Tag Archives: Sujata Mandal

চা বানালেন প্রার্থী সুজাতা! দলের কর্মী-সমর্থকদের খাওয়ালেন মিষ্টি

বাঁকুড়া: ভোটের প্রচারের আগে নিজের হাতে চা বানিয়ে দলীয় কর্মীদের পরিবেশন করলেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। প্রচার শুরুর আগে ইন্দাসের ফতেপুর গ্রামের এক কর্মীর বাড়িতে চা বানিয়ে কর্মী সমর্থকদের সেই চা পান করালেন সুজাতা। বললেন, বাড়িতে প্রতিদিনই নাকি চা বানিয়ে পান করেন তিনি।

জনসংযোগে বাড়িয়ে চা তৈরি করাটাকে একটা রাজনৈতিক স্টান্ট বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রতিদিনই নতুন নতুন প্রচার করে এক প্রকার শোরগোল ফেলেছেন সুজাতা।

আরও পড়ুন- ধোনির ১১০ মিটারের ছক্কাতেই বিদায় চেন্নাইয়ের! প্লে-অফে উঠে ফাঁস করলেন কার্তিক

এবার চা বানিয়েও কি সেটাই করার চেষ্টা? প্রশ্ন করতে তিনি জানান, “আমি বাড়িতে প্রতিদিন চা করি। আমার বাবা, মা এবং বোন বলে আমি নাকি খুব ভাল চা করি। আর আমাদের বাঙালিদের চা ছাড়া চলে না।”

আর মাত্র পাঁচদিন, তার পরই বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভায় ভোট। ভোটের আগে বেশ আত্মবিশ্বাসী লাগছে সুজাতা মন্ডলকে। তিনি জানান, গণনার দিনই স্পষ্ট হয়ে যাবে তৃণমূলের জয় এবং সেই জয়ের মূল কান্ডারী হবে মহিলারা।

রবিবার চা ছাড়াও মহিলাদের মিষ্টি খাওয়ালেন সুজাতা মন্ডল। নিজেও খেলেন মিষ্টি। এভাবেই ইন্দাসে রবিবাসরীয় প্রচার সারলেন সুজাতা মন্ডল।

সৌমিত্র এবং সুজাতাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক তরজা। একে অপরকে কটাক্ষ করে বক্তব্য রাখতেও শোনা যাচ্ছে দুই প্রার্থীকে। তবে রাজনৈতিক কটাক্ষের চেয়েও প্রচারের নতুনত্ব বেশি গুরুত্ব পাচ্ছে বলেই দেখা যাচ্ছে।

আরও পড়ুন- কোহলি-ডুপ্লেসির কোন চাল কাঁদাল ধোনিকে? জানা গেল আরসিবির প্লেঅফে ওঠার আসল কারণ

চতুর্থ দফার নির্বাচনের পর পঞ্চম দফা আর তার পরই ২৫ মে বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভায় চূড়ান্ত নির্বাচন। হাতে গোনা কয়েকটা দিন থাকায় প্রচার ধারা আরও তীব্র থেকে তীব্রতর হবে বলেই অনুমান করা যাচ্ছে।

নীলাঞ্জন ব্যানার্জী

টোটো চালালেন সুজাতা মন্ডল, প্রার্থীর মুখে ‘শোলে’ সিনেমার জনপ্রিয় ডায়ালগ

বাঁকুড়া: এবার টোটো চালিয়ে “চল ধান্য” বলে প্রচারে সুজাতা মন্ডল। একেবারে টোটো চালকের ভূমিকায় বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী।

টোটোর হ্যান্ডেল ধরে সুজাতা বলেন, ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও মানুষের উৎসাহ তাঁকে উজ্জীবিত করেছে।  সেই কারণেই নিত্যদিনের অত্যন্ত পরিচিত এক যানবাহন টোটো চালিয়ে জনসংযোগ করলেন তিনি।

ওন্দা রতনপুর অঞ্চলের রতনপুর মান্দারবনীতে ভোট প্রচারে বিষ্ণুপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল। শুধুই যে টোটো চালালেন তাই নয়, কখনও পায়ে হেঁটে, আবার কখনও টোটো চালিয়ে, আবার কখনও দোকানে পান খেয়ে ভোট প্রচার সারলেন সুজাতা মন্ডল।

আরও পড়ুন- কঠিন তমলুকে ‘হেভিওয়েট’ নয়, ‘ঘরের ছেলে’ হয়েই থাকতে চান CPIM-এর সায়ন

তৃণমূল প্রার্থীকে টোটো চালাতে দেখে সাধারণ মানুষের ভিড় জমে যায়। কেউ কেউ আবার হাত মেলাতেও এগিয়ে আসেন। তবে এদিনের প্রচার শুরু হয় পায়ে হেঁটে।

প্রথমে পায়ে হেঁটে, সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে আবার কখনও আলিঙ্গন করে এগিয়ে যেতে থাকেন সুজাতা। এর পর একটি পানের দোকানের সামনে দাঁড়িয়ে পান খেলেন তৃণমূল প্রার্থী। একদিন, দুদিন নয়, প্রায় প্রতিদিনই অদ্ভুত প্রচার করে নজর কাড়ছেন সুজাতা।

আরও পড়ুন- রবিবারের দুপুরে আগুনের তাণ্ডব, চারদিকে শুধু আতঙ্কই -আতঙ্ক

চুল কাটা, দুহাত তুলে নাচা, রাধিকা সেজে খোল করতাল বাজানো কিংবা গান গাওয়া, কোনওটাই বাদ দেননি সুজাতা মন্ডল। এ যেন “ঠাকুমার ঝুলি”। একের পর এক মৌলিক প্রচার ধারা। আগামিকাল কী করেন তাই দেখতে আগ্রহী জনতা।

নীলাঞ্জন ব্যানার্জী

Sujata Mandal: “কালো হয়ে গেছি, পা ফেটে রক্ত পড়ছে!” মনোনয়ন দিতে এসে একী বললেন সুজাতা? জানুন

বাঁকুড়া:  “কালো হয়ে গেছি, পা ফেটে রক্ত পড়ছে ” বললেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তবে নিজের রূপের সিক্রেট অবশেষে নিজেই ফাঁস করলেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। বললেন ঠিক কী কারণে তীব্র গরমে ঝকঝক করছেন তিনি। শুক্রবার বাঁকুড়ায় নমিনেশন জমা করলেন সুজাতা। ছোট গাড়িতে চেপে ফুল ছুঁড়তে ছুঁড়তে জেলা শাসকের অফিসে পৌঁছান প্রার্থী। মাটিতে প্রণাম করে নমিনেশন দিতে বাঁকুড়ায় সুজাতা। লাল পাড় সাদা শাড়ি পরে, নিজেকে বঙ্গ নারী বলে দাবি করলেন তিনি।

জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন বলেই দাবি করলেন সুজাতা। এছাড়াও তিনি জানান, শুক্রবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করে বিশেষ শুভেচ্ছা জানিয়েছিলেন । শুক্রবার বাঁকুড়া জেলা শাসকের অফিসে মাইনরিটি ভবনে বাবাকে পাশে নিয়ে সুজাতা জমা দিলেন নমিনেশন।তীব্র গরমটা বেশ উপভোগ করছেন বলেই জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: গরমে প্রিয় পোষ্য অসুস্থ হয়ে পড়ছে? সুস্থ রাখতে কী করবেন? জানুন চিকিৎসকের মত

সুজাতা মণ্ডলের জনপ্রিয়তা বেশ চোখে পড়বে তবে মহিলা সমর্থকদের এক অংশের বড় প্রশ্ন হল তৃণমূল প্রার্থীর উজ্জ্বলতার রহস্য। প্রশ্ন করতেই হেসে উত্তর দিলেন সুজাতা মণ্ডল। তিনি বলেন, “এটাই আমার ডেসটিনি। এটাতেই আমি বিশ্বাস করি। আমার মনের স্বচ্ছতাই আমাকে এনে দিয়েছে উজ্জ্বলতা।” বেশ জাকজমকপূর্ণভাবেই নমিনেশন জমা দিলেন বাঁকুড়া এবং বিষ্ণুপুরেরতৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল এবং অরূপ চক্রবর্তী। তবে নেটিজেনদের চোখ ছিল সুজাতা মণ্ডলের উপরেই। এদিন বেশ খোশ মেজাজেই দেখা গেল তাকে।

নীলাঞ্জন ব্যানার্জী