স্মার্ট গ্র্যাজুয়েট যাওয়ার দোকান

Smart Chawala: এক কাপ ১০ হাজার! সত্যি নাকি? স্থায়ী ঠিকানা পেলেন স্মার্ট চা-ওয়ালা, উপচে পড়া ভিড়

উত্তর ২৪ পরগনা: এতদিন রাস্তায় ঘুরে চা বিক্রি করে ভাইরাল হয়েছিলেন কাঁচরাপাড়ার ‘স্মার্ট গ্র্যাজুয়েট শিক্ষিত চা ওয়ালা’। এবার নির্দিষ্ট ঠিকানা মিলল তাঁর। কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারীর সহযোগিতায় কাঁচরাপাড়া ১ নম্বর প্লাটফর্মে দোকান চালু করল স্মার্ট গ্র্যাজুয়েট চা ওয়ালা দেবাশীষ মজুমদার। সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে এই শিক্ষিত চা-ওয়ালার কথা। যে চা-ওয়ালা কখনও আসছেন চারচাকা গাড়িতে, আবার কখনও বুলেট বাইকে। হাতের দামি আইফোন থেকে শুরু করে গলায় সোনার চেন। সাজ পোশাকেও আধুনিকতার ছোঁয়া নিয়ে কাঁচরাপাড়ার কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনে চা বিক্রি করতে দেখা গিয়েছিল দেবাশীষকে।

এক হাতে চায়ের কেটলি, অন্য হাতে বিস্কুট এবং জলের বোতল নিয়ে ঘুরে ঘুরে বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন বসে থাকা অভিভাবকদের চা পান করিয়ে বছর ৩৩-এর দেবাশীষ মজুমদার ভাইরাল হন। সেই সময়ে রোজগার ভাল হলেও, ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় চিন্তা। স্থানীয় বিধায়ক এবং পৌর প্রধানের কাছে কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন কোন একটি জায়গা তাঁকে দেওয়ার জন্য আবেদন জানান স্মার্ট গ্র্যাজুয়েট শিক্ষিত চা-ওয়ালা। যুবকের এমন প্রচেষ্টা দেখে অবশেষে পৌরপ্রধান কমল অধিকারীর সহযোগিতায় কাঁচরাপাড়া স্টেশনের এক নম্বর প্লাটফর্মে দোকান খুললেন স্মার্ট গ্র্যাজুয়েট শিক্ষিত চা-ওয়ালা। এখন অনেকেই ট্রেন যাত্রার পথে কাচরাপাড়া স্টেশনে নেমে খাচ্ছেন এই ভাইরাল চা।

আরও পড়ুন: ১৯-এর বদলা হবে ১৯-শে এপ্রিল, উত্তরবঙ্গে সভা থেকে ফল বদলের ডাক অভিষেকের

আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে প্রার্থী করল বিজেপি? নাম ঘোষণা হতেই তোলপাড়

দোকান উদ্বোধনের পর থেকেই ভিড় জমছে চা প্রেমীদের। অভিনবত্ব তুলে ধরতে, নামী  ব্র্যান্ডের কাপ সেটে চা পরিবেশনেরও ব্যবস্থা রয়েছে, রয়েছে সুগার কিউবও। তবে এই কাপে চা খেতে গেলে রাখতে হবে রীতিমতো সিকিউরিটি মানি! হ্যাঁ, অবাক লাগলেও এমন নানা অভিনবত্ব তুলে ধরেই নিজের ইউএসপি বানাচ্ছেন স্মার্ট গ্র্যাজুয়েট শিক্ষিত চা-ওয়ালা দেবাশীষ মজুমদার। তাই এই চায়ে চুমুক দিতে চাইলে এখন পৌঁছে যেতে হবে কাঁচরাপাড়া স্টেশনে। তবে চায়ের দাম কিন্তু ক্রেতাদের সঙ্গে মশকরা করেই হাঁকাচ্ছেন সেই পুরনো স্টাইলে। রসিকতা করেই বলছেন, চায়ের দাম ১০ হাজার টাকার ঊর্ধ্বে!

রুদ্র নারায়ণ রায়