শিলিগুড়ির জনপ্রিয় রিসর্ট

Weekend Trip: গরমে সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ুন, গাছ বাড়িতে থাকার আনন্দ! উইকেন্ডে ঘুরে আসুন এখানে, সাধ্যের মধ্যেই খরচ

*ট্রি-হাউজে ছুটি কাটানো অনেকেরই স্বপ্ন। কিন্তু উত্তরবঙ্গ ছাড়া কাছেপিঠে ট্রি-হাউজের ঠিকানা অনেকেই জানেন না বলে ইচ্ছে থাকলেও স্বপ্নপূরণ করা হয় না। কিন্তু শিলিগুড়ির থেকে মাত্র ১০ কিমির মধ্যেই ট্রি হাউজে থাকার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান তাহলে কেমন হয় সঙ্গে রয়েছে সুমিং পুল, নেপালি অথেনটিক খাবার। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। 
*ট্রি-হাউজে ছুটি কাটানো অনেকেরই স্বপ্ন। কিন্তু উত্তরবঙ্গ ছাড়া কাছেপিঠে ট্রি-হাউজের ঠিকানা অনেকেই জানেন না বলে ইচ্ছে থাকলেও স্বপ্নপূরণ করা হয় না। কিন্তু শিলিগুড়ির থেকে মাত্র ১০ কিমির মধ্যেই ট্রি হাউজে থাকার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান তাহলে কেমন হয় সঙ্গে রয়েছে সুমিং পুল, নেপালি অথেনটিক খাবার। প্রতিবেদনঃ অনির্বাণ রায়।
*গুলমার কাছে মহানন্দা নদীর তীরে তুম্বাপো রিসোর্ট এখন সকলেরই প্রিয় জায়গা হয়ে উঠেছে। ফলে উইকেন্ডে ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা হতে পারে এই জায়গা। গুলমা থেকে খানিকটা ভেতরে মহানন্দা নদীর পাশে এই জায়গায় এলে সারা মাসের ক্লান্তি দূর হয়ে যাবে।
*গুলমার কাছে মহানন্দা নদীর তীরে তুম্বাপো রিসোর্ট এখন সকলেরই প্রিয় জায়গা হয়ে উঠেছে। ফলে উইকেন্ডে ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা হতে পারে এই জায়গা। গুলমা থেকে খানিকটা ভেতরে মহানন্দা নদীর পাশে এই জায়গায় এলে সারা মাসের ক্লান্তি দূর হয়ে যাবে।
*ট্রি হাউজ ছাড়াও কিছু কটেজ রয়েছে। সেখানেও রাত্রি যাপন করা যেতে পারে। এছাড়াও সুইমিংপুল তো রয়েছেই। ট্রি হাউজে থাকলে সুইমিং পুলের ফ্রিতেই মজা উপভোগ করতে পারবেন। কিংবা ৩০০ টাকা খরচ করলে শুধু সুইমিং পুলের মজাও নিতে পারেন সকলে। ট্রি হাউজে থাকতে গেলে আপনাকে খরচ করতে হবে মাত্র ২০০০ টাকা সঙ্গে নেপালি খবর তো রয়েছেই।
*ট্রি হাউজ ছাড়াও কিছু কটেজ রয়েছে। সেখানেও রাত্রি যাপন করা যেতে পারে। এছাড়াও সুইমিংপুল তো রয়েছেই। ট্রি হাউজে থাকলে সুইমিং পুলের ফ্রিতেই মজা উপভোগ করতে পারবেন। কিংবা ৩০০ টাকা খরচ করলে শুধু সুইমিং পুলের মজাও নিতে পারেন সকলে। ট্রি হাউজে থাকতে গেলে আপনাকে খরচ করতে হবে মাত্র ২০০০ টাকা সঙ্গে নেপালি খবর তো রয়েছেই।
*চন্ডিগড় থেকে ঘুরতে এসে এক পর্যটক নম্রতা সুব্বা বলেন, "আমি পরিবারের সঙ্গে এখানে ঘুরতে এসেছি। জায়গাটি খুবই সুন্দর। একদিকে নদী আর পেছন দিয়ে পুরো পাহাড় দেখা যায়। পরিবারের সঙ্গে সময় কাটানোর খুব সুন্দর জায়গা। আপনারা এসে একবার ঘুরে যেতে পারেন এখানে।"
*চন্ডিগড় থেকে ঘুরতে এসে এক পর্যটক নম্রতা সুব্বা বলেন, “আমি পরিবারের সঙ্গে এখানে ঘুরতে এসেছি। জায়গাটি খুবই সুন্দর। একদিকে নদী আর পেছন দিয়ে পুরো পাহাড় দেখা যায়। পরিবারের সঙ্গে সময় কাটানোর খুব সুন্দর জায়গা। আপনারা এসে একবার ঘুরে যেতে পারেন এখানে।”
*রিসর্টের এক কর্মী বলেন, ' এখানে থাকা খাওয়ার জন্য খুব সুন্দর জায়গার লোকের ভীষণ পছন্দ করছে আমাদের এই জায়গাটি। অত্যন্ত রিজনেবল প্রাইসে আপনার এখানে থাকা খাওয়া এবং আনন্দ উপভোগ করা সমস্ত করতে পারবেন।'
*রিসর্টের এক কর্মী বলেন, ‘ এখানে থাকা খাওয়ার জন্য খুব সুন্দর জায়গার লোকের ভীষণ পছন্দ করছে আমাদের এই জায়গাটি। অত্যন্ত রিজনেবল প্রাইসে আপনার এখানে থাকা খাওয়া এবং আনন্দ উপভোগ করা সমস্ত করতে পারবেন।’