চঞ্চলা কালী

South Dinajpur News: ৩০০ বছর ধরে পূজিত চঞ্চলা কালী! বিশেষ পুজোয় ভক্তের ঢল মন্দিরে

দক্ষিণ দিনাজপুর: তিথি নক্ষত্র মেনে বালুরঘাটে শুরু হল চঞ্চলা কালী মায়ের পুজো ও মেলা। সাড়ে দশ হাত এই চঞ্চলা কালীর পুজো অনুষ্ঠিত হয় দোল পূর্ণিমার প্রতিপদে। বালুরঘাট শহরের অদূরে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুরের কাছে চকবাখর গ্রাম।আনুমানিক তিনশো বছরের পুরনো এই পুজোয় শুধু দক্ষিণ দিনাজপুর জেলা নয়, বিহার, ঝাড়খণ্ড সহ ভিনরাজ্যের ভক্তরাও উপস্থিত হন। এই পুজোকে কেন্দ্র করে প্রচলিত একাধিক অলৌকিক গল্প। জানা গেছে, মহামায়া ও চামুণ্ডার এক রূপ এই চঞ্চলা কালী মাতা।

এবিষয়ে জমিদার বাড়ির বর্তমান প্রজন্মের বংশধর তথা পুজো কমিটির সভাপতি সুপ্রিয় চৌধুরী বলেন, \”সঠিকভাবে বলা না গেলেও প্রায় তিনশো বছর আগে এই পুজোর শুভ সূচনা হয়। তবে মাঝে বেশ কিছুদিন এই পুজো বন্ধ ছিল। এলাকার এক বাসিন্দা স্বপ্নাদেশ পেয়ে দ্বিতীয় বারের জন্য এই পুজোর সূচনা করেন। নতুন করে মন্দির তৈরি করা হচ্ছে। আগামীতে ইচ্ছে রয়েছে এখানে প্রতিদিন পুজো অনুষ্ঠিত হবে। এবং এটিকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলার। পুজোকে কেন্দ্র করে বসে বিরাট মেলা। মোট তিন দিন চলে এই পুজো ও মেলা।\”

আরও পড়ুন: Bank Holiday in April 2024: ১ এপ্রিল থেকে বড়সড় পরিবর্তন! জরুরি কাজ আজ থেকেই সেরে নিন, সারা মাসে অনেকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

আরও পড়ুন: Skill Development Training: মহিলাদের জন‍্য বড় সুযোগ! সম্পূর্ণ বিনামূল‍্যে ট্রেনিং, সরকারি সার্টিফিকেট, রোজগারের দুর্দান্ত সুযোগ

প্রথমে মাটির মন্দির। তারপরে টিনের ও পরে পাকা মন্দির তৈরি হয়েছে। মন্দিরের সামনেই রয়েছে একটি পুকুর। চঞ্চলা কালীর মন্দিরের পাশেই রয়েছে শ্মশান কালী ও মাশান কালীর মন্দির। মা চঞ্চলার পুজোর পরের দিন তাঁরাও তন্ত্র মতে ভক্তিভরে পূজিত হন। মন্দিরের সামনে রয়েছে নাটমন্দির যেখানে পুজোর পরে দুদিন রাতভর মঙ্গলচন্ডীর গান শোনানো হয়।

সুস্মিতা গোস্বামী