ছুটির পরে চলছে নানান বিষয়ে আলোচনা।

West Bardhaman News : কেউ বলছেন যতদিন পরিশ্রম, ততদিন খাওয়া! কারোর দাবি অন্য, ভোটের মুখে হিসাব কষছে শিল্পতালুক

পানাগড়, পশ্চিম বর্ধমান : আসছে নির্বাচন। পাঁচ বছরে কি পেলেন, আগামী পাঁচ বছর কি পাওয়ার প্রত্যাশা রয়েছে – এই হিসাব করছেন বহু মানুষ। সেই তালিকাতেই রয়েছে পানাগড় শিল্প তালুক। যেখানে নির্বাচনের আগে শুরু হয়েছে চাওয়া পাওয়ার হিসাব নিকাশ। কি পেলেন তারা, কি তাদের প্রয়োজন, ইত্যাদি বিষয় নিয়ে শ্রমিকরা যেমন চর্চা করছেন, তেমনভাবেই চর্চা চলছে স্থানীয় ছোট ব্যবসায়ীদের মধ্যেও।

পানাগড় শিল্পতালুক। যা ধীরে ধীরে পরিণত হচ্ছে। আসছে নানান কারখানা। তৈরি হচ্ছে বহু কর্মসংস্থান। শুধু স্থানীয় মানুষ বা জেলার মানুষ নন, ভিন জেলা থেকেও বহু শ্রমিক, কর্মচারীরা এখানে এসেছেন কাজের সন্ধানে। কাজও চলছে। কিন্তু কিছু চাওয়া, কিছু না পাওয়া রয়েছে তাদের মধ্যে। শ্রমিক মহলের মূলত বেশ কিছু দাবি রয়েছে। যার মধ্যে অন্যতম কাজের স্থায়িত্ব, বেতন বৃদ্ধি ইত্যাদি।

আরও পড়ুন : ‘সমস্যা হলে আমাদের জানান!’ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রুটমার্চ জেলাশাসক, পুলিশ কমিশনারের

কিছু শ্রমিক বলছেন, যতদিন তারা পরিশ্রম করে যেতে পারবেন, ততদিনই তারা উপার্জন করতে পারবেন। তাই ভোট নিয়ে তাদের খুব বিশেষ মাথাব্যথা নেই। তবে তারা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। আবার কেউ বলছেন, যদি কর্মসংকটের যুগে কাজের স্থায়িত্ব হয়, তাহলে তা যথেষ্ট। আবার কারোর দাবি যা পরিশ্রম হচ্ছে, সে তুলনায় বেতন পাওয়া যাচ্ছে না। মূল্যবৃদ্ধির এই যুগে বেতন বৃদ্ধির দাবি তুলছেন অনেকে।

পানাগড় শিল্পতালুককে কেন্দ্র করে স্থানীয় কিছু মানুষ ব্যবসা শুরু করেছেন। চা, টিফিনের দোকান হয়েছে এলাকায়। যা এখানে কাজ করতে আসা মানুষদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাতে ছোট ব্যবসায়ীদের যেমন দু’পয়সা লাভ হয়, সুবিধা হয় এখানের শ্রমিক, কর্মচারী সকলের। সেই সমস্ত ছোট ব্যবসায়ীরা বলছেন, তাদের ব্যবসা চলছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কিন্তু এই সমস্ত ব্যবসায়ীদের জন্য জল এবং বিদ্যুতের ব্যবস্থা নেই। তাই তারা চাইছেন, যদি তাদের জন্য জল এবং বিদ্যুতের ব্যবস্থা করা হয়, তাহলে তা সকলের জন্যই মঙ্গলকর হবে। আর এভাবেই শিল্পতালুকের মোড়ে মোড়ে নির্বাচনের আগে চলছে হিসাব-নিকাশ। চলছে চর্চা।

নয়ন ঘোষ