Subhashree Ganguly: ‘এত খারাপ! ইংলিশ জানে না’! ইংরেজি বলে মহাবিপাকে! কী বলে হাসির খোরাক শুভশ্রী

শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তাঁর অভিনয় দক্ষতা আগাগোড়াই দর্শককে মুগ্ধ করেছে। আরও একবার চর্চার কেন্দ্রবিন্দুতে তিনি। তবে নেতিবাচক কারণে।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তাঁর অভিনয় দক্ষতা আগাগোড়াই দর্শককে মুগ্ধ করেছে। আরও একবার চর্চার কেন্দ্রবিন্দুতে তিনি। তবে নেতিবাচক কারণে।
সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে হাজির হয়েছিলেন শুভশ্রী। সঙ্গে ছিলেন স্বামী রাজ চক্রবর্তী। অনুষ্ঠান নিয়ে তাঁর আবেগের কথা জানতে চান সঞ্চালক। সেই উত্তর দিতে গিয়েই ট্রোলের শিকার তিনি।
সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে হাজির হয়েছিলেন শুভশ্রী। সঙ্গে ছিলেন স্বামী রাজ চক্রবর্তী। অনুষ্ঠান নিয়ে তাঁর আবেগের কথা জানতে চান সঞ্চালক। সেই উত্তর দিতে গিয়েই ট্রোলের শিকার তিনি।
শুভশ্রী ইংরেজিতে প্রশ্নের উত্তর দিয়েছিলেন। সেই ভিডিও ঘোরাফেরা করছে নেটমাধ্যমে। তাঁর সেই উত্তর দেওয়ার ধরনেই ধেয়ে আসে কটাক্ষ। ইংরেজিতে অভিনেত্রীর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। একজন লেখেন, 'শুভশ্রী কি বাংলা বলতে লজ্জা পান? ওঁর বর তো বাংলায় বললেন। উনি কি ভাবেন ইংরেজি না বললে স্মার্ট লাগে না?'
শুভশ্রী ইংরেজিতে প্রশ্নের উত্তর দিয়েছিলেন। সেই ভিডিও ঘোরাফেরা করছে নেটমাধ্যমে। তাঁর সেই উত্তর দেওয়ার ধরনেই ধেয়ে আসে কটাক্ষ। ইংরেজিতে অভিনেত্রীর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। একজন লেখেন, ‘শুভশ্রী কি বাংলা বলতে লজ্জা পান? ওঁর বর তো বাংলায় বললেন। উনি কি ভাবেন ইংরেজি না বললে স্মার্ট লাগে না?’
আবার অন্য একজনের টিপ্পনি, 'ওঁর স্পোকেন ইংলিশ শেখা উচিত। বাংলায় মাতৃভাষায় কথা বলার চেষ্টা করুন।' আরেকজনের কটাক্ষ, 'কিছুই বলতে জানে না। পুরো কনফিউজড। বোঝাই যাচ্ছে, মুখস্থ করে বলছেন। বাংলা বললেই ভাল হত।'
আবার অন্য একজনের টিপ্পনি, ‘ওঁর স্পোকেন ইংলিশ শেখা উচিত। বাংলায় মাতৃভাষায় কথা বলার চেষ্টা করুন।’ আরেকজনের কটাক্ষ, ‘কিছুই বলতে জানে না। পুরো কনফিউজড। বোঝাই যাচ্ছে, মুখস্থ করে বলছেন। বাংলা বললেই ভাল হত।’
জনৈক নেটিজেনের প্রশ্ন, 'এত খারাপ! ইংরেজি বলার প্রয়োজন কী ছিল'। দিন কয়েক আগেই ইংরেজি বলা নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন শুভশ্রী।
জনৈক নেটিজেনের প্রশ্ন, ‘এত খারাপ! ইংরেজি বলার প্রয়োজন কী ছিল’। দিন কয়েক আগেই ইংরেজি বলা নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন শুভশ্রী।
এক ভিডিওয় ছেলের সঙ্গে শুভশ্রীর ইংরেজিতে কথোপকথন নেটিজেনদের একাংশের মনে ধরেনি। আর তা নিয়েই একাধিক মন্তব্য উড়ে এসেছে শুভশ্রীর দিকে।
এক ভিডিওয় ছেলের সঙ্গে শুভশ্রীর ইংরেজিতে কথোপকথন নেটিজেনদের একাংশের মনে ধরেনি। আর তা নিয়েই একাধিক মন্তব্য উড়ে এসেছে শুভশ্রীর দিকে।
সেই ভিডিওয় একজন লিখেছিলেন, 'এই যে তুমি বেশি ইংরেজি বলতে পার না, সেটা ঢাকার জন্য এত ইংরেজি বলো কেন? যার যার মাতৃভাষাটাই বেশি সুন্দর। তাই না?'
সেই ভিডিওয় একজন লিখেছিলেন, ‘এই যে তুমি বেশি ইংরেজি বলতে পার না, সেটা ঢাকার জন্য এত ইংরেজি বলো কেন? যার যার মাতৃভাষাটাই বেশি সুন্দর। তাই না?’
তবে এই ধরনের নেতিবাচকতাকে জীবনে জায়গা দেন না শুভশ্রী। তিনি বাঁচেন নিজের শর্তে।
তবে এই ধরনের নেতিবাচকতাকে জীবনে জায়গা দেন না শুভশ্রী। তিনি বাঁচেন নিজের শর্তে।