বলুন তো বাইকের ডিস্ক ব্রেকে ছোট ছোট ছিদ্র থাকে কেন? রয়েছে বড় একটা কারণ

কলকাতা: সত্তরের দশকের গোড়ার দিকে মোটরবাইকে প্রথম ডিস্ক ব্রেক লাগানো হয়। এখন তো খুবই সাধারণ ব্যাপার। বাইক কেনার সময়ই ক্রেতা দেখে নেন ডিস্ক ব্রেক আছে কি না। কিন্তু ডিস্ক ব্রেক জুড়ে ছোট ছোট গর্ত বা ছিদ্র কেন থাকে, সেটা অনেকেই জানেন না।

একনজরে দেখলে মনে হবে ডিজাইনের নান্দনিকতা বৃদ্ধির জন্যই বোধহয় ছিদ্রগুলো রাখা হয়েছে। কিন্তু আদতে ব্রেকিং ক্ষমতা এবং নিরাপত্তা বৃদ্ধিই এর আসল উদ্দেশ্য। ডিস্ক ব্রেকের ছোট ছোট গর্ত কী গুরুত্ব বহন করে দেখে নেওয়া যাক।

উন্নত বায়ুপ্রবাহ: ব্রেক করলে ব্রেক প্যাড এবং ডিস্কের মধ্যে ঘর্ষণে তাপ উৎপন্ন হয়। কিন্তু এই তাপ বের করে দিতে হবে। তাই ডিস্ক ব্রেকে ছোট ছোট গর্ত রাখা হয়েছে। যাতে এর মধ্যে দিয়ে বায়ুপ্রবাহ বজায় থাকে। এটা ব্রেকিং সিস্টেমকে ঠান্ডা রাখতে সাহায্য করে। ফলে ব্রেক ফেইলিওরের ঝুঁকি কমে। ডিস্ক ব্রেকের ছিদ্রগুলি মূলত বায়ু চলাচল ব্যবস্থা হিসেবে কাজ করে।

আরও পড়ুন- PAN কার্ড হারালেও চিন্তা নেই! অনলাইনে ডুপ্লিকেট কার্ড পাবেন ‘এভাবে’

ময়লা পরিস্কার: ডিস্ক এবং ব্রেক প্যাডে জল এবং ময়লা জমে। বিশেষ করে ভেজা অবস্থায়। এতে ব্রেকিং ক্ষতিগ্রস্ত হয়। ডিস্কের ছিদ্রগুলি জল নিষ্কাশন করতে এবং ময়লা পরিষ্কার করতে সাহায্য করে, ব্রেকিং সিস্টেমের সর্বোত্তম কর্মক্ষমতা নিশ্চিত করে।

শুধু তাই নয়, ব্রেক প্যাড নীচে নামালে ছোট ছোট কণা ডিস্কে ঢুকে যেতে পারে। এই ছিদ্র সেই কণা অপসারণে সাহায্য করে। উন্নত ব্রেকিং ক্ষমতার জন্য প্যাড এবং ডিস্কের মধ্যে আরও ভাল যোগাযোগ বজায় রাখে।

ওজন কমায়: ছোট ছোট ছিদ্র থাকার কারণে ডিস্কের ওজন কমে। ফলে মোটরবাইকের সামগ্রিক ওজন হ্রাস পায়। আর কে না জানে, হালকা বাইক গতি এবং মাইলেজ বাড়ায় তাই নয়, সামগ্রিক কর্মক্ষমতাও উন্নত করে।

আরও পড়ুন- ফোনে Nearby Share আসলে কী? আর কীভাবেই বা এই ফিচার কাজ করবে? জেনে নিন বিশদে

খরচ কমে: ছিদ্র রাখার কারণে ডিস্ক তৈরিতে উপকরণ কম লাগে। ফলে উৎপাদন খরচ কমায়। এতে লাভ হয় ক্রেতাদের। কম দামে বাইক উন্নত প্রযুক্তির বাইক কিনতে পারেন তাঁরা।