২৪ বেহারার কাঁধে চড়ে কৈলাসের পথে উমা 

Durga Puja 2024: পান্তা ভাত-কচু শাক খেয়ে ২৪ বেহারার কাঁধে চড়ে কৈলাসের পথে উমা, টাকিতে বিসর্জনের সুর

উত্তর ২৪ পরগনা: দুর্গোৎসবের সেইদিন আজ যেদিন মায়ের যাওয়ার পালা। চোখের জলে বিসর্জনের নিয়ম মেনে ঘাটে ঘাটে আজ সাজ সাজ রব। যেখানে আনন্দের অশ্রুতে মিশে থাকে বিষাদের সুর। প্রতিবারের মতো এবারেও নিয়ম তিথি মেনে টাকির ইছামতি নদীতে জমিদার বাড়ি প্রতিমা নিরঞ্জন পর্ব।

শাস্ত্র মতে আজ বিজয় দশমী। তাই সেই উপচার মেনেই নির্দিষ্ট সময়ে উত্তর ২৪ পরগনার টাকির পূবের বাড়ি বিসর্জন প্রথম শুরু হবে তারপর এই জমিদার বাড়ির একে একে ঘোষ বাড়ি, মুখার্জি বাড়ি, ব্যানার্জি বাড়ি-সহ একাধিক জমিদার বাড়ির প্রতিমা বিসর্জন হবে। বাড়ির সদস্য শর্মিষ্ঠা ঘোষ জানান “আমাদের পুরো নিয়ম মেনে উমাকে বাপের বাড়ি পাঠানো হয়। বিশেষ করে কচু শাক, পান্তা ভাত, মা যাওয়ার আগে খেয়ে যাবেন। বাকি কচু শাক পান্তা ভাত চব্বিশ বেহারা খাবে। তারপর বাসিন্দাদের হাতে সেই প্রসাদ তুলে দেওয়া হবে।

আরও পড়ুন: AM আর PM এর ‘ফুলফর্ম’ কী বলুন তো? প্রশ্ন শুনে ঘাম ছুটছে অনেকের…! আপনি জানেন?

বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মঙ্গল যাত্রা হয়। তারপর দালান থেকে প্রতিমা বের করা হয় মা-কে বরণ করার পর সিঁদুর খেলার মধ্য দিয়ে ২৪ বেহারা কাঁধে চড়ে বেড়ায় দু’কিলোমিটার। তারপর ঘোষ বাবুর ঘাটে গিয়ে মাকে বিসর্জন দেওয়া হয় তারপর একে একে মিষ্টি মুখের মধ্য দিয়ে বিজয়া দশমী শুরু হয়। রবিবার টাকিতে দুই বাংলার বিসর্জন হবে। যা নিঃসন্দেহে দেখার মতো।

জুলফিকার মোল্লা