেন৷

রামমন্দিরের উদ্বোধন নিয়ে খুবই আবেগপ্রবণ ভক্তরা। উচ্ছ্বাসের অন্ত নেই তাঁদের মধ্যে। এই রামমন্দিরের উদ্বোধনের দিনই এক বড় উদ্যোগ নিলেন চা বিক্রেতা মলয় সরকার।

আরও পড়ুন : ৯.১৪ লক্ষ টাকার নিষিদ্ধ সামগ্রী উদ্ধার, গ্রেফতার ৬, দূরপাল্লার ট্রেনে কড়া নজরদারি

বাড়িতে বর্তমানে ভাই, ভাইঝি ও ভাইয়ের বউ আছে৷ বিয়ে করেননি। বাড়ি শহরের নাইন জুয়েলস ক্লাব সংলগ্ন এলাকায়। শারীরিক সমস্যার কারণে ঠিক মতো কথা বলতে পারেন না তিনি। দীর্ঘ ১৪-১৫ বছর ধরে বালুরঘাট শহরের সত্যজিৎ সিনেমা হল সংলগ্ন ডি মোড়ে চায়ের দোকান চালিয়ে আসছেন। চা দোকান করে যা আয় হয় তাতে সংসার খরচ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ান মলয়বাবু৷

এই বিষয়ে চা বিক্রেতা মলয়বাবু জানান, সংসারে অভাব নিত্য সঙ্গী হলেও ভগবান রামের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিন সাধারণ মানুষদের বিনামূল্যে চা ও বিস্কুট খাওয়াবেন। তার প্রস্তুতি চলছে গত দু’দিন আগে থেকেই। দোকানের সামনে লাগানো ফ্লেক্সেও জানিয়ে দিয়েছেন, ‘সবাই আসুন, চা খেয়ে যান, কোনও টাকা নেব না।’

অনেক ভবঘুর ও অসহায় মানুষকে বিনামূল্যে চা বিস্কুট খাওয়ান৷ দীর্ঘদিন ধরে শুনছেন রাম মন্দির হচ্ছে। অবশেষে এদিন তারই শুভ উদ্ধোধন। তাই ভগবান রামের প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষদের বিনামূল্যে চা ও বিস্কুট খাওয়ালেন। সকালে দোকান খোলা থেকে রাতে দোকান বন্ধ পর্যন্ত যতক্ষণ দোকান খোলা থাকবে, বিনামূল্যে চা এবং বিস্কুট খাওয়ালেন৷

কারও কাছ থেকে নিলেন না টাকা। মুখে ঘোষণা নয়, রীতিমতো ফ্লেক্স করে দোকানের সামনে তা ঝুলিয়ে দিয়েছেন। মলয় সরকার ওরফে বিশু’র এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চা প্রেমী থেকে স্থানীয়রা।

সুস্মিতা গোস্বামী