মরণ কূপের খেলোয়াড়

North 24 Parganas News: প্রাণের ঝুঁকি নিয়ে ব্যালেন্সের খেলা দেখিয়ে মনোরঞ্জন, ‘মরণকূপ’-এই অন্নসংস্থান স্টান্টম্যানের

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: বিকট কানফাটা শব্দে প্রচন্ড গতিতে ঘুরছে বাইক, চারচাকা। বাহবা কুড়োতে চালক হাত ছেড়ে দিয়ে দুরন্ত গতিতে গাড়ি চালাচ্ছেন। কাঠের শক্ত ঘেরাটোপে বেশকিছু দু’চাকা-চারচাকা নিয়ে তীব্র গতিতে সকলেই দক্ষ চালকের কৌশল দেখলেও, কিন্তু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই চলেছেন। কোনওভাবে একটু বাধা পেলেই ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারে মুহূর্তে। প্রতিদিন এভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে খেলাই দেখান ওঁরা।

জনপ্রিয় এই খেলার চলতি নাম ‘মরণকূপ’। প্রাণ বাজি রেখে পেটের দায়ে এই কাজ করলেই দিন শেষে হাতে আসে কয়েশো টাকা। আর তার জন্যই ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গের নানা প্রান্তের মেলায় জনপ্রিয় এই ব্যালেন্সের খেলা নিয়ে হাজির হন দক্ষ চালকেরা। মেলার সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই মরণকূপ। উত্তর ২৪ পরগনা গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী গোষ্ঠবিহার মেলায় দেখা গেল মরণকূপ নিয়ে মানুষের চরম উত্তেজনা।

আরও পড়ুন : কোচবিহারে মদনমোহনদেবের ঐতিহ্যবাহী নৌকোবিহারের সাক্ষী থাকতে অগণিত ভক্ত সমাগম

গোল বড়সড় কাঠের তক্তা ও লোহার বেড় দিয়ে তৈরি হয় এই ভয়ঙ্কর খেলার ময়দান। লোহার সিঁড়ি দিয়ে বেশ কিছুটা উপরে উঠতে হয় দর্শকদের। প্রতি মুহুর্তে টানটান উত্তেজনায় মরণকূপে চালকদের পারফর্ম্যান্স দেখতে থাকেন দর্শকরা। হাত ছেড়ে দুরন্ত গতিতে গাড়ি চালানোর দৃশ্যে ফেটে পড়ে দর্শকদের হাততালি। কেননা ওই হাততালির শব্দেই, ব্যালেন্সের খেলা দেখানো চালকদের জীবনের ঝুঁকিতেও মেলে আনন্দ। দর্শকদের দেওয়া সামান্য বখশিশের লোভে আরও বাড়িয়ে দেন দেন গতি। পরিবার পরিজনকে বাড়িতে রেখে পেট চালাতেই জীবনের ঝুঁকি নিয়ে এই খেলা দেখাতে ভিন রাজ্যে পাড়ি দেন বলেও জানান এই স্টান্টম্যানরা। ভয় কিন্তু তাঁদেরও আছে প্রাণের। বহু সময় একটু ভুল হলেই ঘটে দুর্ঘটনা। তবুও জীবন চালাতে এই বিপজ্জনক খেলাকেই পেশা করে নিয়েছেন এই স্টান্টম্যানরা।