Supreme Court: রাজভবন কাণ্ডে রাজ্যপালের বিরুদ্ধে এবার মামলা শুরু? বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তার অন্তত তদন্ত শুরু করতে দেওয়া হোক— এবার রাজ্যের আবেদনে মান্যতা দিল সর্বোচ্চ আদালত। এ বিষয়ে শুনানি শুরু করার অনুমতি দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে পার্টি করার জন্যও নোটিস জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পরই শোরগোল পড়ে গিয়েছে। রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ প্রেক্ষিতে রাজ্যের আবেদন ছিল, অন্তত তদন্ত শুরু করতে দেওয়া হোক— এবার অভিযোগকারিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে নোটিস ইস্যু করল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্ঘটনা ডিব্রুগড় এক্সপ্রেসে, তবু প্রাণহানি এত কম একটি কারণেই! শুনলে চমকে যাবেন

আর এ বিষয়ে এজি-র সহযোগিতা চাইল সুপ্রিম কোর্ট। ফের তিন সপ্তাহ পরে হবে শুনানি। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অভিযোগকারিনীর আবেদনের শুনানি ছিল।