চ্যাম্পিয়ন অনিমেষ মুখার্জি

Bankura News: খেলেছেন নীরজ চোপড়ার সঙ্গে! ৯ বার চ্যাম্পিয়ন বাংলার ছেলে, শিকার অবিচারের

বাঁকুড়া: অলিম্পিক্সের সময় নীরজ চোপড়ার দিকে চোখ ছিল সবার। জানেন কি বাংলার বাঁকুড়াতেও রয়েছে একজন জ্যাভেলিন চ্যাম্পিয়ন। একবার,দুইবার নয়, প্রায় নয় বার রাজ্যে জ্যাভেলিন থ্রো’তে চ্যাম্পিয়ন হয়েছে বাঁকুড়ার এই অ্যাথলিট। শুনে অবাক লাগলেও রাজ্যে ন’বার জ্যাভেলিন চ্যাম্পিয়ন বাঁকুড়ার অনিমেষ মুখোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে বাঁকুড়ার অনিমেষ পেয়েছিলেন রাজ্যের বেস্ট অ্যাথলিটের পুরস্কার। জ্যাভেলিনের জাতীয় প্রতিযোগিতাতে লড়াই করেছেন নীরজ চোপড়ার সঙ্গেও।

রাজ্যে ৯ বার চ্যাম্পিয়ন হয়েও, অনিমেষ বললেন “আমার আর কিছু পাওয়ার নেই”। ২০২৪ সালে অগাস্ট মাসে হয়েছে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ইনজুরি নিয়েই মাঠে নেমেছিলেন বাঁকুড়ার চাঁদমারিডাঙ্গার বাসিন্দা অনিমেষ। তাতেই রাজ্য চ্যাম্পিয়ন। জানলে অবাক হবেন অনিমেষ মুখোপাধ্যায় অনূর্ধ্ব ১৮ স্তর থেকে মায়ের কাছে ট্রেনিং নিয়ে একজন চ্যাম্পিয়ন অ্যাথলিট হয়েছেন তিনি।

রাজ্যে ৯ বার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি জাতীয় স্তরেও খুব ভালো ফল করেছেন বাঁকুড়ার অনিমেষ। তবে বিশেষ কিছু কারণের জন্য রয়েছে কিছু প্রশ্ন। জাতীয় স্তরে “টপ সিক্সে” জায়গা করে নেওয়ার পরও বাকিদের মত ফিনল্যান্ডে গিয়ে ক্যাম্পে অংশগ্রহণ করার ডাক পাননি অনিমেষ। কি কারণেএমনটা হল তার কোনও উত্তর সে এখনও পায়নি।

যদিও থেমে না থেকে খেলাধুলাকে ভালোবেসে নিজে ব্যবসা চালিয়ে, প্রায় প্রতিবছর রাজ্যে চ্যাম্পিয়ন হয় অনিমেষ। যদি সবকিছু ঠিকঠাক হত তাহলে হয়ত নীরজদের সঙ্গে অনিমেষকেও দেখা যেত অলিম্পিক্সের মঞ্চে। বাঁকুড়ার হয়ে একবার চ্যাম্পিয়ন হয়েছিলেন অনিমেষ। তারপর বিভিন্ন কারণ বশত বাঁকুড়া ছেড়ে মোহনবাগানে যোগ দেন তিনি। ২০২৪ সালের প্রতিযোগিতা এবং বাকি সাত বার জাভ্যালিন থ্রো’তে মোহনবাগানের হয়ে প্রথম স্থান অধিকার করেন তিনি।

আরও পড়ুনঃ India vs Bangladesh: বাংলাদেশ সিরিজে ভারতীয় দলে বড় চমক! কে থাকছে আর কে পড়ছে বাদ? জেনে নিন

প্রতিযোগিতার পরে আরও বেশি চোটে জর্জরিত হন অনিমেষ। যার জন্য ডান কাঁধ নড়াচড়া করতে পারছেন না তিনি। কতদিনে সম্পূর্ণ সুস্থ হয়ে খেলার ছন্দে ফিরতে পারবেন তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন। তবুও বাঁকুড়ার এই ছেলে আঘাত এবং যন্ত্রণাকে উপেক্ষা করে আবারও রাজ্যের বুক থেকে ছিনিয়ে আনল প্রথম স্থান।

নীলাঞ্জন ব্যানার্জী