Tag Archives: Alchohol

Bollywood News: প্রকাশ‍্যে মাতলামি করতেন এই বলি অভিনেত্রী, নেশা না করে কাটিয়ে দিলেন পাঁচ-পাঁচটা বছর! চিনুন নতুন করে…

#মুম্বই : একটা সময় মদ ও মাদকের নেশায় চুর হয়ে কেরিয়ারের বারোটা বাজিয়েছিলেন তিনি। রীতিমতো মদ‍্যপ হয়ে পড়েছিলেন মহেশ ভাটের (Mahesh Bhatt) বড় মেয়ে পূজা ভাট (Pooja Bhatt)। অবশেষে সেই অন্ধকার থেকে বেরিয়ে এসেছেন। দীর্ঘ পাঁচ বছর নেশা না করেই কাটিয়ে দিলেন এই বলি অভিনেত্রী (Bollywood News)।

আরও পড়ুন: যেই তিনি বেল বাজিয়ে কফি চান… বিমানসেবিকাকে বাগে আনলেন কী করে? 

একদিন বাবার উপদেশে হুঁশ ফেরে পূজার। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা চালাতে থাকেন তিনি।নেশামুক্তির পাঁচ বছর পূর্ণ করে উদযাপনে মেতেছেন পূজা (Pooja Bhatt)। ব্রালেটে একটি সাদা কালো ছবি শেয়ার করে তিনি লিখেছেন, সংযত থাকাটাই আসলে সেক্সি।

টানা পাঁচ পাঁচটা বছর মদ থেকে দূরে থেকে তিনি উচ্ছ্বসিত, একই সঙ্গে কৃতজ্ঞও। নেশা ছাড়ার পর থেকে এক একটি বছর, এক একটি মাস, দিনের হিসাব রাখেন পূজা (Bollywood News)। এর আগে তিনি লিখেছিলেন, ‘প্রকাশ‍্যে পান করতাম। এখন প্রকাশ‍্যেই সংযত থাকার চেষ্টা করি।’

কেরিয়ারের শুরু থেকেই সাহসী হিসাবে নামডাক ছিল পূজার। এমনকি ম‍্যাগাজিনের কভারের জন‍্য নিজের বাবা মহেশ ভাটের সঙ্গে লিপলক করতেও দেখা গিয়েছিল তাঁকে। সেই সঙ্গে মাদক ও মদের নেশাতেও ডুবেছিলেন পূজা (Pooja Bhatt)। রীতিমতো বিতর্কিত অভিনেত্রী ছিলেন তিনি। ছবি হিট হোক বা ফ্লপ সবেতেই মদ থাকতই তাঁর হাতে। কিন্তু পূজা জানান বাবার থেকে একটি মেসেজ পাওয়ার পরেই তিনি জীবনকে অন‍্য ভাবে দেখতে শুরু করেন।

আরও পড়ুন:  ‘অ্যারেঞ্জড ম্যারেজ’ করছেন? পার্টনারকে এই ৩ প্রশ্ন করতে একদম ভুলবেন না! জানুন কেন…

প্রথম থেকেই নেশা থেকে মুক্তি পাওয়ার জন‍্য স্ট্রাগল নিয়ে কোনো লুকোছাপা করেননি পূজা (Pooja Bhatt)। সমস‍্যাটা লুকিয়ে ফেলতে চাননি তিনি। পূজা বুঝেছিলেন যে তিনি সর্বনাশা নেশার খপ্পরে পড়েছেন। এর থেকে বেরোনোর জন‍্য আগে বিষয়টাকে মেনে নিতে হবে।

এক সাক্ষাৎকারে পূজা বলেছিলেন তাঁর প্রথম ছবি ‘ড‍্যাডি’। সেখানে এক তরুণী তার বাবাকে নেশার হাতছানি থেকে বেরোতে সাহায‍্য করে। এমন একটি ছবিতে অভিনয় করেও তিনি নিজেই মদ‍্যপ! বিষয়টা নিয়ে বহুবার সরব হয়েছেন পূজা (Bollywood News)। বুঝিয়েছেন যে এই সমস‍্যাটা যে কারোর হতে পারে। মনের জোর আর অদম‍্য ইচ্ছার জোরে এত বছর নেশার থেকে দূরে রয়েছেন তিনি। এই বছ‍র গুলোকে নিজের পুনর্জন্ম হিসাবে দেখেন পূজা।

Chhattisgarh: ‘এক পেগ মদ খেয়ে ঘুমোতে যেতে দিন পুরুষদের’, মন্ত্রীর আজব পরামর্শ তুমুল Viral! দেশজুড়ে বিতর্কের ঝড়…

#বালোদ: মহিলাদের উদ্দেশে এমনই পরামর্শ দিতে দেখা গেল ছত্তিশগড়ের (Chattisgarh) এক মন্ত্রীকে। তাঁদের বলা হল, বাড়ির পুরুষ সদস্যদের এক পেগ মদ খেয়ে ঘুমোতে পাঠাতে। আর রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী অনিলা ভেদিয়ার এমন মন্তব্য ঘিরে স্বাভাবিক ভাবেই বিতর্ক তৈরি হয়েছে গোটা রাজ্য(Chhattisgarh) তথা দেশে।

রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের মন্ত্রিসভারই এক গুরুত্বপূর্ণ সদস্য হয়ে এমন মন্তব্য করে দলের ভাবমূর্তিকে বিপন্ন করলেন এই মন্ত্রী। একদিকে যখন ছত্তিশগড়ের(Chhattisgarh) কংগ্রেস সরকার নির্বাচনী  প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করছে, রাজ্যে পানীয়র আসক্তি কমানোর এমনকি বন্ধ করার ডাক দিয়েছে, ঠিক সেই সময় মন্ত্রীর এমন মন্তব্য অস্বস্তিতে ফেলেছে শাসক দলকে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। অবশ্য বিতর্কের মুখে পড়ার পরে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বলে দাবি তুলেছেন অনিলা ভেদিয়া।

আরও পড়ুন : যৌন ও মানসিক নির্যাতনের অভিযোগ! রাজ-শিল্পার নামে FIR শার্লিন চোপড়ার…

দু’বারের বিধায়ক অনিলা ভেদিয়া নিজের বিধানসভা কেন্দ্রের (Chhattisgarh) এলাকা পর্যবেক্ষণে গিয়েছিলেন গত বুধবার। সেই সময় বালোদ জেলার সিঞ্চোলা গ্রামের মহিলারা অনিলা ভেডিয়ার কাছে অভিযোগ জানিয়েছিলেন, গ্রামে মদ্যপ পুরুষদের আসক্তি দিন দিন বাড়ছে। বিশেষ করে সরকার গ্রামবাসীকে নিজেদের তৈরি মদ পান করার অনুমতি দেওয়ার পর থেকেই সমস্যা বেড়েছে। সেই অভিযোগ প্রসঙ্গেই ওই কথা বলেন অনিলা ভেদিয়া। এরপরেই তাঁর এই মন্তব্য ঘিরে প্রবল বিতর্ক শুরু হয়ে যায় দেশজুড়ে।

পরে আত্মপক্ষ সমর্থনে মন্ত্রী বলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। অনিলার কথায়, ”আমি সেই সব পুরুষদের কথাই বলছিলাম যাঁরা মদ্যপানে আসক্ত। আমি তাঁদের বলতে চাইছিলাম যেন তাঁরা কম মদ খান। মহিলাদের এমনিতেই বাড়ির কাজে ও শিশুদের সামলাতে যথেষ্ট মানসিক চাপ সামলাতে হয়। আমি তাই বোঝাতে চাইছিলাম মদের আসক্তি খুবই খারাপ এবং এর থেকে সরে আসা উচিত।” অনিলা জানান, তিনি একথা বলেছেন পুরুষদের মদ্যপানের আসক্তি প্রসঙ্গে। আর সেক্ষেত্রে তাঁর পরামর্শ, পুরুষরা অল্প মদ খেয়ে যেন শুয়ে পড়েন। তাঁর মতে, এতে গার্হস্থ্য হিংসায় লাগাম পরানো সম্ভব হবে।

আরও পড়ুন : তিনিই পূর্ণ সময়ের সভাপতি, ওয়ার্কিং কমিটির বৈঠকে বিক্ষুব্ধদের বার্তা সনিয়ার

কিন্তু অনিলা যতই সাফাই দিন, তাঁর এহেন মন্তব্যের বিরোধিতা করেছে বিজেপি। গেরুয়া শিবিরের পালটা বক্তব্য, একদিকে কংগ্রেস রাজ্যে মদ নিষিদ্ধ করার কথা বলছে। অথচ তাদের মন্ত্রীরাই লোকজনকে মদ খাওয়ার পরামর্শ দিচ্ছেন! বিজেপির দাবি, এই ধরনের মন্তব্য মানুষকে ভুল বার্তা দেবে এবং এর ফলে মদের প্রতি আসক্তি আরও বাড়বে। সবমিলিয়ে দেশ জুড়ে বিতর্কের ঝড় উঠেছে এই মন্তব্যে।