পাঁচমিশালি Snake Facts: পৃথিবীর কোন দেশে একটিও সাপ নেই? গল্প নয়, পিছনে আছে বড় কারণ! বলুন তো কোন জায়গা Gallery October 22, 2024 Bangla Digital Desk সাপ অনেকেউ ভয় পান। বাড়ির আশপাশে যাতে সেই সরীসৃপ আসতে না পারে, তার জন্য নানা পদক্ষেপও করা হয়। কিন্তু জানেন কি, এমনও একটি দেশ আছে যেখানে একটিও সাপ পাওয়া যায় না? জেনে নেওয়া যাক। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত নিউজিল্যান্ড সম্পর্কে অনেকেই কমবেশি জানেন। জানা যায়, সেটিই পৃথিবীর একমাত্র দেশ যেখানে এখনও পর্যন্ত একটাও সাপ পাওয়া যায় না। সেই কারণেই একে সাপমুক্ত দেশ বলা হয়। দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডের চারপাশে সাপ পাওয়া যায়। তবে তার চারদিকের সাগর নানা ধরনের সাপের বিচরণ ক্ষেত্র হতে পারে। তবে কেউ যদি বাইরে থেকে সাপ নিয়ে আসে বা পাচার করে তাহলে কী হবে? রিপোর্ট অনুযায়ী, দেশের আইন নাগরিকদের সাপকে পোষ্য হিসাবে রাখতে বা এমনকি বিদেশ থেকে আনতে নিষেধ করে। এই আইনটি দেশে পাওয়া কিছু স্থানীয় প্রাণী এবং পাখির নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে। আরও একটি দেশ আছে, যেটি সাপমুক্ত। তা হল আয়ারল্যান্ড। কথিত আছে, সেন্ট প্যাট্রিক নামে এক সাধু সারা দেশ থেকে সাপ জড়ো করে সমুদ্রে ফেলে দিয়েছিলেন। তারপর থেকে এই দেশে সাপ থাকে না৷