Tag Archives: South Barasat

South 24 Parganas News: এ যেন বড়সড় ট্যুরনামেন্ট! ৩২ দলের লুডো প্রতিযোগিতা দক্ষিণ বারাসাতে

দক্ষিণ ২৪ পরগনা: ফুটবল বা ক্রিকেট অথবা অন্য কোন খেলার প্রতিযোগিতার দেখা মেলে তবে এই প্রথম জয়নগর এলাকার দক্ষিণ বারাসাতে ব্যবসায়ী সমিতির উদ্যোগে লুডো খেলা প্রতিযোগিতা। আবার তাতেই থাকছে বিশেষ পুরস্কার আর যার দেখতে এবং খেলতে প্রচুর মানুষের ভিড় করছেন। বর্তমান ইলেকট্রনিক্স, মোবাইল, টিভির যুগে এসে দাঁড়িয়ে বর্তমান প্রজন্ম এইসব খেলাধুলা কি তা এখন ভালো ভাবে জানেই না। ক্রিকেট খেলাটা টিভিতে দেখা যায়। ফুটবল দেখা যায়। কিন্তু বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা তাদেরকে এখন আর মাঠে খেলাধুলা করতে দেখাই যায় না বললেই চলে। আগেরকার দিনে ঘরে বসেই চলত লুডো খেলা কিন্তু বর্তমান টিভির যুগে বা মোবাইলের যুগে এসে সেই খেলা এখন হারিয়ে গেছে।

আরও পড়ুন: বাঘের সামনে বনজীবীদের ভরসা জোগায় মুখোশ! এখন তৈরি হচ্ছে কাকদ্বীপে 

তবে কাগজ বা প্লাস্টিকের তৈরি লুডো  বা ছক্কা ঘুটি নয়, হারিয়ে যাবার স্মৃতি আঁকড়ে রাখতে মোবাইলেই লুডো খেলার অভিনব উদ্যোগ উদ্যোক্তাদের। দক্ষিণ বারাসাত ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই প্রথম ৩২ দলীয় লুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।  দুদিন ব্যাপী এই লুড প্রতিযোগিতায় অংশ নেয় ৩২টি দল । যার এন্ট্রি ফি ১৫০ টাকা। রয়েছে প্রথম ও দ্বিতীয় হলে সুদৃশ্য ট্রফি সহ বিশেষ পুরস্কার। পুরানো দিনের হারিয়ে যাওয়া এই স্মৃতি মোবাইলের মধ্যমে ফিরে পেয়ে খুশি নতুন ও পুরনো প্রজন্ম । তারা চাইছে নতুন করে পুরনো দিনের হারিয়ে যাওয়া খেলাধুলো আবার চালু হোক।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

South 24 Parganas News: খবর প্রকাশেই নড়ে চড়ে বসল প্রশাসন! তড়িঘড়ি হচ্ছে রাস্তা সারাই

দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ বারাসাত থেকে গৌরহাট ভায়া জীবন মন্ডলের হাট পর্যন্ত খানাখন্দে ভরা রাস্তা কোনভাবে চলাচলের জন্য মেরামত করা হয়েছে। রাস্তার প্রায় একশো মিটার অংশ নিত্যযাত্রীদের কাছে চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল। সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। অবশেষে সেই রাস্তা কাজ শুরু হয়। কোনও ভাবে চলার যোগ্য’ করেছে পূর্তদফতর। সূত্রের খবর, খবর প্রকাশের পর নড়েচড়ে বসেন ওই রাস্তার দায়িত্বপ্রাপ্ত কর্তারা। সংশ্লিষ্ট দফতরের শীর্ষ মহল থেকে তাঁদের তড়িঘড়ি রাস্তা সারাইয়ের নির্দেশ দেওয়া হয়। রাস্তা মেরামতি হওয়াতে খুশি যাত্রীরা। তবে, এই জোড়াতাপ্পি দেওয়ার বদলে গোটা রাস্তা ঢেলে সাজার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: এই দিঘিতে বেড়াতে এলেই বিশাল রুই-কাতলা পাবেন! সঙ্গে রাখতে হবে শুধু ‘একটি’ জিনিস, জানুন

সূত্রের খবর, বর্ষা মিটলে গোটা রাস্তার সার্বিক সংস্কার করা হবে। রাস্তার বেহাল অংশের পিচ কেটে সমান করা হয়েছে। গর্তগুলিকে ইট দিয়ে বোজানো হয়েছে। এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন রাস্তা মেরামত করা হয়েছে। গর্তগুলি বুজিয়ে দেওয়া খুব দরকার ছিল। ছোটখাট বাইক দুর্ঘটনা অন্তত হবে না। তবে গোটা জায়গাটা পিচ করা হলে আরও ভাল হতো। কয়েক দিন পরেই দুর্গা পুজো। যদি পুজোর রাস্তা পুরোপুরি ভাবে মেরামত করা হতো তাহলে অনেকটাই উপকারে আসত। কারণ এই রাস্তা দিয়ে গৌরাহাট এলাকায় বেশ কয়েকটি প্রতিমা তৈরির কারখানা রয়েছে। তাই প্রতিমা যাওয়ার জন্য এই রাস্তায় ব্যবহার করা হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা