মুয়াই থাই চ্যাম্পিয়ন বাঁকুড়ার ছেলে

Sports News: যেন আহত বাঘ! ক্ষিপ্রতার সঙ্গে প্রতিপক্ষকে মাটি ধরাল এই ছেলে

বাঁকুড়া: এই জেলার মানুষ বেশ শান্তিপ্রিয়, কিন্তু রাগিয়ে দিলে রক্ষা নেই, এমন একটি কথা প্রচলিত। তবে এবার বাস্তবে তেমনই কাজ করলেন বাঁকুড়ার কিশোর স্নেহাংশু মণ্ডল। মুয়াই থাই মার্শাল আর্টে সিদ্ধহস্ত এই ছেলে ২০২৩ সালে প্রথম না হওয়ার রাগ যেভাবে উগরে দিলেন সেটা চিন্তাও করতে পারবেন না। কথায় আছে সুস্থ সবল বাঘের চেয়ে আহত বাঘ বেশি বিপজ্জনক। এই কিশোর সেই আহত বাঘের মতই ক্ষিপ্রতার সঙ্গে লড়াই করে বাঁকুড়াবাসীকে দিলেন এক বিশেষ উপহার। জিতে নিলেন শিরোপা।

আরও পড়ুন: নাশকতা? উদ্বোধনের আগেই পুড়ে ছাই ক্লাব

প্রতিদিন ভোর ৫ টায় উঠে জঙ্গলে পাঞ্চিং ব্যাগ বেঁধে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করেও প্রথম হওয়ার খিদে মিটছিল না স্নেয়াংশুর। তবে এবার যা হল সেই ছবি দেখলে বাঁকুড়ার মানুষের গর্ব হওয়া উচিত। থাইল্যান্ডের ভয়ানক কঠিন মার্শাল আর্ট মুয়াই থাই। এই মার্শাল আর্টে ব্যাবহার করা হয় পা থেকে কনুই পর্যন্ত। ২০২৩ সালে চেষ্টা করেও সে প্রথম হতে পারেনি। তারপর ক্যামেরার সামনেই প্রথম হওয়ার অঙ্গীকার করে। নিজের কথা রাখতে এবারে আহত বাঘের মত ঝাঁপিয়ে পড়ল বিহার এবং রাজ্যের‌ই হুগলির মুয়াই থাই ফাইটারদের উপর। অপরাজিত থেকে জাতীয় মুয়াই থাই চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব ১৬ বিভাগে প্রথম স্থান অধিকার করে বাঁকুড়ার স্কুল ডাঙার বাসিন্দা স্নেহাংশু মণ্ডল। একই সঙ্গে আসন্ন থাইল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মুয়াই থাই চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করে নেয়। জেলাবাসীর কাছে কথা রাখতে পেরে খুশি এই কিশোর।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বিহারের ফাইটারের সামনে তাসের ঘরের মত লুটিয়ে পড়ছিল সকলে। তাদের গতি এবং ক্ষিপ্রতা দেখে প্রাথমিকভাবে ভয়ই পেয়ে গিয়েছিলেন বাঁকুড়ার স্নেহাংশু মণ্ডল। তবে স্নেহাংশুর প্রশিক্ষক সৌরভ রুইদাস ছাত্রের মনের জোর বাড়াতে থাকেন। এক প্রকার ভয়কে জয় করেই প্রথম হয়েছেন স্নেহাংশু। তার এই সফলতায় গর্বিত প্রশিক্ষক সৌরভ। স্নেহাংশু জানিয়েছে, আগামী দিনে পড়াশোনার সঙ্গে তাল মিলিয়ে মুয়াই থাই চালিয়ে যেতে চায়। জাতীয় প্রতিযোগিতায় প্রথম হয়ে আগের বারের মত এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মেডেল জেতার ইচ্ছা প্রকাশ করেছে সে।

নীলাঞ্জন ব্যানার্জী