বোধিপীঠ পাঠাগার

South 24 Parganas News: জন্মদিনের উপহারে ভরবে বোধিপীঠ পাঠাগার, নতুন পথ দেখাল এই প্রাথমিক বিদ্যালয়

দক্ষিণ ২৪ পরগনা: প্রাথমিক স্কুলের অভিনব ভাবনায় বই পড়ার জন্য অনুপ্রাণিত হচ্ছে অভিভাবকরা। এমন ঘটনা ঘটেছে টাঙ্গিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। সুন্দরবনের প্রত্যন্ত একটি এলাকার স্কুল এটি। এখানে খোলা হয়েছে একটি পাঠাগার। পাঠাগার খুলতে সাহায্য করেছে সেন্টার ফর ইন্ট্রিগ্রেটেড ডেভলপমেন্ট প্রাকটিসেস। সেখানে আনা হয়েছে বেশ কিছু বই। পাঠাগারটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মথুরাপুর ২ নং ব্লকের বিডিও নাজির হোসেন, ঝুমা মাঝি, শুভেন্দু বোস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন: সন্তানজন্মের পরে পেটব্যথা, পরীক্ষায় পাওয়া গেল চমকে ওঠার মতো জিনিস! অভিযুক্ত হাসপাতাল

এই পাঠাগারটিকে আরও বড় করে গড়ে তুলতে লাগবে আরো অনেক বই। সেই বই আসবে কোথা থেকে, এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক তথাগত হালদার জানিয়েছেন, স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্মদিন প্রতি মাসে নিয়ম করে পালন করা হয় স্কুলে। সেই দিন পাঠাগারে একটি করে বই যদি উপহার দেয় ছাত্র-ছাত্রীরা। তাহলে এই পাঠাগার আরো সমৃদ্ধ হবে। আর এই পাঠাগারটি শুধুমাত্র স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নয়। এটি অভিভাবকদের জন্যও খোলা থাকবে। তাতে তাদের জ্ঞানের ভান্ডার আরও বাড়বে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্কুলের এই অভিনব ভাবনা আগামদিনে স্কুলের আশেপাশের পরিবেশকে প্রভাবিত করবে তা নিয়ে আশাবাদী স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকরাও। বর্তমান সময়ে যখন বই থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে তখন স্কুলের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

নবাব মল্লিক