দুর্দান্ত অ্যাকাডেমিক কেরিয়ার থাকলেই কর্পোরেট দুনিয়া তাকে লুফে নেয়। দুটো বৃত্ত যেন হাত ধরাধরি করে চলে। কিন্তু বাঙালি কন্যা সহেলি চট্টোপাধ্যায়ের গল্পটা অন্যরকম। গতে বাঁধা রাস্তায় পা ফেলেননি তিনি। আইআইটি, আইআইএম-এর মোটা প্যাকেজের হাতছানি উপেক্ষা করে তিনি বেছে নিয়েছেন ভিন্ন পথ। আর সেটা সোশ্যাল মিডিয়া। (Image Source: Linkedin)

Success Story: IIT, IIM-এর চাকরি ছেড়ে সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং স্পেশ্যালিস্ট; সহেলির রোজগার শুনলে মাথা ঘুরে যাবে!

দুর্দান্ত অ্যাকাডেমিক কেরিয়ার থাকলেই কর্পোরেট দুনিয়া তাকে লুফে নেয়। দুটো বৃত্ত যেন হাত ধরাধরি করে চলে। কিন্তু বাঙালি কন্যা সহেলি চট্টোপাধ্যায়ের গল্পটা অন্যরকম। গতে বাঁধা রাস্তায় পা ফেলেননি তিনি। আইআইটি, আইআইএম-এর মোটা প্যাকেজের হাতছানি উপেক্ষা করে তিনি বেছে নিয়েছেন ভিন্ন পথ। আর সেটা সোশ্যাল মিডিয়া। (Image Source: Linkedin)
দুর্দান্ত অ্যাকাডেমিক কেরিয়ার থাকলেই কর্পোরেট দুনিয়া তাকে লুফে নেয়। দুটো বৃত্ত যেন হাত ধরাধরি করে চলে। কিন্তু বাঙালি কন্যা সহেলি চট্টোপাধ্যায়ের গল্পটা অন্যরকম। গতে বাঁধা রাস্তায় পা ফেলেননি তিনি। আইআইটি, আইআইএম-এর মোটা প্যাকেজের হাতছানি উপেক্ষা করে তিনি বেছে নিয়েছেন ভিন্ন পথ। আর সেটা সোশ্যাল মিডিয়া। (Image Source: Linkedin)
সহেলি সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং স্পেশালিস্ট। বিভিন্ন ব্র্যান্ডকে অর্গ্যানিক বৃদ্ধিতে সাহায্য করেন তিনি। তৈরি করেছেন নিজস্ব কোম্পানিও। উদ্যোক্তাদের ব্যবসা দাঁড় করাতে সোশ্যাল মিডিয়ায় কৌশলগুলিকে কাজে লাগান তিনি। এটাই সহেলির ব্যবসা। এই কাজ করে প্রথম ক্লায়েন্টের থেকে ১১০ টাকা পারিশ্রমিক পান সহেলি। সেখান থেকে আজ তাঁর ১৬৪২০০০০ কোটি টাকার সম্পত্তি। ধন্যি মেয়ে বটে। কী রকম ছিল এই যাত্রা পথ। সে কথা নিজেই জানিয়েছেন সহেলি। (Photo: X)
সহেলি সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং স্পেশালিস্ট। বিভিন্ন ব্র্যান্ডকে অর্গ্যানিক বৃদ্ধিতে সাহায্য করেন তিনি। তৈরি করেছেন নিজস্ব কোম্পানিও। উদ্যোক্তাদের ব্যবসা দাঁড় করাতে সোশ্যাল মিডিয়ায় কৌশলগুলিকে কাজে লাগান তিনি। এটাই সহেলির ব্যবসা। এই কাজ করে প্রথম ক্লায়েন্টের থেকে ১১০ টাকা পারিশ্রমিক পান সহেলি। সেখান থেকে আজ তাঁর ১৬৪২০০০০ কোটি টাকার সম্পত্তি। ধন্যি মেয়ে বটে। কী রকম ছিল এই যাত্রা পথ। সে কথা নিজেই জানিয়েছেন সহেলি। (Photo: X)
২০১৭ সাল: আর্থিক স্বাধীনতা চাই। বাবা-মায়ের কাছে যেন হাত পাততে না হয়। এই লক্ষ্যেই ফ্রিল্যান্সার কনটেন্ট রাইটিং শুরু করেন সহেলি। তখন প্রতি মাসে ২০ হাজার টাকা মতো রোজগার করতেন।
২০১৭ সাল: আর্থিক স্বাধীনতা চাই। বাবা-মায়ের কাছে যেন হাত পাততে না হয়। এই লক্ষ্যেই ফ্রিল্যান্সার কনটেন্ট রাইটিং শুরু করেন সহেলি। তখন প্রতি মাসে ২০ হাজার টাকা মতো রোজগার করতেন।
২০১৮ সাল: কনটেন্ট রাইটিংয়ে আগ্রহ কমতে থাকে। সহেলি ঠিক করেন মার্কেটিংয়ের কাজ করবেন। রোজগার এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় ২ লাখ টাকা। (Image Source: Linkedin)
২০১৮ সাল: কনটেন্ট রাইটিংয়ে আগ্রহ কমতে থাকে। সহেলি ঠিক করেন মার্কেটিংয়ের কাজ করবেন। রোজগার এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় ২ লাখ টাকা। (Image Source: Linkedin)
২০১৯ সাল: কনটেন্ট রাইটিং থেকে মার্কেটিংয়ে আসার সিদ্ধান্ত সফল। কলেজের পরীক্ষাতেও শীর্ষ স্থান দখল করেন সহেলি। সে বছর ৭ লাখ টাকা রোজগার করেন।
২০১৯ সাল: কনটেন্ট রাইটিং থেকে মার্কেটিংয়ে আসার সিদ্ধান্ত সফল। কলেজের পরীক্ষাতেও শীর্ষ স্থান দখল করেন সহেলি। সে বছর ৭ লাখ টাকা রোজগার করেন।
২০২০ সাল: রোজগার দ্বিগুণ করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় পা রাখেন সহেলি। শুরু করেন নিজস্ব ব্র্যান্ড। ফলও মেলে হাতেনাতে। ১৫ লাখ টাকা রোজগার হয় তাঁর।
২০২০ সাল: রোজগার দ্বিগুণ করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় পা রাখেন সহেলি। শুরু করেন নিজস্ব ব্র্যান্ড। ফলও মেলে হাতেনাতে। ১৫ লাখ টাকা রোজগার হয় তাঁর।
২০২১ সাল: গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে করোনা। সমস্ত কোম্পানিই তখন সোশ্যাল মিডিয়ায়। এটাকেই কাজে লাগান সহেলি। প্রিমিয়াম ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে রোজগার করেন ৩০ লাখ টাকা।
২০২১ সাল: গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে করোনা। সমস্ত কোম্পানিই তখন সোশ্যাল মিডিয়ায়। এটাকেই কাজে লাগান সহেলি। প্রিমিয়াম ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে রোজগার করেন ৩০ লাখ টাকা।
২০২২ সাল: ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং মার্কেটিং কনসাল্টেশনে জোর দেন সহেলি। রোজগার বেড়ে হয় ৩৫ লাখ টাকা।
২০২২ সাল: ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং মার্কেটিং কনসাল্টেশনে জোর দেন সহেলি। রোজগার বেড়ে হয় ৩৫ লাখ টাকা।
২০২৩ সাল: শুধু ক্লায়েন্ট নয়, প্রশিক্ষক এবং নির্মাতাদের জন্যও কনসাল্টেন্সি চালু করলেন সহেলি। ক্লায়েন্টের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকল। এই বছর তিনি রোজগার করেন ৭৫ লাখ টাকা।
২০২৩ সাল: শুধু ক্লায়েন্ট নয়, প্রশিক্ষক এবং নির্মাতাদের জন্যও কনসাল্টেন্সি চালু করলেন সহেলি। ক্লায়েন্টের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকল। এই বছর তিনি রোজগার করেন ৭৫ লাখ টাকা।