স্কুলে ফনা তুলে ঘুরে বেড়াচ্ছে ওটা কী? কালনাগিনীর আতঙ্কে বিরাট শোরগোল

Snake: এক ছোবলেই মৃত‍্যু! স্কুল চত্বরে ঘুরে বেড়াচ্ছে বিষধর কালনাগিনী, হুলুস্থুল কাণ্ড

দক্ষিণ ২৪ পরগনা:  স্কুলের মধ্যে হ‍ঠাত্‍ বিশালাকায় সাপ দেখে আতঙ্কে ছাত্র থেকে শিক্ষক সকলেই। বিশালাকায় সাপ দেখে চাঞ্চল‍্য ছড়ায় স্কুলে। স্কুল থেকে উদ্ধার প্রায় চার ফুটের একটি কালনাগিনী সাপ। ঘটনাটি ঘটেছে জয়নগরে। সাপটি তুলে দেওয়া হয় বনদফতরের হাতে।

স্থানীয় সূত্রে জানা গেল, জয়নগর থানার পশ্চিম গাববেড়িয়া হাইস্কুলে এসে পড়ুয়াদের চোখে পড়ে তিনতলার ক্লাস রুমের বাইরে একটি বিষধর সাপ ঘুরছে। তাঁরা ভয়ে চিৎকার করলে স্কুলের শিক্ষকেরা চলে আসে সেখানে।

আরও পড়ুন: মোবাইল ফোনের নীচে এই ছোট্ট ছিদ্রটি কেন থাকে বলুন তো? মাইক্রোফোন নয় কিন্তু! ৯৯% লোকজনই জানেন না, কাজ জানলে মাথায় হাত পড়বে

এই স্কুলের-সহ শিক্ষক তথা জয়নগর ১ নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহকারী সভাপতি আনিসুর রহমান মোল্লা তৎক্ষনাৎ বন দফতরের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন।

এবং তাঁর পরে বন দফতরের বারুইপুর রেঞ্জের বন কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দফতর সূত্রে জানা গেল, সাপটি বিরল প্রজাতির কালনাগিনী সাপ।সচরাচর এদের দেখতে পাওয়া যায় না।

আরও পড়ুন: দিনে মাত্র ৮০০ টাকা আয় থেকে সারার ‘নায়ক’! অভিনেতার ছবি পেরিয়েছে ১০০ কোটির গণ্ডি, চিনতে পারছেন ‘হ‍্যান্ডসাম হিরোকে’?

তবে সাপটিকে তাঁরা নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর নরেন্দ্রপুর অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেল। আর সাপটি বন দফতরের হাতে যাওয়ার পরে হাঁফছেড়ে বাঁচলেন স্কুল কর্তৃপক্ষ।

সুমন সাহা