শোভাযাত্রা

North 24 Parganas News: পরাধীন ভারতের ইতিহাস বুকে নিয়ে স্বাধীন ভারতে শতবর্ষ পার সোদপুর ক্লাবের

উত্তর ২৪ পরগনা:  ব্রিটিশ শাসনকালে পরাধীন ভারত থেকে শুরু এই ক্লাবের পথ চলা। স্বাধীনতার ইতিহাস বহন করে এগিয়ে চলা ঐতিহ্যবাহী সোদপুর ক্লাবের শতবর্ষ উদযাপন ঘিরে তাই ক্লাব সদস্য থেকে এলাকাবাসীদের বাড়তি উন্মাদনা ছিল প্রথম থেকেই। এদিন সোদপুরের রাজপথ দেখলো সেই উন্মাদনার বহিঃপ্রকাশ। ‘

পায়ে পা মেলালেন প্রবীণ থেকে নবীনেরা সকলেই। ক্লাবকে ঘিরে মানুষের এমন আবেগ, যা চোখে না দেখলে বিশ্বাস করা প্রায় অসম্ভব। দুর্গা পুজো থেকে সমাজসেবা, বিভিন্ন সময়ে মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেও দেখা যায় সোদপুরের ঐতিহ্যবাহী এই ক্লাবকে। ১৯২৫ সালে অল্প কয়েকজন সদস্য নিয়েই গড়ে উঠেছিল পরাধীন ভারতের জেলার এই অন্যতম ক্লাব সংগঠন। স্বাধীনতার ইতিহাস গায়ে মেখে পরবর্তীতে ক্রমেই বেড়ে চলেছে এই ক্লাবের ব্যাপ্তি।

আরও পড়ুন: মেজাজ হারিয়ে যুবককে ধাক্কা, বহরমপুরেই বেকায়দায় অধীর! মারাত্মক অভিযোগ তৃণমূলের

আজ সব মিলিয়ে সোদপুর ক্লাবের সঙ্গে যুক্ত কয়েক হাজার পরিবার। শতবর্ষ উদযাপনে, ক্লাবের পূর্বসূরীদের শ্রদ্ধা জানিয়ে তাই তাঁদের পরিবারের হাতে “মরণোত্তর সম্মান স্মারক” তুলে দেওয়া হয় শতবর্ষে ক্লাবের পক্ষ থেকে। বিকেলে ক্লাবের সামনে থেকে একটি সুসজ্জিত পদযাত্রার আয়োজন করা হয়। যেখানে অংশ নিয়েছিল ক্লাবের সব কটি বিভাগ যেমন ফুটবল, ক্রিকেট, ক্যারাটে, যোগাসন, টেবিল টেনিস, দাবা। সঙ্গে ছিল রোলার স্কেটার ও অ্যাথলেটরাও। ছিল বিদ্যালয়, অঙ্কন, আবৃত্তি, গ্রন্থাগার বিভাগের সকলেও। শোভাযাত্রার বাড়তি আকর্ষণ হিসাবে ছিল সুদূর পুরুলিয়া থেকে আসা ছৌ নাচ, পানশিলা থেকে আদিবাসী, ডান্ডিয়া নৃত্য সঙ্গে পুরুষ ও মহিলা ঢাকির দল।

ব্যাগপাইপার-সহ সোদপুর ক্লাবের নিজস্ব দুটি ব্যান্ডও এদিন শোভাযাত্রায় অংশ নেয়। সবমিলিয়ে বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরে এলাকার রাজপথ দিয়ে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রা। পদযাত্রায় না থাকতে পারলেও, পার্শ্ববর্তী উঁচু বিল্ডিং গুলি থেকেও মানুষজন দেখলেন উকি মেরে। পার্শ্ববর্তী ক্লাব গ্রাউন্ড এর ময়দানে শেষ হয় শোভাযাত্রা। সেখানেই নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রথম পর্যায়ের শতবর্ষ উদযাপনের শুভারম্ভ হয়।

Rudra Narayan Roy