দিঘার কাছে উদ্ধার হওয়া সাপের মতো দেখতে মাছ৷

Digha fish: সমুদ্রে নয়, দিঘার কাছে খালের মধ্যে এটা কী? সাপ না মাছ, তাজ্জব মৎস্যজীবীরাও

পঙ্কজ দাশরথী, দিঘা: দেখতে সাপের মতো, কিন্তু আদতে মাছ৷ দিঘার কাছে পুরুষোত্তমপুরের একটি খালে উদ্ধার হল এমনই এক অদ্ভুত দর্শন মাছের৷

সাপের মতো দেখতে এই মাছকে দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন এলাকার বাসিন্দারা৷ এলাকার মৎস্যজীবীদেরও দাবি, এমন মাছ আগে কোনওদিন তাঁদের জালে ধরা পড়েনি৷

আরও পড়ুন: অনড় রাজন্যা-প্রান্তিক, মহালয়াতেই বিতর্কিত ছবির মুক্তি! শাস্তির পর কী বলছেন দু জনে?

পূর্ব মেদিনীপুরের রামনগরের ১ নম্বর ব্লকের পুরুষোত্তমপুরের খালে মাছ ধরেন অনেক মৎস্যজীবীই৷ এ দিন এক মৎস্যজীবীর জালেই ওই মাছটি ধরা পড়ে৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাছটি প্রায় আড়াই ফুট লম্বা৷ ওজনও প্রায় ২ কেজি৷ অদ্ভুত দর্শন এই মাছকে দেখতে ভিড় জমান বহু মানুষ৷ মাছটিকে অবশ্য ছেড়ে না দিয়ে একটি আলাদা পাত্রের মধ্যে রেখে দিয়েছেন গ্রামবাসীরা৷ মৎস্য দফতরকে দেখিয়ে মাছটির নাম জানতে চান তাঁরা৷