Tag Archives: West Bengal Governor

Governor CV Ananda Bose: দিল্লি যাচ্ছেন রাজ্যপাল! রাতেই অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, আলোচনায় ‘আরজি কর’?

কলকাতা: আর জি কর ইস্যু নিয়ে দেশ জুড়ে শোরগোল। এরইমধ্যে আজ সোমবার জরুরি ভিত্তিতে রাজধানী দিল্লি যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, বিকেলেই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল। বিকেল সাড়ে পাঁচটার বিমানে দিল্লি যাবেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রাজ্যপালের। ইতিমধ্যেই আরজি কর ইস্যু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপাল। সূত্রের খবর, সোমবার রাতে দিল্লি পৌঁছে রাতেই বা মঙ্গলবার সকালেই রাজ্যপালের বৈঠকের সম্ভাবনা অমিত শাহের সঙ্গে।

আরও পড়ুন: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ…! বজ্রবিদ্যুৎ-সহ অতি ভারী বৃষ্টি কাঁপাবে দক্ষিণের ৮ জেলা! ভাসবে কলকাতা? মেগা আপডেট IMD-র

আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার জেরে দেশ জুড়ে তোলপাড়। নিরাপত্তার প্রশ্নে রাজ্য ও দেশ জুড়ে জায়গায় জায়গায় প্রতিবাদে সব স্তরের মানুষ নেমেছেন রাজপথে। এবার এই ঘটনা সম্ভবত উঠে আসতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে রাজ্যপালের বৈঠকে। আগেই সাক্ষাতের আবেদন জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে এমনটাই জানিয়েছে এএনআই।

Supreme Court: রাজভবন কাণ্ডে রাজ্যপালের বিরুদ্ধে এবার মামলা শুরু? বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তার অন্তত তদন্ত শুরু করতে দেওয়া হোক— এবার রাজ্যের আবেদনে মান্যতা দিল সর্বোচ্চ আদালত। এ বিষয়ে শুনানি শুরু করার অনুমতি দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে পার্টি করার জন্যও নোটিস জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পরই শোরগোল পড়ে গিয়েছে। রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ প্রেক্ষিতে রাজ্যের আবেদন ছিল, অন্তত তদন্ত শুরু করতে দেওয়া হোক— এবার অভিযোগকারিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে নোটিস ইস্যু করল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্ঘটনা ডিব্রুগড় এক্সপ্রেসে, তবু প্রাণহানি এত কম একটি কারণেই! শুনলে চমকে যাবেন

আর এ বিষয়ে এজি-র সহযোগিতা চাইল সুপ্রিম কোর্ট। ফের তিন সপ্তাহ পরে হবে শুনানি। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অভিযোগকারিনীর আবেদনের শুনানি ছিল।

West Bengal Governor: পুলিশ কমিশনার থেকে স্বরাষ্ট্র সচিব…! ‘দৃষ্টান্তমূলক’ পদক্ষেপের আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের

কলকাতা: এবার রাজ্যপালের চিঠি কেন্দ্রের কর্মীবর্গ দফতরকে। কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল এবং স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে চিঠি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের।

সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে কলকাতা পুলিশ যে তদন্ত করছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ নিয়ে,তাতে একাধিক নিয়ম লংঘন করা হচ্ছে বলে উল্লেখ করেই এবার কেন্দ্রকে চিঠি রাজ্যপালের। রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যের কার্যকারিতা নিয়ে প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপের আর্জি জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনটাই রাজভবন সূত্রে খবর।

প্রসঙ্গত, রাজ্য এবং রাজ্যপাল সংঘাত কার্যত একাধিক ইস্যুতে চরম আকার ধারণ করেছে বাংলায়। সেই আবহেই কেন্দ্রকে চিঠি দিয়ে একগুচ্ছ অভিযোগ জানালেন রাজ্যপাল। তাঁর দাবি, দুর্নীতি, সন্ত্রাস এবং আয়ের থেকে বেশি ব্যয়, মানুষের টাকা আত্মসাতই রাজ্য সরকারের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারিও দিয়েছেন। মামলা দায়েরর প্রস্তুতিও রাজ্যপাল শুরু করে দিয়েছেন বলে খবর।