রাস্তার কাজ চলছে 

South 24 Parganas News: খবর প্রকাশেই নড়ে চড়ে বসল প্রশাসন! তড়িঘড়ি হচ্ছে রাস্তা সারাই

দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ বারাসাত থেকে গৌরহাট ভায়া জীবন মন্ডলের হাট পর্যন্ত খানাখন্দে ভরা রাস্তা কোনভাবে চলাচলের জন্য মেরামত করা হয়েছে। রাস্তার প্রায় একশো মিটার অংশ নিত্যযাত্রীদের কাছে চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল। সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। অবশেষে সেই রাস্তা কাজ শুরু হয়। কোনও ভাবে চলার যোগ্য’ করেছে পূর্তদফতর। সূত্রের খবর, খবর প্রকাশের পর নড়েচড়ে বসেন ওই রাস্তার দায়িত্বপ্রাপ্ত কর্তারা। সংশ্লিষ্ট দফতরের শীর্ষ মহল থেকে তাঁদের তড়িঘড়ি রাস্তা সারাইয়ের নির্দেশ দেওয়া হয়। রাস্তা মেরামতি হওয়াতে খুশি যাত্রীরা। তবে, এই জোড়াতাপ্পি দেওয়ার বদলে গোটা রাস্তা ঢেলে সাজার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: এই দিঘিতে বেড়াতে এলেই বিশাল রুই-কাতলা পাবেন! সঙ্গে রাখতে হবে শুধু ‘একটি’ জিনিস, জানুন

সূত্রের খবর, বর্ষা মিটলে গোটা রাস্তার সার্বিক সংস্কার করা হবে। রাস্তার বেহাল অংশের পিচ কেটে সমান করা হয়েছে। গর্তগুলিকে ইট দিয়ে বোজানো হয়েছে। এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন রাস্তা মেরামত করা হয়েছে। গর্তগুলি বুজিয়ে দেওয়া খুব দরকার ছিল। ছোটখাট বাইক দুর্ঘটনা অন্তত হবে না। তবে গোটা জায়গাটা পিচ করা হলে আরও ভাল হতো। কয়েক দিন পরেই দুর্গা পুজো। যদি পুজোর রাস্তা পুরোপুরি ভাবে মেরামত করা হতো তাহলে অনেকটাই উপকারে আসত। কারণ এই রাস্তা দিয়ে গৌরাহাট এলাকায় বেশ কয়েকটি প্রতিমা তৈরির কারখানা রয়েছে। তাই প্রতিমা যাওয়ার জন্য এই রাস্তায় ব্যবহার করা হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা