বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

Suvendu Adhikari: শপথ বিতর্ক; ‘আমারও কিছু কাজ আছে, সেটা করব…’ বেআইনি ও অসাংবিধানিক বলে কাকে নিশানা শুভেন্দু অধিকারীর?

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বিধানসভায় দুই নবনির্বাচিত তৃণমূল বিধায়কের শপথ নেওয়াকে বেআইনি বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‌ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘‘সম্পূর্ণ বেআইনি শপথ। সংবিধান বহির্ভূত কাজ করেছেন অধ্যক্ষ। রাজ্যপাল রাষ্ট্রপতির নজরে এনেছেন বিষয়টি। এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না হলে বিরোধী দলনেতা হিসেবে আমারও কিছু কাজ আছে, সেটা আমি করব।’’

শুভেন্দু অধিকারী এদিন আরও বলেন, ‘‘এত ইগোর কি ছিল, রাজভবনে গিয়ে শপথ নিতে ক্ষতি কি ছিল?’’ এই প্রশ্ন তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘রাজ্যপাল বলেছিলেন ডেপুটি স্পিকারকে দিয়ে শপথ বাক্য পাঠ করাতে। কেন তা করালেন না? এত দম্ভ কিসের। সংবিধান কেউ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে দিয়েছেন সেটাই শেষ কথা। এটা চলতে পারে না।’’

আরও পড়ুন– ‘আর কদিন দেখব…’ অভিমানী দিলীপ! রাজনীতিকে ‘আলবিদা’ জানাতে পারেন দিলীপ ঘোষ! তুমুল শোরগোল

প্রসঙ্গত, শপথ-জট তো কাটল ৷ কিন্তু, তার পাশাপাশি তৈরি হল আরেক জট৷ শপথগ্রহণ করানো ঘিরে আইনি জট৷ বরানগরের উপ নির্বাচনে নির্বাচিত তৃণমূলপ্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার জয়ী তৃণমূলপ্রার্থী রেয়াত হোসেন সরকারকে বিধায়ক পদে শপথ করানোর বিষয়টিকে ‘অসাংবিধানিক’ বলে দাবি করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ গোটা বিষয়টি জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর কাছে তিনি চিঠি পাঠাচ্ছেন বলেও জানা গিয়েছে৷‌‌ শুক্রবার রাজ্যপালের তরফে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানানো হয়, ‘‘দুই বিধায়কের শপথ নিয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠানো হচ্ছে। অসংবিধানিক শপথ।’’

আরও পড়ুন– উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর জন্য অনুমতি দেন রাজ্যপাল। তারপরেও কীভাবে স্পিকার শপথ বাক্য পাঠ করালেন।  তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ওই পোস্টে ৷ যদিও নব নির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করাবেন না বলে গত বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হওয়ার পরে ডেপুটি স্পিকার শপথবাক্য পাঠ করানোর জন্য স্পিকারের নাম প্রস্তাব করেন ৷ তারপরেই তৃণমূলের দুই জয়ী প্রতিনিধিকে বিধায়ক হিসাবে শপথবাক্য পাঠ করান স্পিকার তথা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের বিশেষ অধিবেশন বয়কট করে বিজেপি। যদিও শপথ বাক্য পাঠ হয়ে যাওয়ার পর এদিন বিধানসভার অধিবেশন কক্ষে প্রবেশ করেন বিরোধী শিবিরের একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।