বাবা মায়ের সঙ্গে শ্রেয়া 

Success Story: অবিশ্বাস‍্য! হাতের নখে দিয়ে পড়ুয়া যা করল! একবার দেখলে চোখ ফেরাতে পারবেন না!

সৃজনশীল চিন্তা ভাবনা ও কাজের জেরে অনন্য নজির সৃষ্টি করল পূর্ব বর্ধমানের এই পড়ুয়া।
সৃজনশীল চিন্তা ভাবনা ও কাজের জেরে অনন্য নজির সৃষ্টি করল পূর্ব বর্ধমানের এই পড়ুয়া।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পড়ুয়া এই ছাত্রীর নাম শ্রেয়া চক্রবর্তী। শ্রেয়া পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের বাসিন্দা। সম্প্রতি এক অনন্য নজির সৃষ্টি করে এলাকা তথা জেলা কে গর্বিত করেছে সে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পড়ুয়া এই ছাত্রীর নাম শ্রেয়া চক্রবর্তী। শ্রেয়া পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের বাসিন্দা। সম্প্রতি এক অনন্য নজির সৃষ্টি করে এলাকা তথা জেলা কে গর্বিত করেছে সে।
স্নাতকোত্তরের এই ছাত্রী হাতের নখের ওপর এশিয়া মহাদেশের ৪৫ টি দেশের পতাকার ছবি এঁকেছে। আর তার এই কাজের জেরেই সবার নজর কেড়েছে শ্রেয়া।
স্নাতকোত্তরের এই ছাত্রী হাতের নখের ওপর এশিয়া মহাদেশের ৪৫ টি দেশের পতাকার ছবি এঁকেছে। আর তার এই কাজের জেরেই সবার নজর কেড়েছে শ্রেয়া।
হঠাৎ একদিন তার মনে হয় যে সে নখপালিস খুব একটা পড়েন না। আঙ্গুলের নখও বেশ বড়। তাই তিনি তখন নখের মধ্যে কিছু ছবি আঁকবেন বলে ঠিক করেন। তবে তাঁর মধ্যে ছোট থেকেই নিজের দেশের নাম উজ্জ্বল করার একটা ইচ্ছা ছিল। সেই কারণে সে নিজের দেশের ছবি নখের মধ্যে এঁকে ছবি আঁকা শুরু করে। একই ভাবে মোট ৪৫ টি দেশের ছবিও তিনি আঁকেন নখের মধ্যে।
হঠাৎ একদিন তার মনে হয় যে সে নখপালিস খুব একটা পড়েন না। আঙ্গুলের নখও বেশ বড়। তাই তিনি তখন নখের মধ্যে কিছু ছবি আঁকবেন বলে ঠিক করেন। তবে তাঁর মধ্যে ছোট থেকেই নিজের দেশের নাম উজ্জ্বল করার একটা ইচ্ছা ছিল। সেই কারণে সে নিজের দেশের ছবি নখের মধ্যে এঁকে ছবি আঁকা শুরু করে। একই ভাবে মোট ৪৫ টি দেশের ছবিও তিনি আঁকেন নখের মধ্যে।
স্নাতকোত্তরের পড়াশোনা, ছবি আঁকার পাশাপাশি, মন ভালো রাখতে বিভিন্ন রকমের হাতের কাজ ও সঙ্গীত চর্চাও করে শ্রেয়া। নিজের সৃজনশীল চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে আগামী দিনে আরও বড় জায়গায় পৌঁছাতে চায় সে।
স্নাতকোত্তরের পড়াশোনা, ছবি আঁকার পাশাপাশি, মন ভালো রাখতে বিভিন্ন রকমের হাতের কাজ ও সঙ্গীত চর্চাও করে শ্রেয়া। নিজের সৃজনশীল চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে আগামী দিনে আরও বড় জায়গায় পৌঁছাতে চায় সে।