পশ্চিম মেদিনীপুর: চলেছে পুজোর মরশুম। দেবী দুর্গার পুজো কাটিয়ে সম্প্রতি দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেছে আট থেকে আশি প্রত্যেকে। শুধু তাই নয়, পড়ুয়ারাও রয়েছে ফেস্টিভ মুডে। স্বাভাবিকভাবে পড়াশুনো একপ্রকার সাইডে রেখে তারা মেতে উঠেছে আনন্দে।
ভাইফোঁটার পরেই খুলবে বেশিরভাগ স্কুল। অন্যদিকে বেশ কিছু বেসরকারি বিদ্যালয় আগামী সপ্তাহেই খুলে যাবে। স্বাভাবিকভাবে ফের ফিরতে হবে পড়াশোনায়। তবে এক প্রকার ঢিলেমি ভাব থাকে পড়াশোনার ক্ষেত্রে।কীভাবে পড়াশোনায় ফিরবে পড়ুয়ারা? তার পরামর্শ দিলেন বিশিষ্ট শিক্ষক।
আরও পড়ুন: ফের রেল দুর্ঘটনা! লাইনচ্যুত লোকমান্য-তিলক এক্সপ্রেস, ঘটনার জেরে বাতিল কোন কোন ট্রেন?
বছরে একটা মাস প্রায় ফেস্টিভ মুডে থাকে প্রত্যেকে। ছোট ছোট বাচ্চাদের কাছে আনন্দের একটা মাস দুর্গাপুজোর পুজো ভ্যাকেশন। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো এবং তারপরে কালীপুজো এবং ভাইফোঁটা মিলে প্রায় একটা মাস আনন্দে কাটে প্রত্যেকের। এই এক মাস ছাত্র-ছাত্রীদের কাছে পড়াশোনায় একটু ঢিলেমি থাকে।
তবে বিদ্যালয় খুললে আগামী এক মাসের মধ্যে পরীক্ষা। প্রাক-প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে পরীক্ষা হবে ছাত্র-ছাত্রীদের। কীভাবে তারা এই ফেস্টিভ মুড থেকে নিজেদের আবার পড়াশোনার মূল স্রোতে ফেরাতে পারবেন, তার পরামর্শ দিলেন মাল যমুনা কালীপ্রসন্ন স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সৌমেন বাগ।
প্রসঙ্গত ফেস্টিভ মুড কাটিয়ে প্রাথমিক বিদ্যালয়ের ছেলে-মেয়েদের প্রতিদিন কম কম পড়তে বসা উচিত। শুধু তাই নয়, অন্যান্য ছাত্র ছাত্রীদেরও এই সময় মানসিকভাবে চাপ না দেওয়া শ্রেয়। সিলেবাসের ছোট ছোট পরীক্ষার মধ্য দিয়ে তাদের ফেরানো যেতে পারে মূল স্রোতে।স্বাভাবিকভাবে অভিভাবকদের সামান্য কিছু টিপস মেনে চললে অনায়াসে ফেস্টিভ মুড থেকে ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনা যাবে পড়াশোনোর মূল স্রোতে।
রঞ্জন চন্দ