Tag Archives: Abas Yojana.

Hooghly News: মশাটের কৃষ্ণনগর গ্রামের ৭৬ টি পরিবার রয়েছেন আবাস হীন!

হুগলি: হুগলির মশাট পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রাম। এই গ্রামের বেশিরভাগ মানুষেরই বাড়ি মাটির। কম করে ৭৬ টি পরিবার থাকেন টালির চালের মাটির বাড়িতে। ঝড় জল বৃষ্টি আসলে তাদের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে নিতে হয় আশ্রয়। নিজের ঘরের মধ্যেই আতঙ্কে গ্রামের মানুষ জন। আবাস যোজনার বাড়ি সে এখন সিঁদুরের মেঘ গ্রামবাসীদের কাছে।মাটির ঘর ঘরের বিভিন্ন জায়গা থেকে ফাটল ধরেছে। ঘরের মধ্যে ঠিক করে মাথা তুলে দাঁড়ানোর জায়গা নেই। টালির চাল থেকে ফুটো হয়ে জল পড়ে। বাঁশ কাঠ দিয়ে কোনরকমে গড়েছিলেন তারা নিজেদের ঘর। কিন্তু সেই ঘর বর্তমানে একেবারে নড়বড়ে। প্রাণের ঝুঁকি নিয়েই ঘরের মধ্যে বাস করছেন সরস্বতী দাস ও তাদের পরিবার।

আরও পড়ুন:  সামান্য এক উপায়, খুব সহজেই ফেসবুক থেকে উপার্জন করুন হাজার হাজার টাকা!

সরস্বতীর স্বামী বেঁচে থাকাকালীন তারা আবাস যোজনার ঘরের জন্য কাগজ জমা দিয়েছিলেন। আবাস যোজনার পোর্টালেও নাম রয়েছে তাদের। কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও মেলেনি আবাসের ঘর। মাটির ঘর তার উপর প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টির দিনে নিজেদের বাড়ি ছেড়ে প্রাণভয়ে থাকতে হয় অন্যের বাড়িতে গিয়ে।এ বিষয়ে সরস্বতী দাস বলেন, বাড়ির জন্য তারা অনেক আবেদন করেছেন। বছরের পর বছর শুধু তাদের মিলেছে প্রতিশ্রুতি, আবাস যোজনার ঘর যাদের ঘর আছে তারা পেয়েছে কিন্তু যাদের প্রয়োজন তারা পাচ্ছেন না।

আরও পড়ুন:  কাঁটার ভয়ে খান না বাটা মাছ! উপকারিতা জানলে রোজ পাতে চাইবেন পুষ্টিভরা এই মাছ

এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য শুভেন্দু দাস তিনি বলেন, বিগত পাঁচ বছর ধরে কেন্দ্র সরকার আবাস যোজনা টাকা আটকে রেখেছে। যার ফলে গ্রামের মানুষজনদের এই দুর্ভোগ। সময় অসময়ে পঞ্চায়েত সবসময় মানুষের পাশে থাকে। তিনি আরওবলেন কৃষ্ণনগর গ্রামের কম করে ৭৬ টি পরিবার এই দুর্ভোগ দুর্দিনের মধ্যে দিয়ে কাটাচ্ছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আবাস যোজনার ঘরে নাম থাকার পরও কেন্দ্র সরকারের ব্যর্থতার কারণে তাদের এই দুরবস্থা।

রাহী হালদার