বৃদ্ধকে কামড়ালো চন্দ্রবোড়া সাপ

Snake News: হিম্মত হো তো অ্যায়সা!! পায়ে সাপের ছোবল, মাঠ থেকে সটান সাপ তুলে হাঁটা বৃদ্ধের, তারপর

মুর্শিদাবাদ: দৈনন্দিনের মতোই মাঠে গিয়েছিলেন ঘাস কাটতে। আর মাঠে ঘাস কাটতে গিয়ে চন্দ্রবোড়া সাপের ছোবল খেয়ে ওই সাপটিকে বস্তায় ভরে সটান সালার হাসপাতালে পৌঁছালেন এক বৃদ্ধ। ওই অসুস্থ বৃদ্ধের নাম দানা শেখ। বাড়ি সালারের মালিহাটি কান্দরা গ্রামে।

জানা যায়, আজকে সকাল ছ’টা নাগাদ মালিহাটি কান্দারা গ্রামে ঘুম থেকে উঠে অন্যান্য দিনের মতোই দানা শেখ নামের ওই বৃদ্ধ কান্দরার মাঠ এলাকায় ঘাস কাটতে গিয়েছিলেন। ঘাসের মধ্যে থাকা চন্দ্রবোড়া সাপের ছোবলে গুরুত্ব অসুস্থ হয়ে পড়েন তিনি। তার পর ওই সাপটিকে ঘাস কাটার বস্তায় ভরে চিকিৎসার জন্য সটান সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছান ওই বৃদ্ধ। পরে পরিবারের লোকজন জানতে পারায় তারাও এসে পৌঁছান সালার হাসপাতালে। সাপে কামড়ানোর ১৫ মিনিটের মধ্যেই তিনি হাসপাতালে এসে পৌঁছায় এবং তড়িঘড়ি চিকিৎসা চালানোর ফলে প্রাণ ফিরে পেলেন বৃদ্ধ।

আরও পড়ুন – DA Hike: রাজ্য সরকারি চাকুরেদের দারুণ সময়, ডিএ বৃদ্ধি নিয়ে মেগা বাম্পার খবর

দানা শেখ তিনি জানিয়েছেন, আজকে ঘাস কাটতে গিয়ে সাপের ছোবল দেয়। পরে দেখতে পায় সাপটি চন্দ্রবোড়া ছিল। আমি তড়িঘড়ি বস্তার মধ্যে নিয়ে হাসপাতালে এসে উপস্থিত হয়েছি।

সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক জানিয়েছেন, সাপে কাটার পনেরো মিনিটের মধ্যেই হাসপাতালে এসে উপস্থিত হতেই তার চিকিৎসা শুরু করা হয়েছে। বর্তমানে দানা শেখ সুস্থ রয়েছেন। দানা শেখের উপস্থিতি বুদ্ধি এবং ওঝার কাছে না গিয়ে হাসপাতালে এসে চিকিৎসা করানোর ফলে প্রাণ ফিরে পেলেন দানা শেখ।

Kaushik Adhikary