রীতা মন্ডল

Woman’s Day: ৩০ বছরের কর্মজীবনে একদিনও ছুটি নেননি…মানবসেবায় নিয়োজিত সমস্ত জীবন, বঙ্গের এই মহিয়সী মহিলাকে চেনেন?

কুলপি: কর্মজীবনে একদিনও ছুটি না নিয়ে অন্য মহিলাদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন কুলপির এক স্বাস্থ্যকর্মী। তাঁর নাম রীতা মণ্ডল। কর্মজীবনের ৩০টি বছর এভাবেই কাটিয়েছেন তিনি। তাঁর এই কাজের স্বীকৃতি স্বরূপ তাঁকে ন্যাশ্যানাল ফ্লোরেন্স নাইটিঙ্গল অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজে হাতে এই পুরস্কার তুলে দিয়েছিলেন তাঁকে।

বর্তমানে ইন্টারন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গল আ্যওয়ার্ডের জন্য তাঁর নাম মনোনীত হয়েছে। চাকরি জীবনে একদিনও ইএল, সিসিএল নেননি তিনি। একটি উপ স্বাস্থ্যকেন্দ্রের এএনএম নার্স হয়েও, কাজের বাইরে অবসর সময়ে সর্বদা মা ও শিশুদের বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে সচেতন করেন তিনি। পরিবার পরিকল্পনা, সংক্রামক ব্যাধি নিয়ে মানুষজনের সচেতন করার কাজ একা হাতে চালিয়ে গিয়েছেন তিনি।

আরও পড়ুন: সরাসরি বিধায়ককে ফোন? ED আধিকারিকদের উপরে হামলার দিন ঠিক কী করেছিল শেখ শাহজাহান..সিবিআইয়ের রেডারে আরও অনেক

তাঁর এই কাজের পুরস্কার হিসেবে ২০০৯ ও ২০২০ সালে দক্ষিণ ২৪ পরগনা জেলার সেরা স্বাস্থ্যকর্মী, ২০২১ সালে রাজ্যের সেরা স্বাস্থ্যকর্মী হিসাবে মনোনীত হয়ে ছিলেন। দৈনন্দিন জীবনে কঠিন সময়ের মুখোমুখি হয়েও, কর্তব্যে অবিচল থেকেছেন তিনি। ছুটে গিয়েছেন তাঁর দায়িত্বে থাকা ১২ টি গ্রামের মানুষদের রাত দিন স্বাস্থ্য পরিষেবা দিতে।

আরও পড়ুন: পদ্মে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কথা অমিত শাহের সঙ্গেও! দাঁড়াবেন কোন কেন্দ্র থেকে?

তাঁকে দেখে গ্রামের মহিলা থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও অনেক কিছু শিখেছেন। তিনি এখন সকলের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন। এ নিয়ে রীতা দেবী জানান, তাঁর মতো অন্যান্য মহিলারা সমাজের বিভিন্ন জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসুক। মানুষের পাশে পৌঁছে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর কাজ সারাজীবন করতে চান তিনি‌। সেই কাজই করে যাবেন আজীবন।

নবাব মল্লিক