সরকারি স্কুল থেকেই জেলায় প্রথম সুকৃতি 

Higher Secondary Result 2024: নিয়ম করে গান শোনা-নাচ করা-গল্পের বই পড়া… তাও HS-এ দারুণ ফল! হাওড়া থেকে একমাত্র স্থানাধিকারী সুকৃতি

হাওড়া: পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হায়ার স্কুলের অভীক দাস। দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা। তৃতীয় মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া অভিষেক গুপ্তা। মেয়েদের মধ্যে উচ্চ মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হয়েছেন প্রতীচী তালুকদার এবং স্নেহা ঘোষ, সব মিলিয়ে চতুর্থ স্থানে। তবে হাওড়ার মধ্যে এক মাত্র স্থানাধিকারী সাঁকরাইল অভয় চরণ হাই স্কুলের ছাত্রী সুকৃতি মণ্ডল। খুশির হাওয়া জেলা জুড়ে।

এই বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০ শতাংশ। ছেলেদের পাশের হার ৯২.৩২ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৮৮.১৮ শতাংশ। এই বছর উচ্চ মাধ্যমিকের প্রথম দশের মেধাতালিকায় স্থান পেয়েছেন ৫৮ জন। তার মধ্যে ছাত্র ৩৫ জন ও ছাত্রী ২৩ জন।

আরও পড়ুন: ১০টায় ঘুম থেকে উঠেও উচ্চমাধ্যমিকে মেধাতালিকায়! চমকে দেওয়া ফল আলিপুরদুয়ারের অন্বেষার

তার মধ্যে কলা বিভাগে পড়াশোনা করে ৪৮৭ নম্বর পেয়ে রাজ্যে দশম স্থানে ১৬ জন ছাত্রছাত্রীর মধ্যে এক জন সাঁকরাইল অভয় চরণ হাই স্কুলের ছাত্রী সুকৃতি মণ্ডল। শুধু দশমই নয়, সমগ্র হাওড়া জেলার মধ্যে একমাত্র স্থানাধিকারী সুকৃতি পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে খুব ভালবাসেন। ভাল ফলাফলের প্রত্যাশা ছিলই। কখনওই সময় বেঁধে পড়াশোনা করতেন না সুকৃতি। পড়াশোনার পাশাপাশি নাচ করতে এবং নিয়মিত এক ঘণ্টা করে গান শুনতে ভালোবাসেন তিনি।

সুকৃতির বাবা পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক, মা নার্স এবং দাদা ডাক্তারি পড়ছেন। ইংরেজি সাহিত্য নিয়েই পড়াশোনা করার ইচ্ছা রয়েছে তাঁর। ছোট বয়স থেকে বাবা-মার চাকরি সূত্রে বিভিন্ন স্কুল পরিবর্তন হয় তাঁর। পরে সাঁকরাইলে এসে অভয় চরণ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন সুকৃতি।

এই সফল্যের পিছনে পরিবারের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষিকাদের অবদানের কথাও উল্লেখ করেন সুকৃতি। মেয়ের সাফল্যে আনন্দিত মা রীতা মণ্ডল জানান, কখনওই মেয়েকে পড়াশোনার জন্য চাপ দেননি তাঁরা। তবে মেয়ে ভাল রেজাল্ট করবে তা নিয়ে আশাবাদী থাকলেও এতটা ভাল ফল দেখে উচ্ছ্বসিত তাঁরা। এ প্রসঙ্গে সুকৃতি জানান, ইংরেজি নিয়ে উচ্চ শিক্ষায় পড়তে চান তিনি।

রাকেশ মাইতি