সোনাঝুড়ি হাট 

Birbhum News: এ কী খবর এল! উঠে যাবে বোলপুরের সোনাঝুরির হাট? মনখারাপ গোটা বাংলার

বীরভূম: বীরভূমের বোলপুর এলে এবার দেখা না মিলতেও পারে সোনাঝুরিহাটের! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর থেকে শুরু হয়েছে বেআইনি জবরদখল উচ্ছেদের কাজ। বাদ যায়নি রামপুরহাট, সিউড়ি এমনকী কবিগুরুর বোলপুরও। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের ছ’টি বাড়ি ও দু’টি রিসর্টকে নোটিস দিল বনদফতর। ইতিমধ্যে ওই বাড়ি ও রিসর্ট মালিকদের কাছ থেকে নির্দৃষ্ট নথি চেয়ে পাঠানহয়েছে। যদি কাগজপত্র ঠিক না থাকে তাহলে বড় পদক্ষেপ  করা হবে বলে জানানো হয়েছে।

বনদফতরের রেঞ্জার জ্যোতিষ বর্মণ জানিয়েছেন, সোনাঝুরি হাট কর্তৃপক্ষকেও নোটিস দেওয়া হতে পারে। প্রয়োজনে হাট তুলে নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। হাটের দায়িত্বে থাকা তন্ময় মিত্র বলেন, “আমরা যদিও পাইনি। কয়েকটি হোটেল ও রিসর্টকে দিয়েছে। নথি দিতে বলা হয়েছে। আমাদের কাছে যদি নোটিস আসে বলব পুনর্বাসন যাতে দেওয়া হয়।”এছাড়াও বনদফতর সোনাঝুরি শান্তিনিকেতন এলাকায় বেশ কিছু বাড়ি এবং রিসর্টকেও নোটিস করেছে বোলপুর পৌরসভা।

বনদফতরের আধিকারিকের সঙ্গে দেখা করার পর বাড়ি ও রিসর্টের মালিকরা জানান, “আইন আইনের কাজ করবে। যদি জমি বনদফতরের হয়, তাহলে আমরা ছেড়ে দেব।” পাশাপাশি বনদফতরের এক আধিকারিক জ্যোতিষ বর্মন জানান, যাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল তারা বাড়ির এবং রিসর্টের কাগজপত্র জমা দিয়ে গিয়েছে। আমরা বিষয়টা খতিয়ে দেখছি কাগজপত্র বৈধ না অবৈধ”।

সব মিলিয়ে এখন থেকেই সিঁদুরে মেঘ দেখছেন ব্যবসায়ীরা। তাঁদের দাবি, এখানে ব্যবসা না করতে দেওয়া হলে প্রায় হাজার খানেক ব্যবসায়ী এবং পরিবার রাস্তায় এসে বসবেন।