Hardik Pandya, IPL 2022: বল হাতে ১৪০ কিমি গতি স্পর্শ করলেন! অলরাউন্ডার হার্দিককে নিয়ে খুশি প্রাক্তনরা

#মুম্বই: অধিনায়ক হিসেবে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করেছেন হার্দিক পান্ডিয়া। গুজরাত টাইটান্স শেষ ওভার পর্যন্ত কঠিন লড়াই করে রাহুলের লখনউ সুপার জায়ান্টকে হারিয়েছে। ব্যাট হাতে তিরিশের কোটায় রান করেছেন হার্দিক। যতক্ষণ উইকেটে ছিলেন দর্শনীয় শট খেলেছেন। দাদা ক্রুনাল পান্ডিয়ার বলে আউট হওয়ার আগে পর্যন্ত ভরসা দিয়েছেন দলকে। সবচেয়ে বড় প্রশ্ন ছিল হার্দিক পান্ডিয়া বল করবেন কিনা। সেই জবাব পাওয়া গিয়েছে।

আরও পড়ুন -Ayush Badoni : বাচ্চাটা লম্বা রেসের ঘোড়া! নজর রাখুন, কার সম্পর্কে বললেন অধিনায়ক রাহুল ?

পুরো চার ওভার হাত ঘুরিয়ে ৩৭ রান দিলেও উইকেট পাননি হার্দিক। তবে ১৪০ কিলোমিটার গতিতে বল করেছেন। যা দেখে খুশি সুনীল গাভাসকার এবং মুরলি কার্তিকের মত প্রাক্তনরা। কারণ এর আগে বল করলেও ১২০ কিলোমিটারের বেশি গতি ছিল না হার্দিকের। এনসিএতে ট্রেনিং করে হার্দিক পান্ডিয়া নিজেকে সম্পূর্ণ ফিট করে তুলেছেন নিশ্চিত গাভাসকার।

যেভাবে কোমর নামিয়ে বল রিলিজ করেছেন, সেটা সম্পূর্ণ ফিট না হলে সম্ভব নয়। ভারতীয় দলের কাছে এটা ভাল লক্ষণ। গাভাসকার মনে করেন এই আইপিএল হার্দিক পান্ডিয়ার কাছে জবাব দেওয়ার মঞ্চ। তার পরিবর্ত হিসেবে ভেঙ্কটেশ আইয়ারকে ভেবে রেখেছে বিসিসিআই। তাই হার্দিক শুধু গুজরাত দলের হয়ে নয়, মাঠে নামলে তার ওপর নজর থাকবে গোটা দেশের।

অস্ট্রেলিয়ার বিমানে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়ার ক্রিকেটারদের তালিকায় হার্দিক পান্ডিয়ার নাম থাকবে কিনা তার অনেকটা নির্ভর করছে আইপিএলের ওপর। তাছাড়া তার বলের গতি অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে কাজে লাগবে মনে করেন গাভাসকার। আর ব্যাটসম্যান হিসেবে হার্দিক পান্ডিয়ার বড় শট খেলার ক্ষমতা সকলেই জানেন।

তবে হার্দিক পান্ডিয়া নিজে জানিয়েছেন প্রথম ম্যাচের অনুপাতে নিজের পারফরম্যান্সে তিনি খুশি। কারণ বহুদিন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। তাই সেদিক থেকে দেখতে গেলে ব্যাট এবং বল হাতে তিনি খুব একটা খারাপ করেছেন মনে করেন না। তবে হার্দিক নিশ্চিত টুর্নামেন্ট যত এগোবে, ততই নিজেকে মেলে ধরতে পারবেন তিনি। নিজের ক্ষমতার ওপর অগাধ আস্থা রয়েছে তার।