স্কুল

School Student Protest: কেবল নিজের ঘরে এসি, উন্নয়নের নামে টাকা নিয়েও অপরিষ্কার স্কুল, প্রধান শিক্ষকের বদলির দাবিতে পড়ুয়ারা

উত্তর ২৪ পরগনা: বাগদার বেয়ারা হাইস্কুলের ছাত্রছাত্রীরা এভাবেই যেন নৈতিক শিক্ষা দিল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে। ভর্তির সময় টাকা নেওয়া হলেও সময় মতো দেওয়া হয়নি বিদ্যুৎ বিল। আর তাই স্কুলের বিদ্যুৎ সংযোগ কেটে দিতেই সমস্যায় পড়ে পড়ুয়ার। সেই ঘটনাকে কেন্দ্র করে ও পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগ এনে বিক্ষোভে ফেটে করতে দেখা যায় স্কুলের ছাত্রছাত্রীদের। এমনকি স্কুলের পরিবেশও ভাল নয় বলে অভিযোগ তোলে বেয়ারা হাইস্কুলের পড়ুয়ারা।

আরও পড়ুন: পুজোর আগেই পেটে টান, বিদেশি সাজের রমরমায় বরাত কমেছে শোলা গ্রামের শিল্পীদের

স্কুলের প্রধান শিক্ষকের এমন ভূমিকায় তীব্র প্রতিবাদ জানিয়ে তারা রীতিমতো আওয়াজ তোলে। তাদের অভিযোগ, স্কুলের বাথরুম অপরিষ্কার, ময়লা-জঞ্জালে ভরে থাকে সর্বত্র, দুর্গন্ধ বের হয়। বিভিন্ন ক্লাসরুম পর্যন্ত পৌঁছে যায় সেই গন্ধ। আরও অভিযোগ, কোনও দিন জল থাকে, কোনও দিন থাকে না। খেলার জন্য ছাত্রছাত্রীদের থেকে ৫০ টাকা করে নেওয়া হয়েছিল কিন্তু সেই খেলার সরঞ্জাম আজও আসেনি। তাদের প্রশ্ন, এত টাকা তাহলে গেল কোথায়?

প্রধান শিক্ষকের ঘরে চলে এসি। ছাত্রছাত্রীরা গরমে ক্লাস করে। স্কুলে নাইটগার্ড, পরিষ্কার করার জন্য কর্মী থাকলেও তাঁরা কাজ করেন না বলেও জানান ছাত্রছাত্রীরা। স্কুলের বিরুদ্ধে এমন নানা অভিযোগ নিয়েই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন দত্তের ঘরে তালা দিয়ে দেয় স্কুলের পড়ুয়ারা। পাশাপাশি দাবি জানানো হয় প্রধান শিক্ষকের বদলির। যদিও পড়ুয়াদের অভিযোগ অস্বীকার করে চক্রান্তের ব্যাখ্যা দিয়েছেন অভিযুক্ত প্রধান শিক্ষক। তবে সর্বশেষ পাওয়া খবরে, স্কুল পরিচালন সমিতির সদস্য ও শিক্ষকরা পড়ুয়াদের নিয়ে আলোচনায় বসেন বলেই জানা গিয়েছে। এখন দেখার ছাত্রদের দাবি মেনে কতটা বদল ঘটে পরিস্থিতির।

Rudra Narayan Roy