দক্ষিণবঙ্গ Durga Puja 2024: জেলার পাশাপাশি এবার নজর কাড়ল সল্টলেক দমদমের এই পুজোগুলিও Gallery October 12, 2024 Bangla Digital Desk কলকাতার পাশাপাশি তথ্যপ্রযুক্তির নগরী সল্টলেক, বিধাননগর, দমদমেও এবার বেশ কিছু পুজো মণ্ডপ নজর কেড়েছে। তাই প্রতিদিনই হাজার হাজার মানুষের ভিড় হচ্ছে এই মণ্ডপগুলিতে নিউটাউন সর্বজনীনের এবারের থিম মৃচ্ছকটিক। গত বছর কোমল গান্ধার থিম ফুটিয়ে তুলে সাড়া ফেলে দিয়েছিল এই পুজো কমিটি সল্টলেক আইবি ব্লকের এক পুজো কমিটি ফুটিয়ে তুলেছে ভবিষ্যৎকে। ২০৫০ সাল কেমন হবে তাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এর পাশাপাশি শ্রীভূমি তো রয়েছেই। সেখানেও জমছে ব্যাপক ভিড়। সল্টলেক ও পার্শ্ববর্তী এলাকা দমদমেও এবার বেশ কয়েকটি ভাল পুজো ভিড় টানছে। দমদম পার্ক সর্বজনীন দুর্গা পুজো কমিটি এবার ফুটিয়ে তুলেছে মানবজমিন কে। দমদম পার্ক তরুণ সংঘের পুজো এ বার ৩৯তম বর্ষে পদার্পণ করছে। এবছর তাদের বিশেষ আকর্ষণ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুক্তধারা’। পাহাড় কেটে তৈরি করা হয়েছে অজস্র বাড়ি, নদীর জলধারাকেও কৃত্রিম উপায়ে আটকানো হচ্ছে যত্রতত্র। প্রকৃতির পক্ষে কতটা ক্ষতিকর হয়ে উঠতে পারে এই ঘটনাগুলি, সেই তথ্যই থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দমদম পার্ক ভারতচক্র এবার ফুটিয়ে তুলেছে জামদানির উড়ানকে। শাড়িকেই এখানে উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে উল্টোডাঙ্গা বিধান সংঘের এবারের ভাবনায় ধরা দিয়েছে বাণিজ্যে বসতি লক্ষ্মী। তৎকালীন নৌকাকেই বাণিজ্যের প্রতীক হিসেবে ধরা হত। সেই জায়গা থেকে বেতনাইন নাম বাংলার একটি বিলুপ্তপ্রায় নৌকাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি মণ্ডপের চারদিকে বাণিজ্য নগরীও গড়ে তোলা হয়েছে। স