রাখি তৈরিতে ব্যস্ত পিংকি রায়

Special Rakhi 2024: রাখিতে দেওয়া হল বিশেষ বার্তা, টি টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে এই বার্তা তুলে ধরলেন এই গৃহবধূ

প্রতিবছর রাখি উৎসবে মেতে ওঠে গোটা সমাজ। নিত্যনতুন রাখির সম্ভার দেখতে পাওয়া যায় প্রতিবছর রাখির উৎসবের দিনে। এবার জেলায় তৈরি হল এক বিশেষ আকর্ষণীয় রাখি।
প্রতিবছর রাখি উৎসবে মেতে ওঠে গোটা সমাজ। নিত্যনতুন রাখির সম্ভার দেখতে পাওয়া যায় প্রতিবছর রাখির উৎসবের দিনে। এবার জেলায় তৈরি হল এক বিশেষ আকর্ষণীয় রাখি।
পরিবেশ রক্ষার জন্য এগিয়ে আসতে দেখা যায় বহু মানুষকে। এবার এই বার্তা দিয়েই তৈরি করা হল এই বিশেষ রাখি। জেলার এক গৃহবধূ পিংকি রায় নিজের হাতে এই রাখি তৈরি করেন।
পরিবেশ রক্ষার জন্য এগিয়ে আসতে দেখা যায় বহু মানুষকে। এবার এই বার্তা দিয়েই তৈরি করা হল এই বিশেষ রাখি। জেলার এক গৃহবধূ পিংকি রায় নিজের হাতে এই রাখি তৈরি করেন।
এছাড়াও এই রাখির মধ্যে রয়েছে চমক ভারতীয় খেলোয়াড়দের ও T20 বিশ্বকাপের বিষয় নিয়ে। ভারতের সকল খেলোয়াড়দের ছবি এবং চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে তৈরি করা হয়েছে এটি।
এছাড়াও এই রাখির মধ্যে রয়েছে চমক ভারতীয় খেলোয়াড়দের ও T20 বিশ্বকাপের বিষয় নিয়ে। ভারতের সকল খেলোয়াড়দের ছবি এবং চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে তৈরি করা হয়েছে এটি।
রাখিটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে কাগজ, সুতো, ফিতে, আঠা, রঙ, কার্ড বোর্ডের অংশ এবং ভারতীয় ক্রিকেট দলের একটি ছবি। এই রাখিটি তৈরি হয়েছে একটি সম্পূর্ণ দিন ধরে।
রাখিটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে কাগজ, সুতো, ফিতে, আঠা, রঙ, কার্ড বোর্ডের অংশ এবং ভারতীয় ক্রিকেট দলের একটি ছবি। এই রাখিটি তৈরি হয়েছে একটি সম্পূর্ণ দিন ধরে।
এই রাখিটিকে মোট দুই ফুট লম্বা তৈরি করা হয়েছে। রাখিটিকে জেলার এক রাজ আমলের পুরোনো তল্লি গাছের দীর্ঘায়ু কামনায় সেই গাছটির গায়ে বেঁধে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই রাখিটিকে মোট দুই ফুট লম্বা তৈরি করা হয়েছে। রাখিটিকে জেলার এক রাজ আমলের পুরোনো তল্লি গাছের দীর্ঘায়ু কামনায় সেই গাছটির গায়ে বেঁধে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।