শনিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।

Weather Update: ভিজবে শহর, ২৪ ঘণ্টায় টানা বৃষ্টির পূর্বাভাস উত্তর থেকে দক্ষিণে! আবহাওয়ার আপডেট

ভিজবে শহর, আগামী দু’তিন দিন টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যের উত্তর থেকে দক্ষিণে। উত্তরে বৃষ্টি আর দক্ষিণে দাবদাহ। তাপপ্রবাহ বাড়বে দক্ষিণবঙ্গে। তবে রবিবার থেকে স্বস্তির বৃষ্টিতে কিছুটা কমবে তাপমাত্রা। আজ, শুক্রবার ও আগামিকাল শনিবার ‘হিটওয়েভ অ্যালার্ট’ রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ আজ, শনিবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায়। আগামিকাল থেকে বাড়বে বৃষ্টি। ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি শনিবার থেকে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও।