বিশ্বকাপে হিট! আইপিএলে এসে কেরিয়ার শেষ! ১৭ বছরের বোলারের করুণ দশা হল বুধবার

হায়দরাবাদ: বিশ্বকাপে সুপারহিট। আইপিএলে এসেই স্বপ্নভঙ্গ!

দক্ষিণ আফ্রিকার তরুণ ফাস্ট বোলার কোয়েনা মাফাকাকে আইপিএলে অভিষেকের সুযোগ দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু অভিষেক ম্যাচকে স্মরণীয় করে রাখতে পারেননি এই তরুণ।

হায়দরাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা মাফাকাকে টার্গেট করেন। ১৭ বছর বয়সী মাফাকা তাঁর অভিষেক আইপিএল ম্যাচে লজ্জার রেকর্ড গড়েছেন।

সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া মাফাকা তাঁর আইপিএলে অভিষেক ম্যাচে এমন ঘটনা ঘটবে বলে স্বপ্নেও কল্পনা করতে পারেননি হয়তো! মাফাকাকে দক্ষিণ আফ্রিকার ভবিষ্যৎ তারকা হিসেবে ধরা হচ্ছে।

আরও পড়ুন- Viral Reels: ম্যাচ চলাকালীনই মুম্বইয়ের অধিনায়ক বদল ! ভাইরাল রিল ঘিরে তোলপাড়

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বাঁহাতি ফাস্ট বোলার কোয়েনা মাফাকা তাঁর কোটার ৪ ওভারে কোনও উইকেট ছাড়াই ৬৬ রান দিয়েছেন। আইপিএলের অভিষেক ম্যাচে এটি কোনও বোলারের দেওয়া সর্বোচ্চ রান।

এর আগে এই রেকর্ড ছিল ফাস্ট বোলার মাইকেল নেসারের নামে। ১১ বছর আগে পাঞ্জাব কিংসের হয়ে ডেবিউ করার সময় নেসার ৬২ রান দিয়েছিলেন।

২০১৩ সালে আরসিবি ব্যাটাররা নেসারের বলে রেকর্ড করেছিলেন। মাফাকা দক্ষিণ আফ্রিকার উদীয়মান ফাস্ট বোলার। তাঁর চেহারা ফাস্ট বোলার কাগিসো রাবাদার মতো। সেই কারণে তাকে ‘বেবি’ রাবাদাও বলা হচ্ছে।

সিনিয়রদের আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক হয়নি কোয়েনা মাফাকার। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তিনি সর্বোচ্চ ২১টি উইকেট নিয়েছিলেন। তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে মুম্বই তাঁকে সুযোগ দিয়েছিল। তবে মুম্বই বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান খরচ করেছেন মাফাকা। মাফাকার বোলিং ইকোনমি ছিল ১৬.৫০।

আরও পড়ুন- ‘পান্ডিয়া, এটা ক্যাপ্টেন্সি?’ হার্দিককে ধুয়ে দিলেন প্রাক্তন তারকা, যা নয় তাই হল!

কোয়েনা মাফাকা ২টি প্রথম শ্রেণীর ম্যাচে ৭ উইকেট নিয়েছেন।  দুটি লিস্ট এ ম্যাচে তার ৩টি উইকেট রয়েছে। ১০টি টি-টোয়েন্টি ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন মোফাকা।

আইপিএলে অভিষেক হওয়া মুম্বইয়ের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় মাফাকা। মাফাকা জোহানেসবার্গ থেকে এসেছেন। তিনি ইয়র্কারের জন্য জনপ্রিয় হন। তাঁর বোলিং-এর গড় গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার। আহত দিলশান মাদুশঙ্কার বদলি হিসেবে তাঁকে দলে নিয়েছে করেছে মুম্বই।