Tag Archives: Android Phones

Technology Tips: ২ মিনিটেই পুরনো মোবাইলকে করে তুলুন নতুন, ছোট্ট টিপসে দারুণ উপকার

বারবার ফোন বদল করার পক্ষপাতী নন। কিন্তু পুরনো ফোন যে আর চলেই না। তবে পুরনো ফোনকেই নতুন রূপ দিয়ে ফেলুন। জেনে নিন একদম সহজ কিছু টিপস।

দেড়-২ বছর হল ফোন কিনেছেন? এবার এই কাজগুলো করুন, স্মার্টফোন ভাল থাকবে

অনেকেই আক্ষেপ করে বলেন, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ২-৩ বছরের বেশি ভাল থাকে না। অর্থাৎ, একটা স্মার্টফোনের গড আয়ু ধরা যেতে পারে ৩ বছর। তবে কারও কারও তার থেকেও বেশিও চলে ফোন।
অনেকেই আক্ষেপ করে বলেন, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ২-৩ বছরের বেশি ভাল থাকে না। অর্থাৎ, একটা স্মার্টফোনের গড আয়ু ধরা যেতে পারে ৩ বছর। তবে কারও কারও তার থেকেও বেশিও চলে ফোন।
স্মার্টফোন ভাল রাখার কিছু উপায় আছে। বিশেষ করে স্মার্টফোন দেড়-২ বছর পুরনো হলে কয়েকটি কাজ অবশ্যই করতে হয়।
স্মার্টফোন ভাল রাখার কিছু উপায় আছে। বিশেষ করে স্মার্টফোন দেড়-২ বছর পুরনো হলে কয়েকটি কাজ অবশ্যই করতে হয়।
বেশি কিছু করতে হবে না। স্রেফ কয়েকটা টিপস মেনে চললেই হবে। আর তার জন্য আপনার খুব বেশি সময়ও লাগবে না।
বেশি কিছু করতে হবে না। স্রেফ কয়েকটা টিপস মেনে চললেই হবে। আর তার জন্য আপনার খুব বেশি সময়ও লাগবে না।
সবার আগে ফোন থেকে অপ্রয়োজনীয় ছবি, ভিডিয়ো, ডকুমেন্ট ডিলিট করুন। ফোনের স্টোরেজ স্পেস ফাঁকা হলে চাপ কমবে। ফোন তাতে ভাল থাকবে বেশিদিন।
সবার আগে ফোন থেকে অপ্রয়োজনীয় ছবি, ভিডিয়ো, ডকুমেন্ট ডিলিট করুন। ফোনের স্টোরেজ স্পেস ফাঁকা হলে চাপ কমবে। ফোন তাতে ভাল থাকবে বেশিদিন।
অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করে ফেলুন। দেখবেন এমন অনেক অ্যাপ আছে যা আপনি অনেকদিন ব্যবহার করেননি। সেগুলো রেখে লাভ কী! এতে ফোনের উপর চাপ কমবে।
অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করে ফেলুন। দেখবেন এমন অনেক অ্যাপ আছে যা আপনি অনেকদিন ব্যবহার করেননি। সেগুলো রেখে লাভ কী! এতে ফোনের উপর চাপ কমবে।
ফোনের About-এ গিয়ে দেখুন কোনও আপডেট মিস করেছেন কি না! পেন্ডিং থাকলে সেই আপডেট করিয়ে নিন। এতে সফটওয়্যার-এর কোনও ছোটখাট সমস্যা থাকলে মিটে যাবে।
ফোনের About-এ গিয়ে দেখুন কোনও আপডেট মিস করেছেন কি না! পেন্ডিং থাকলে সেই আপডেট করিয়ে নিন। এতে সফটওয়্যার-এর কোনও ছোটখাট সমস্যা থাকলে মিটে যাবে।
কিছু অ্যাপ-এর লাইট ভার্সন থাকে। সেগুলি কম স্টোরেজ নেয়। চেষ্টা করুন লাইট ভার্সন ব্যবহার করার।
কিছু অ্যাপ-এর লাইট ভার্সন থাকে। সেগুলি কম স্টোরেজ নেয়। চেষ্টা করুন লাইট ভার্সন ব্যবহার করার।
ফোন খুব স্লো হয়ে গেলে ফ্যাক্টরি রিসেট করতে পারেন। তবে সেটা করতে গেলে সবার আগে ডেটা ব্যাক-আপ রাখতে হবে। না হলে প্রয়োজনীয় ছবি, ভিডিও, ডকুমেন্টস ডিলিট হয়ে যেতে পারে।
ফোন খুব স্লো হয়ে গেলে ফ্যাক্টরি রিসেট করতে পারেন। তবে সেটা করতে গেলে সবার আগে ডেটা ব্যাক-আপ রাখতে হবে। না হলে প্রয়োজনীয় ছবি, ভিডিও, ডকুমেন্টস ডিলিট হয়ে যেতে পারে।