Tag Archives: Advertisement

Instagram: বড় পরিবর্তন ইনস্টাগ্রামে! এড়াতে পারবেন না ‘এইসব বিজ্ঞাপণ’?

ইনস্টাগ্রাম এখন খুবই একটি জনপ্রিয় অ্যাপ। যা এটিকে প্রভাবশালী এবং বিজ্ঞাপনদাতাদের জন্য একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম করে তুলেছে। তাই মেটা-মালিকানাধীন অ্যাপটি নতুন বিজ্ঞাপন যোগ করে এই সকল লোকেদের খুশি রাখতে চায়, যা ব্যবহারকারীরা এড়িয়ে যেতে পারবে না।

প্ল্যাটফর্মটি এই মাসে একটি মিডিয়া রিপোর্টে খবরটি নিশ্চিত করেছে, যা ব্যবহারকারীদের মধ্যে অনেকের মধ্যেই অ্যাপটি ব্যবহার করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। ad breaks নামক বৈশিষ্ট্যটি পরীক্ষা করা হচ্ছে, যেখানে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা অন্য লোকেদের সামগ্রী দেখা বন্ধ করবে এবং অবিচ্ছিন্ন বিজ্ঞাপনগুলির একটি সিরিজের মাধ্যমে স্ক্রল করবে। বিজ্ঞাপন বৈশিষ্ট্যটি একটি নির্বাচিত গোষ্ঠীর সঙ্গে পরীক্ষা করা হচ্ছে। তবে বিশদটি নিশ্চিত করে সংস্থাটি পরামর্শ দেয় যে একটি বিস্তৃত রোল আউট আসন্ন।

আরও পড়ুন: বাজারে দেখেও কিনছেন না? টক, মিষ্টি ফলেই কুপোকাত ইউরিক‍ অ‍্যাসিডের সমস‍্যা! শরীরে অন্দরে জমে থাকা ময়লাও দূর হবে

ইন্সটাগ্রামের UNSKIPPABLE ADS: এটি দেখতে কেমন

Instagram ইতিমধ্যেই সকলকে বিজ্ঞাপন দেখায় এবং ব্যবহারকারীরা সেগুলি পোস্ট, গল্প এবং আরও অনেক কিছুতে দেখতে পান। কিন্তু, একটি বিজ্ঞাপন বিরতির সম্ভাবনা যা সম্পূর্ণরূপে স্ক্রিনে বিজ্ঞাপনগুলিতে ফোকাস করে, তা অনেক ব্যবহারকারীর কাছে ভাল নাও লাগতে পারে৷ পরীক্ষাগুলি আরও দেখায় যে, লোকেরা ইনস্টাগ্রাম ব্যক্তিকে যে পরিমাণ বিজ্ঞাপন দেবে তার জন্য একটি টাইমার দেখতে পাবে।

বিজ্ঞাপনদাতারা মেটার মতো কোম্পানিগুলির জন্য একটি বড় লক্ষ্য। তাই একটি বিজ্ঞাপন-ব্রেক স্লট তাদের জন্য অর্থপূর্ণ। কিন্তু, ব্যবহারকারীদের জন্য, এটি একটি খারাপ পদক্ষেপ হতে পারে এবং লক্ষ লক্ষ ব্যবহারকারীকে প্লাটফর্ম ছেড়ে যেতে বাধ্য করতে পারে বা অনুরূপ বৈশিষ্ট্যগুলির জন্য স্ন্যাপচ্যাটে ঝাঁপিয়ে পড়তে পারে৷

আরও পড়ুন: বলুন তো কোন মাছ জলে সাঁতার কাটে, আকাশে ওড়ে, আবার ডাঙায় চলাফেরা করে?

YouTube-এর ইতিমধ্যেই একটি UNSKIPPABLE ADS উইন্ডো রয়েছে, তবে শুধুমাত্র যারা বিনামূল্যে প্ল্যাটফর্ম ব্যবহার করছে তাদের জন্য। সুতরাং, যতক্ষণ না Instagram একটি প্রিমিয়াম স্তর প্রস্তুত করছে, যা এই বিজ্ঞাপনগুলিকে ব্লক করবে, লোকেরা সম্ভবত এই প্ল্যাটফর্মেই ঝাঁপিয়ে পড়তে পারে এবং বাজারে অন্য বিকল্পের জন্য অপেক্ষা করতে পারে।

চুটকির প্যাকেটে ‘এই’ মুখ চেনা! ৫০ বছরের ব্যবসা! কে এই মেয়ে, জানলে অবাক হবেন

কলকাতা: ৫০ বছরের বেশি সময় ধরে ব্যবসা। চুটকির প্যাকেটে এই মেয়ের ছবি দেখেননি এমন মানুষ বোধ হয় কম আছে। কিন্তু অনেকেই জানেন না, চুটকির প্যাকেটে এই মেয়েটি আসলে কে!

১৯৭০ সালে বাজারে এসেছিল চুটকি। তার পর থেকে ভারতের বাজারে আলাদা জায়গা করে নিয়েছে এই মাউথ ফ্রেশনার। একের পর এক প্রজন্মের কাছে চুটকি সমানভাবে জনপ্রিয় হয়েছে।

সেই নীল রঙের প্যাকেট আজও বহু মানুষের মন জয় করে। এই নীল রঙের প্যাকেটেই চুটকি প্রথম বাজারে এসেছিল। সেই প্যাকেটের মাঝে ছিল একটি মেয়ের ছবি।

আরও পড়ুন- আমের নাম ফজলি-ল্যাংড়া-গোলাপখাস-হিমসাগর! ফলের রাজার এমন অদ্ভুত সব নাম কেন জানেন?

চুটকির প্যাকেটের আকার ও নীল রঙ আজও একই রেখেছে কোম্পানি। এখন অবশ্য এক প্যাকেটের দাম বেড়েছে। তাতে গ্রাহক সংখ্যায় কোনও প্রভাব পড়েনি। চুটকিতে যে মেয়েটিকে দেখা যায় তাঁর নাম অনিতা ডামেলো।

১৯৬৮ সালে তিনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন। কিন্তু তিনি প্রথম ২০-তে জায়গা পাননি। এর পর অভিনয় এবং মডেলিং, দুটোই চেষ্টা করেন তিনি। তবে সাফল্য পাননি সেভাবে। শেষ পর্যন্ত বিজ্ঞাপনী শুটে কাজ করতে শুরু করেন তিনি।

১৯৭০ সালে অনিতা আসেন চুটকির বিজ্ঞাপনী শুটের জন্য অডিশন দিতে। তাতেই তাঁর ভাগ্য খুলে যায়। কিছুদিনের মধ্যেই তাঁর মুখ চুটকির প্যাকেটে দেখা যায়। আর অনিতা ক্রমে জনপ্রিয় হয়ে ওঠেন। অনিতা কিন্তু একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন।

আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে বড় বটগাছ রয়েছে এরাজ্যে, নাম কী? বয়স কত? কোথায় সেটি জানলে চমকাবেন

জানা যায়, পরবর্তী সময়ে অনিতা ব্রাজিলের একজনকে বিয়ে করেন। তার পর তিনি ব্রাজিলে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন। অনেকে দাবি করেন, অনিতা আর বেঁচে নেই।

Viral Room Rent: “কবিদের বাড়িভাড়া দেওয়া হয় না,” বাড়িওয়ালার অদ্ভুত শর্তে ভাইরাল বিজ্ঞাপন!

সামান্য একটা অক্ষর! সামান্য একটা অক্ষর এদিক অদিক হয়ে বদলে দিতে পারে আমূল অর্থ। প্রায় প্রত্যেককেই জীবনের কোনও না কোনও সময় ‘ক্ষুদ্র ভুলের’ মাশুল গুনতে হয়েছে। হয় টেক্সট মেসেজ বা ফেসবুক পোস্ট, ‘টাইপো’ এখন জীবনের অন্যতম সাধারণ ক্রাইসিস। সম্প্রতি এমনই ছাপার ভুলে বিড়ম্বনায় পড়েছেন কবিরা! নামী সংবাদপত্র বা ম্যাগাজিনে ছাপার ভুলে বাড়ি ভাড়া পাওয়া চাপের হয়ে গিয়েছে কবিদের কাছে।

ডোরি জিন নামে একজন সম্প্রতি একটি ট্যুইট করেছেন যাতে বাড়িভাড়ার বিজ্ঞাপনে অদ্ভুত এক ‘টাইপো’ চোখে পড়েছে৷ ভুলটি আপাত দৃষ্টিতে খুবই নিরীহ, তবে তা প্রাণ ওষ্ঠাগত করে দিয়েছে কবিদের। বাড়িভাড়ার বিজ্ঞাপনটিতে সবকিছুই ঠিকঠাক রয়েছে। শুধু একটি শব্দে তাজ্জব নেটিজেনরা।

বাড়িভাড়ার ওই বিজ্ঞাপনে মালিকের কিছু শর্ত ও ভাড়াটের কর্তব্যের বয়ান লেখা রয়েছে। কেমন বাড়ি, কবে থেকে ভাড়া মিলবে সবটাই লেখা। ১ বেডরুমের ঘর, ধূমপান নিষেধ, ১ জুলাই থেকে উপলব্ধ। এতদূর ঠিকই ছিল। কিন্তু তার সঙ্গেই লেখা “কবিদের বাড়িভাড়া দেওয়া হবে না!” এ কেমন শর্ত!

আরও পড়ুন- মুখের লোম নিয়ে নেই আক্ষেপ, সমাজের ‘ব্যঙ্গ’কে উড়িয়ে গোঁফ রাখলেন এই মহিলা!

দেখুন সেই অবাক করা বিজ্ঞাপনটি:

আসলে এখানে লেখার কথা ছিল, পোষ্যের অনুমোদন নেই। পেটসের (Pets) জায়গায় ভুল করে একটি O বসে হয়ে গিয়েছে পোয়েট (Poets)! ব্যাস! বিজ্ঞাপন ভাইরাল। বিজ্ঞাপনটির ছবি অনলাইনে আসামাত্র নেটিজেনদের কাছ থেকে নানা প্রতিক্রিয়া পেয়েছে। হাসিই থামছে না নেটিজেনদের। একজন বলেছেন, “কবিদের আগুনে সমস্যা আছে। স্টোভে জল ফুটোতে, মোমবাতি জ্বালতে, খুব চাপ!”

আরেকজন আবার লিখেছেন, “কবিরা আনফার্নিশড অ্যাপার্টমেন্ট চান না, সেখানে কোনও গল্প নেই।”

আরও পড়ুন- দেশভাগের ঘা শুকোয়নি!ভারতজুড়ে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ পালনে প্রস্তুত বিজেপি

একজন লিখেছেন, “আমি ধরে নিচ্ছি যে এটা লেখার কথা ছিল, ‘নো পেটস’। তবে এটা মজার। ধূমপায়ীদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।” অন্য একজন আবার গুরুগম্ভীর চালে হালকা মজা করে লিখেছেন, “কবিরা বাড়িঘর জগাখিচুড়ি করে রেখে দেয়।”

আরেকজন আবার রসিকতা করে লিখেছেন, “মালিক জানে আমরা ভাড়া দিতে পারি না।”

কবিদের ভাড়া না দেওয়ার বিজ্ঞাপন এখন ভাইরাল। প্রচুর মানুষ নিজেদের মত্যামত জানাচ্ছেন। আপনার কী মনে হয় এই ‘টাইপো’ নিয়ে?