একসঙ্গে তিন তিনটি...ফোঁস ফোঁস শব্দ! মাছ ধরার ফাঁদে নড়ছে ওটা কী? চক্ষু চড়কগাছ গ্রামবাসীর

Snake Alert: একসঙ্গে তিন তিনটি…ফোঁস ফোঁস শব্দ! মাছ ধরার ফাঁদে নড়ছে ওটা কী? চক্ষু চড়কগাছ গ্রামবাসীর

দক্ষিণ ২৪ পরগনা : মাছ ধরতে গিয়ে ধরা পড়ল তিন তিনটি বিষাক্ত সাপ। যা দেখে চক্ষু ছানাবড়া হয়ে গেল ওই মৎস্যজীবীর। জিবনতলার মিয়ার ঘেরিতে তিনটি বিষাক্ত সাপ উদ্ধার। এখনও বর্ষা সেভাবে শুরু হয়নি আর তার মধ্যেই এই সাপ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ২ নম্বর ব্লকের মিয়ার ঘেরি গ্রামে মাছ ধরা আটলে তিনটি বিষাক্ত সাপ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য, জিবনতলার মিয়ার ঘেরি গ্রামের বাসিন্দা, জিয়ারুল লস্করের মাছ ধরার ফাঁদেই ধরা পড়েছে সাপ। প্রতিদিনের মতো এদিনও জিয়ারুল নিজের মাছের ভেড়িতে বাগদা চিংড়ি ধরার জন্য ফাঁদ বসিয়েছিলেন ।

আরও পড়ুন: বিরাট অঘটন ঊষা উত্থুপের জীবনে! চলে গেলেন সবথেকে প্রিয়জন! ৫০ বছরের বন্ধনে ইতি

তবে আজ সকালে জিয়ারুল লস্কর নিজের মাছের ভেড়িতে মাছ তুলতে গেলে চক্ষু চড়ক গাছ হয়ে যায়। আটল তুলতেই দেখা যায় তিন তিনটি বিষাক্ত কেউটে সাপ আটলের মধ্যে রয়েছে।এই ঘটনায় এলাকার মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। তড়িঘড়ি করে খবর দেওয়া হয় বনদফতরে। বনদফতরের আধিকারিকরা এসে ওই তিনটি পূর্ণবয়স্ক সাপকে উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন: বাঙালি অভিনেত্রীর কন‍্যা! বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করে পালিয়ে যান, মায়ের কারণেই কেরিয়ার শেষ…চিনতে পারছেন ‘পরদেশী’ নায়িকাকে?

জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসা করার পর সুস্থ থাকলে ওই সাপ গুলিকে সুন্দরবন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে এলাকার মানুষ জানাচ্ছেন যে মাছ খাবার লোভে ওই তিনটি সাপ আটলের মধ্যে গিয়েছি।

সুমন সাহা