প্রতিবাদের একটি মুহূর্ত

Bankura News: মধ্যরাত্রিতে পথনাটক, বাঁকুড়ার মহিলারা কাঁপিয়ে দিলেন রাস্তা

বাঁকুড়া: স্বাধীনতা দিবসের দিন রাতে রাস্তায় বাঁকুড়ার মহিলারা। দেশ স্বাধীন হলেও তারা নিজেরা স্বাধীন নন এমনটাই বলছেন নারীরা। চিৎকার করে বাঁকুড়ার পথে নারী নিরাপত্তাহীনতার বিরুদ্ধে প্রশ্ন তুলছেন তারা। সাম্প্রতীকআর জি কর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস হত্যার বিরুদ্ধে সোচ্চার হয়ে রাত্রি দখল অভিযান করলেন মহিলারা।

পরণে কালো পোশাক পরে, হাতে মশাল,প্ল্যাকার্ড নিয়ে হাজার হাজার মহিলা বাঁকুড়া খ্রিস্টান কলেজের সামনে থেকে মাচানতলা ঘড়ি মোড় পর্যন্ত করলেন প্রতিবাদ মিছিল। মিছিলের একটাই রব “উই ওয়ান্ট জাস্টিস” “আমাদের বিচার চাই”। প্রতিবাদের রূপ হিসেবে মহিলাদের তরফ থেকে করা হল একটি পথনাটক। এই পথ আমার নয়, তোমার নয়! এই পথ সবার।

আরও পড়ুন : অর্ধেক সাপ, অর্ধেক নারী, বৃষ্টিভেজা শ্রাবণসকালে নেমে এলেন যেন ‘জীবন্ত মা মনসা’

স্বাধীনতার ৭৭ বছর পরেও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ মহিলারা, এমনটাই বলছেন তাঁরা। এখনও তারা ভুগছেন নিরাপত্তাহীনতায়। রাত্রে বাড়ি থেকে বেরোনোর সময় একাধিকবার ভাবতে হয় সুরক্ষার কথা। সন্তর্পনে বাড়ি ফিরতে পারবেন কিনা তাই নিয়ে থেকে যায় প্রশ্ন। তার মধ্যে নৃশংসতার জ্বলন্ত উদাহরণ আর জি কর হাসপাতালে, যা বারবারনারীদের নিরাপত্তা ব্যবস্থার উপর তুলছে প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক জবাব কিছুতেই স্বাধীনতা দিবসের দিন রাস্তায় নামলেন মহিলারা, দখল করলেন বাঁকুড়ার ব্যস্ততম এলাকা। উপস্থিত ছিলেন গৃহবধূ থেকে শুরু করে, স্কুল কলেজ পড়ুয়া এবং অন্যান্য পেশার মহিলারাও যার মধ্যে অধ্যাপিকা, শিক্ষিকা, অভিনেত্রী, সমাজসেবী, ডাক্তার এবং নার্সরা ছিলেন।

আরও পড়ুন : স্বদেশীদের বোমা পরীক্ষার মূল কেন্দ্র ছিল! ক্ষুদিরামের পা পড়েছে বারবার, জানুন কোথায়

দুর্দান্ত এক ছবি। মধ্য রাত্তিরে রাস্তা জুড়ে শুধু মহিলা। যেখানে পুরুষরা তৈরি করছেন ব্যারিকেড। দিচ্ছেন সুরক্ষার বার্তা। নারীরা বলছেন পুরুষতন্ত্রের বিরুদ্ধে এই লড়াই। সমাজে একে অপরের পরিপূরক নারী এবং পুরুষ, তবে নারীরা তাদের যোগ্য সম্মান পাননি। বারবার তাদের সম্মানে আঘাত করা হয়েছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

এই আঘাত তার আর মেনে নেবেন না, সেই কারণেই রাজ্যের অন্যান্য জায়গার মতই বাঁকুড়া শহরেও স্বাধীনতা দিবসের রাত দখল করল নারীরা।

নীলাঞ্জন ব্যানার্জী