টোটোতে সবজি নিয়ে সুন্দরবনের লক্ষ্মী 

North 24 Parganas News: টোটোতে গ্রামে গ্রামে সবজি বিক্রি করে সংসারের হাল ধরেছেন সুন্দরবনের লক্ষ্মী

উত্তর ২৪ পরগনা: টোটোতে গ্রামে গ্রামে সবজি বিক্রি করে সংসারের হাল ধরেছেন ‘সুন্দরবনের লক্ষ্মী’। সুস্থ জীবন পেতে বিষমুক্ত খাবার খেতে হবে। টোটো গাড়িতে বড়ো বড়ো করে এই ট্যাগ লাইন লেখা আছে। আর গাড়িতে আছে একাধিক সতেজ বিষমুক্ত সবুজ সবজি। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের ১৪ নম্বর স্যান্ডেলার বিলের লক্ষ্মী গায়েন। সাধারণত সংসারে চালকের আসনে থাকে একজন পুরুষ। কিন্তু সেই দায়িত্ব একজন মহিলা হয়েও শত বাধা পেরিয়ে সংসারের বোঝা নিজের কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন টোটো হ্যান্ডেল ধরে সুন্দরবনের লক্ষ্মী গায়েন।

এক ছেলে ও মেয়ে নিয়ে লক্ষ্মীর নুন আনতে পান্তা ফুরানোর সংসার। দীর্ঘ ২০-২৫ বছর ধরে জীবন যুদ্ধের সংগ্রামের সঙ্গে লড়াই করে যাচ্ছেন তিনি। অভাবী সংসারে গ্রামের আর পাঁচটা মেয়েদের মত ভাগ্যের দোষ না দিয়ে, জীবন যুদ্ধে স্বামীর পাশাপাশি সংসারে হাল ধরতে মাঠে নেমে পড়েছেন লক্ষ্মী নিজেই। প্রতিদিন কাক ভোরে উঠেই সংসারের কাজকর্ম সেরে সবজি সংগ্রহ করেন। সেগুলিকে টোটো গাড়িতে ভাল ভাবেই সাজানো। আর তারপর পাড়ি দেয় গ্রামের উদ্দেশে। নিজেই টোটো চালিয়ে বেরিয়ে পড়ে গ্রামে গ্রামে।

আরও পড়ুনঃ Paper Pinwheel: কাগজ দিয়ে তৈরি হয় এই সুন্দর খেলনা! মুহূর্তেই আপনি ফিরে ‌যাবেন শৈশবে

সুন্দরবনের আমবেড়িয়া, ১৩ নম্বর, স্বরূপকাঠি, লেবুখালী কাঠার বাড়ি বাঁকড়া সহ বিস্তীর্ণ এলাকায় ফেরি করে সবজি বিক্রি করতে বেরিয়ে পড়েন। এলাকার মানুষ লক্ষ্মীর অপেক্ষায় হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকেন। লক্ষ্মীর ভ্রাম্যমাণ ফেরি গাড়িতে কি নেই! আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সিম, বিট, টমেটো, ওল, সবুজ সবজি সহ ঋতুভিত্তিক সকল সবজি তার কাছে পাওয়া যায়। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে ঘরে ফেরেন তারপর আবার সংসারের কাজ। এভাবে সংসারের হাল ধরেছেন লক্ষ্মী।

জুলফিকার মোল্লা