মাটির পাত্রের উপর জগন্নাথ দেবের মুখাবয়ব

South Dinajpur News: মাটির পাত্রে অবিকল জগন্নাথ দেবের মুখাবয়ব! অবাক করলেন এই শিল্পী

দক্ষিণ দিনাজপুর: আস্ত মাটির পাত্রের উপর জগন্নাথ বলরাম সুভদ্রার মুখাবয়ব তৈরি করে তাক লাগাল পতিরামের বাসিন্দা লাবনী সরকার। বর্তমানে সে মাস্টার্স বিভাগের দ্বিতীয় বর্ষে পাঠরত হলেও ছোটবেলা থেকে এই ধরনের কাজের প্রতি ঝোঁক ছিল যথেষ্ট। তিন ঘণ্টার মধ্যেই রং তুলি ও ফেব্রিক দিয়ে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের মুখাবয়ব তৈরি করে বিশেষ ভাবে সারা ফেলেছে ইতিমধ্যেই।

লাবনীর কথায়,”দৈনন্দিন জীবনে প্লাস্টিকের চাহিদা কমাতে প্রতিটি বাড়িতে অপরিহার্য এই মাটির পাত্র। পরিবেশের ভারসাম্য ধরে রাখতে হলে প্লাসটিককে বর্জন করতে হবে। তার পরিবর্তে পরিবেশবান্ধব কিছু উপাদান ব্যবহার করতে হবে। সেদিক থেকে মাটির পাত্রের তুলনায় পরিবেশবান্ধব আর কিছুই হয় না। সেজন্যই এবার রথযাত্রা উপলক্ষে জগন্নাথদেবকে নতুনভাবে ফুটিয়ে তোলার এই উদ্যোগ।”

আরও পড়ুন:গ্যাসট্রিক আলসার, কৃমি, কোলেস্টেরলের যম এই সাদা ফুল,নিমেষে কমায় পাইলস-এর যন্ত্রণা

পড়াশুনার পাশাপাশি কচিকাঁচাদের ছবি আঁকাও শেখান তিনি। শৈশব থেকেই বরাবরই অন্য কিছু তৈরির ওপর ঝোঁক লাবনীর। এর আগেও রকমারি সরঞ্জামের ওপর বিভিন্ন দেব দেবীর মুখমন্ডল, মন্দির প্রাঙ্গণ সহ বেশ কিছু নয়া ভাবনা সাজিয়েও সমাজমাধ্যমে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুস্মিতা গোস্বামী