সুজাতা মন্ডল চালাচ্ছেন টোটো 

টোটো চালালেন সুজাতা মন্ডল, প্রার্থীর মুখে ‘শোলে’ সিনেমার জনপ্রিয় ডায়ালগ

বাঁকুড়া: এবার টোটো চালিয়ে “চল ধান্য” বলে প্রচারে সুজাতা মন্ডল। একেবারে টোটো চালকের ভূমিকায় বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী।

টোটোর হ্যান্ডেল ধরে সুজাতা বলেন, ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও মানুষের উৎসাহ তাঁকে উজ্জীবিত করেছে।  সেই কারণেই নিত্যদিনের অত্যন্ত পরিচিত এক যানবাহন টোটো চালিয়ে জনসংযোগ করলেন তিনি।

ওন্দা রতনপুর অঞ্চলের রতনপুর মান্দারবনীতে ভোট প্রচারে বিষ্ণুপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল। শুধুই যে টোটো চালালেন তাই নয়, কখনও পায়ে হেঁটে, আবার কখনও টোটো চালিয়ে, আবার কখনও দোকানে পান খেয়ে ভোট প্রচার সারলেন সুজাতা মন্ডল।

আরও পড়ুন- কঠিন তমলুকে ‘হেভিওয়েট’ নয়, ‘ঘরের ছেলে’ হয়েই থাকতে চান CPIM-এর সায়ন

তৃণমূল প্রার্থীকে টোটো চালাতে দেখে সাধারণ মানুষের ভিড় জমে যায়। কেউ কেউ আবার হাত মেলাতেও এগিয়ে আসেন। তবে এদিনের প্রচার শুরু হয় পায়ে হেঁটে।

প্রথমে পায়ে হেঁটে, সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে আবার কখনও আলিঙ্গন করে এগিয়ে যেতে থাকেন সুজাতা। এর পর একটি পানের দোকানের সামনে দাঁড়িয়ে পান খেলেন তৃণমূল প্রার্থী। একদিন, দুদিন নয়, প্রায় প্রতিদিনই অদ্ভুত প্রচার করে নজর কাড়ছেন সুজাতা।

আরও পড়ুন- রবিবারের দুপুরে আগুনের তাণ্ডব, চারদিকে শুধু আতঙ্কই -আতঙ্ক

চুল কাটা, দুহাত তুলে নাচা, রাধিকা সেজে খোল করতাল বাজানো কিংবা গান গাওয়া, কোনওটাই বাদ দেননি সুজাতা মন্ডল। এ যেন “ঠাকুমার ঝুলি”। একের পর এক মৌলিক প্রচার ধারা। আগামিকাল কী করেন তাই দেখতে আগ্রহী জনতা।

নীলাঞ্জন ব্যানার্জী