গরমের ছুটিতে পাহাড়ে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? বার বার একই দার্জিলিং-কালিম্পং না গিয়ে বরং ঘুরে আসুন হিমাচল প্রদেশে। বাজেট কিন্তু একই। বড় ট্রিপের নাম শুনলেই চিন্তা শুরু হয় ছুটি, বাজেট নিয়ে। কিন্তু সঠিকভাবে প্ল্যান করলে কম দিনের মধ্যে এবং অল্প খরচেই হিমাচল প্রদেশ ঘোরা সম্ভব। দেখে নিন কম বাজেটে হিমাচলের ৫ ফিট ডেস্টিনেশন।

Summer Vacation Tour Plan: গরমের ছুটিতে পাহাড়ের ঠান্ডায় বেড়াতে যেতে চান? কম বাজেটে ‘ফিট’ এই ৫ ডেস্টিনেশন! রইল ট্যুর প্ল্যান

গরমের ছুটিতে পাহাড়ে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? বার বার একই দার্জিলিং-কালিম্পং না গিয়ে বরং ঘুরে আসুন হিমাচল প্রদেশে। বাজেট কিন্তু একই। বড় ট্রিপের নাম শুনলেই চিন্তা শুরু হয় ছুটি, বাজেট নিয়ে। কিন্তু সঠিকভাবে প্ল্যান করলে কম দিনের মধ্যে এবং অল্প খরচেই হিমাচল প্রদেশ ঘোরা সম্ভব। দেখে নিন কম বাজেটে হিমাচলের ৫ ফিট ডেস্টিনেশন।
গরমের ছুটিতে পাহাড়ে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? বার বার একই দার্জিলিং-কালিম্পং না গিয়ে বরং ঘুরে আসুন হিমাচল প্রদেশে। বাজেট কিন্তু একই। বড় ট্রিপের নাম শুনলেই চিন্তা শুরু হয় ছুটি, বাজেট নিয়ে। কিন্তু সঠিকভাবে প্ল্যান করলে কম দিনের মধ্যে এবং অল্প খরচেই হিমাচল প্রদেশ ঘোরা সম্ভব। দেখে নিন কম বাজেটে হিমাচলের ৫ ফিট ডেস্টিনেশন।
তোশ -- গরমে আপনার ডেস্টিনেশন হয়ে উঠতে পারে। জায়গার নাম তোশ। শহুরে কোলাহল থেকে দূরে থাকতে চাইলে তোশকে বেছে নিন। এখান থেকে মাত্র ৩ ঘণ্টা ট্রেক করে পৌঁছে যেতে পারে ক্ষীরগঙ্গা। নদীর তীরে সবুজের মাঝে কিছুটা সময় কাটাতে চাইলে ঘুরে আসুন তোশ থেকে।
তোশ — গরমে আপনার ডেস্টিনেশন হয়ে উঠতে পারে। জায়গার নাম তোশ। শহুরে কোলাহল থেকে দূরে থাকতে চাইলে তোশকে বেছে নিন। এখান থেকে মাত্র ৩ ঘণ্টা ট্রেক করে পৌঁছে যেতে পারে ক্ষীরগঙ্গা। নদীর তীরে সবুজের মাঝে কিছুটা সময় কাটাতে চাইলে ঘুরে আসুন তোশ থেকে।
কাসল -- পার্বতী উপত্যকার কোলে অবস্থিত কাসল। প্রকৃতিপ্রেমীদের জন্য সেরা ঠিকানা হতে পারে কাসল। কাসল থেকে আপনি তীর্থান ভ্যালি, মণিকরণ, মালানা ইত্যাদি ঘুরে আসতে পারেন। কাসল ওয়ার্ক ফ্রম ডেস্টিনেশন করার সেরা জায়গা। এখানে কম খরচে রাত্রিযাপনের জন্য জস্টেল রয়েছে।
কাসল — পার্বতী উপত্যকার কোলে অবস্থিত কাসল। প্রকৃতিপ্রেমীদের জন্য সেরা ঠিকানা হতে পারে কাসল। কাসল থেকে আপনি তীর্থান ভ্যালি, মণিকরণ, মালানা ইত্যাদি ঘুরে আসতে পারেন। কাসল ওয়ার্ক ফ্রম ডেস্টিনেশন করার সেরা জায়গা। এখানে কম খরচে রাত্রিযাপনের জন্য জস্টেল রয়েছে।
ম্যাকলিয়ড গঞ্জ-- পাইন, ওক, দেবদারুর সম্ভার এই পাহাড়ি জনপদে। ধর্মশালা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ছোট্ট জনপদ ম্যাকলিয়ড গঞ্জ। এক সময় ব্রিটিশের বাস বেশি ছিল এখানে। যদিও এখন তিব্বতের আনাগোনাই বেশি। চাইলে ধর্মশালাতেও ছুটি কাটাতে পারেন।
ম্যাকলিয়ড গঞ্জ– পাইন, ওক, দেবদারুর সম্ভার এই পাহাড়ি জনপদে। ধর্মশালা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ছোট্ট জনপদ ম্যাকলিয়ড গঞ্জ। এক সময় ব্রিটিশের বাস বেশি ছিল এখানে। যদিও এখন তিব্বতের আনাগোনাই বেশি। চাইলে ধর্মশালাতেও ছুটি কাটাতে পারেন।
নরকান্দা-- শিমলা থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত নরকান্দা। শীতে এই অঞ্চল বরফে ঢাকা থাকে। বসন্তে এই জায়গা ভরে ওঠে চেরি ব্লসমে। গরমে গেলেও হাল্কা বরফ পাবেন। এই পাহাড়ি গ্রাম 'দ্য ল্যান্ড অফ অ্যাপেল অ্যান্ড চেরি ব্লসম' নামেও পরিচিত।
নরকান্দা– শিমলা থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত নরকান্দা। শীতে এই অঞ্চল বরফে ঢাকা থাকে। বসন্তে এই জায়গা ভরে ওঠে চেরি ব্লসমে। গরমে গেলেও হাল্কা বরফ পাবেন। এই পাহাড়ি গ্রাম ‘দ্য ল্যান্ড অফ অ্যাপেল অ্যান্ড চেরি ব্লসম’ নামেও পরিচিত।
কুলু-- হিমাচল প্রদেশের ছোট্ট শৈল শহর কুলু। উপত্যকার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে বিপাশা নদী। এরই উত্তরে অবস্থিত মানালি। সন্তের রূপে সেজে ওঠে এই গোটা উপত্যকা। কুলু থেকে আপনি অনায়াসে ঘুরে নিতে পারেন মানালি, সোলাং ভ্যালি, রোহাতাং পাস, হাম্পতা পাস। এই উপত্যকায় প্যারাগ্লাইডিং, রিভার রাফটিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও সুবিধা রয়েছে।
কুলু– হিমাচল প্রদেশের ছোট্ট শৈল শহর কুলু। উপত্যকার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে বিপাশা নদী। এরই উত্তরে অবস্থিত মানালি। সন্তের রূপে সেজে ওঠে এই গোটা উপত্যকা। কুলু থেকে আপনি অনায়াসে ঘুরে নিতে পারেন মানালি, সোলাং ভ্যালি, রোহাতাং পাস, হাম্পতা পাস। এই উপত্যকায় প্যারাগ্লাইডিং, রিভার রাফটিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও সুবিধা রয়েছে।