GT vs LSG, Mohammed Shami : শামির সুইং নিয়ে আগেই সতর্ক বার্তা দিয়েছিলেন নেহেরা, আজ টের পেল লখনউ

#মুম্বই: প্রথম বলে আউট কে এল রাহুল। স্বপ্নের ডেলিভারি। সুনীল গাভাসকার পর্যন্ত বলে উঠলেন এরকম বলে কিছু করার থাকে না ব্যাটসম্যানদের। এরপর কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকান ওপেনারকে বোল্ড করলেন লেট মুভ করা একটা বলে। বিশ্বের কোনও ব্যাটসম্যানের পক্ষে ওই বল খেলা সম্ভব ছিল না। তারপর বোল্ড করলেন মনিশ পান্ডেকে। মহম্মদ শামির পেস এবং সুইংয়ের জোড়া ফলায় পাওয়ার প্লেতেই যেন খেলাটা হেরে গেল লখনউ।

আরও পড়ুন – GT vs LSG, 1st innings : শামি ঝড় সামলে পাল্টা হুদা, আয়ুশের ব্যাটে সম্মানজনক স্কোর লখনউয়ের

সোজা কথায় বলতে লখনউ দলটার কোমড় ভেঙে দিলেন মহম্মদ শামি। তাকে নিয়ে নাকি নির্বাচকরা কিছুটা দোনোমোনো আছেন। টি টোয়েন্টি বিশ্বকাপে মহম্মদ শামির জায়গা হবে কিনা এখনই বলা যাচ্ছে না। উল্টে দীপক চাহার, শার্দুল ঠাকুর, যারা বলে পাশাপাশি ব্যাট হাতেও দক্ষ – তাদের নাকি সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। তবে আশিস নেহেরা বলছেন বল হাতে এই আইপিএলে কিন্তু এমন ভাবনার ইতি টানতে প্রস্তুত মহম্মদ শামি।

দুই নতুন দলের আইপিএল সফর। তার আগে নিজের দলের এক তারকাকে প্রশংসায় ভরিয়ে দিলেন গুজরাত কোচ আশিস নেহরা। গুজরাত দলে অনেক বিশেষজ্ঞই ভারসাম্যের অভাব দেখতে পেলেও, এক বিভাগে গুজরাত কিন্তু ভীষণ মজবুত, তা হল পেস বোলিং বিভাগ। লকি ফার্গুসন, মহম্মদ শামি, নিয়ে তৈরি গুজরাত পেস বোলিং ব্য়াটারি টুর্নামেন্টের অন্যতম সেরা হওয়ার দাবি রাখে।

কোচ নেহরাও নিজের দল নিয়ে বেশ খুশিই এবং দলের তারকা পেসার মহম্মদ শামিকে নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। নেহরা বলেন, আমাদের দলে সব কিছুর মিশ্রণ রয়েছে যেটা খুবই জরুরি। অনেকে তো ১০, ১২, ১৪ কোটি টাকা দিয়েও খেলোয়াড় কিনেছে, তবে আমাদের দলে শামি আছে, যার উপর আমার অগাধ বিশ্বাস।

শামিকে তাঁর জাতীয় দলের সতীর্থ জসপ্রীত বুমরাহর সঙ্গে একই আসনে বসান নেহরা। আজ আশিস নেহেরার কথা যে ভুল নয়, সেটা প্রমাণ করলেন শামি। পাশাপাশি সাদা বর্ণের ক্রিকেটে তাকে নিয়ে ভাবতে হবে নির্বাচকদের সেই ইঙ্গিত দিয়ে রাখলেন।