Tag Archives: Andal Airport

Andal Airport: পুজোর আগেই শুরু হচ্ছে অন্ডাল-বাগডোগরা বিমান পরিষেবা, কত ভাড়া জেনে রাখুন

নয়ন ঘোষ, দুর্গাপুর: পুজোয় উত্তরবঙ্গ বা পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে? কিন্তু টিকিট পাননি? আর চিন্তা করতে হবে না। এবার দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ আরও নিবিড় হচ্ছে। দক্ষিণবঙ্গের আরও কাছাকাছি আসছে উত্তরবঙ্গ। কারণ পুজোর আগে বাঙালির জন্য উপহার নিয়ে হাজির অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর। চলতি মাসেই শুরু হচ্ছে অন্ডাল বাগডোগরা বিমান পরিষেবা।
নয়ন ঘোষ, দুর্গাপুর: পুজোয় উত্তরবঙ্গ বা পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে? কিন্তু টিকিট পাননি? আর চিন্তা করতে হবে না। এবার দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ আরও নিবিড় হচ্ছে। দক্ষিণবঙ্গের আরও কাছাকাছি আসছে উত্তরবঙ্গ। কারণ পুজোর আগে বাঙালির জন্য উপহার নিয়ে হাজির অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর। চলতি মাসেই শুরু হচ্ছে অন্ডাল বাগডোগরা বিমান পরিষেবা।
আগামী ৩০ অগাস্ট থেকে অন্ডাল থেকে বাগডোগরা বিমান পরিষেবা চালু হবে। পুজোর মরশুম আসছে। এই সময় পর্যটকদের একটা বড় অংশ উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু ট্রেনের টিকিট পেতে গিয়ে সমস্যার অভিযোগ তোলেন পর্যটকরা। বিভিন্ন ট্রেনে এই সময় টিকিট পাওয়া দুষ্কর হয়ে ওঠে। বন্দে ভারতের মতো ট্রেন চলাচল করলেও অনেক যাত্রীর ট্রেনের সময়সূচি নিয়ে সমস্যা রয়েছে।
আগামী ৩০ অগাস্ট থেকে অন্ডাল থেকে বাগডোগরা বিমান পরিষেবা চালু হবে। পুজোর মরশুম আসছে। এই সময় পর্যটকদের একটা বড় অংশ উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু ট্রেনের টিকিট পেতে গিয়ে সমস্যার অভিযোগ তোলেন পর্যটকরা। বিভিন্ন ট্রেনে এই সময় টিকিট পাওয়া দুষ্কর হয়ে ওঠে। বন্দে ভারতের মতো ট্রেন চলাচল করলেও অনেক যাত্রীর ট্রেনের সময়সূচি নিয়ে সমস্যা রয়েছে।
সেই জায়গায় দাঁড়িয়ে অন্ডাল বিমানবন্দর থেকে বাগডোগরা সরাসরি বিমান চালু হলে, তা যাত্রীদের জন্য অনেক সুবিধাজনক হবে। বিশেষ করে এমন সময় বাড়তি পর্যটকদের ভিড় সামাল দিতে অন্ডাল থেকে নতুন এই বিমান পরিষেবা জনপ্রিয় হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে। বিমানবন্দর সূত্রে খবর, আগামী ৩০ অগাস্ট থেকে অন্ডাল বাগডোগরা পরিষেবা শুরু হচ্ছে প্রাথমিকভাবে সপ্তাহে চারদিন এই বিমান পরিষেবা পাওয়া যাবে। অন্ডাল বাগডোগরা বিমান চলবে সোমবার, বুধবার শুক্রবার এবং রবিবার।
সেই জায়গায় দাঁড়িয়ে অন্ডাল বিমানবন্দর থেকে বাগডোগরা সরাসরি বিমান চালু হলে, তা যাত্রীদের জন্য অনেক সুবিধাজনক হবে। বিশেষ করে এমন সময় বাড়তি পর্যটকদের ভিড় সামাল দিতে অন্ডাল থেকে নতুন এই বিমান পরিষেবা জনপ্রিয় হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে।
বিমানবন্দর সূত্রে খবর, আগামী ৩০ অগাস্ট থেকে অন্ডাল বাগডোগরা পরিষেবা শুরু হচ্ছে প্রাথমিকভাবে সপ্তাহে চারদিন এই বিমান পরিষেবা পাওয়া যাবে। অন্ডাল বাগডোগরা বিমান চলবে সোমবার, বুধবার শুক্রবার এবং রবিবার।
জানা গিয়েছে, বিমানটি অন্ডালের কাজী নজরুল বিমানবন্দর থেকে ছাড়বে দুপুর ১:১৫ মিনিট নাগাদ। যা বাগডোগরা পৌঁছাবে ২:২০ মিনিটে। আবার ২:৫৫ মিনিটে বাগডোগরা থেকে ছেড়ে বিমানটি অন্ডাল পৌঁছবে বিকেল ৪:০৬ মিনিটে। কিন্তু অন্ডাল বাগডোগরা বিমানে ভাড়া কেমন রাখা হয়েছে? বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে অন্ডাল বাগডোগরা বিমানের ভাড়া ধার্য করা হয়েছে ৩৪৯৯ টাকা। তার সঙ্গে দিতে হবে ট্যাক্স।
জানা গিয়েছে, বিমানটি অন্ডালের কাজী নজরুল বিমানবন্দর থেকে ছাড়বে দুপুর ১:১৫ মিনিট নাগাদ। যা বাগডোগরা পৌঁছাবে ২:২০ মিনিটে। আবার ২:৫৫ মিনিটে বাগডোগরা থেকে ছেড়ে বিমানটি অন্ডাল পৌঁছবে বিকেল ৪:০৬ মিনিটে। কিন্তু অন্ডাল বাগডোগরা বিমানে ভাড়া কেমন রাখা হয়েছে? বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে অন্ডাল বাগডোগরা বিমানের ভাড়া ধার্য করা হয়েছে ৩৪৯৯ টাকা। তার সঙ্গে দিতে হবে ট্যাক্স।
ফলে উত্তরবঙ্গ যাওয়ার জন্য যে সমস্ত পর্যটকরা পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে এই বিমান পরিষেবা এক উপহার হয়ে ধরা দেবে। বিশেষ করে যারা উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা করেও ট্রেনের টিকিট পাননি, তাদের জন্য এই বিকল্প পথ দারুণ কার্যকরী হবে বলে আশা করছেন বিমানবন্দরের কর্তারা।
ফলে উত্তরবঙ্গ যাওয়ার জন্য যে সমস্ত পর্যটকরা পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে এই বিমান পরিষেবা এক উপহার হয়ে ধরা দেবে। বিশেষ করে যারা উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা করেও ট্রেনের টিকিট পাননি, তাদের জন্য এই বিকল্প পথ দারুণ কার্যকরী হবে বলে আশা করছেন বিমানবন্দরের কর্তারা।

Kazi Nazrul Islam Airport Andal : অবশেষে স্বাভাবিক পরিষেবা… তিনদিন পরে অন্ডালের রানওয়ে ছুঁল বিমানের চাকা

অন্ডাল, পশ্চিম বর্ধমান : টানা বৃষ্টিপাতে এক লহমায় বদলে গিয়েছিল বিমানবন্দরের পুরো ছবিটা। ঝাঁ চকচকে বিমানবন্দর হয়ে উঠেছিল জলমগ্ন। অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরের সেই দৃশ্য দেখে অনেকেই আঁতকে উঠেছিলেন। অন্ডালবাসীও মনে করতে পারছেন না, এমন তীব্র বৃষ্টি সাম্প্রতিক অতীতে তারা দেখেছেন কিনা। ভারী বর্ষণের ফলে অন্ডাল বিমানবন্দর পুরোপুরি ভাবে স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তিনদিন পর অবশেষে স্বাভাবিক হল পরিষেবা।

গত শুক্রবার ভারী বৃষ্টিতে জল থইথই অবস্থা ছিল বিমানবন্দরের। শনিবার জল নামানো গেলেও, রানওয়েতে জমেছিল পলি। যার ফলে শনিবারও পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। অন্যদিকে জল ঢুকে যাওয়ার ফলে বিমানবন্দরের যে ক্ষতি হয়েছিল, সেগুলিও মেরামত করতে হয়েছে। কোনও যন্ত্রাংশে সমস্যা দেখা দিয়েছে কিনা, সেগুলি খতিয়ে দেখা হয়েছে। আর এই সমস্ত বিষয়গুলির জন্য পরিষেবা বন্ধ ছিল রবিবারেও। এর তিনদিন পর অর্থাৎ সোমবার সকালে কাজী নজরুল বিমানবন্দরে নামে মুম্বইয়ের বিমান।

আরও পড়ুন: বিধানসভায় বেনজির দৃশ্য! মমতার সঙ্গে ‘আলাদা’ করে কথা নওশাদের! জল্পনা তুঙ্গে

এদিন সকাল ন’টা ১৮ মিনিট নাগাদ নির্ধারিত সময়ে অন্ডাল বিমানবন্দরের রানওয়েতে নামে মুম্বই থেকে অন্ডালের বিমান। তারপর আবার যাত্রীদের নিয়ে সুরক্ষিতভাবেই বিমানটি মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছে। এছাড়াও সোমবার থেকে অন্ডাল – বেঙ্গালুরু, অন্ডাল – দিল্লির বিমান পরিষেবাও স্বাভাবিকভাবে হয়েছে। নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে বিমানগুলি। ভারী বৃষ্টির পর অন্ডাল বিমানবন্দর ফের স্বাভাবিক অবস্থায় ফিরে আসায়, খুশি যাত্রীরা।

এই বিষয়ে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মণ্ডল জানিয়েছেন, ‘ভারী বৃষ্টিতে অন্ডাল বিমানবন্দর জলমগ্ন হয়ে পড়েছিল। তাই পরিষেবা বন্ধ ছিল। যাত্রীদের কিছুটা অসুবিধা হয়েছে। কিন্তু যাত্রীদের সুরক্ষার দিকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। বিমান চলাচলের জন্য সমস্ত সুরক্ষার সমস্ত বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে। সমস্ত বিষয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর সোমবার থেকে শুরু হয়েছে পরিষেবা। দ্রুততার সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষের সকলে যেভাবে পরিষেবা শুরু করার জন্য এগিয়ে এসেছেন, তার জন্য সকলকে ধন্যবাদ।’

Andal Flights Time Table: বড় সুখবর! ৩০ অগাস্ট অন্ডাল থেকে চালু হতে চলেছে আরও দু-দুটি বিমান পরিষেবা, কোন রুটে? কবে কবে? জানুন সম্পূর্ণ টাইম টেবিল

কলকাতা: আগামী ৩০ অগাস্ট অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে শুরু হতে চলেছে বাগডোগরা ও গুয়াহাটি রুটে বিমান পরিষেবা। সপ্তাহে চারদিন ভুবনেশ্বর থেকে অন্ডাল হয়ে বাগডোগরা যাবে বিমান। বাকি তিনদিন অন্ডাল হয়ে যাবে গুয়াহাটি।

এই বিষয়ে অন্ডাল বিমানবন্দরের জেনারেল ম্যানেজার কৈলাশ মণ্ডল বলেন, ‘সপ্তাহে সাতদিন ভুবনেশ্বর থেকে অন্ডাল হয়ে বাগডোগরা ও ভুবনেশ্বরের মধ্যে বিমান চলবে। আশা করা যায় যাত্রীদের মধ্যে জনপ্রিয় হবে রুটটি।’

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর স্বপ্ন…! তবুও এত অনীহা? বন দফতরের ডাকে সাড়া মাত্র ২ মন্ত্রী-সহ ৫ বিধায়কের

ভুবনেশ্বর থেকে সকাল সওয়া ১১টা নাগাদ ছাড়বে বিমান। সেই বিমান অন্ডালে নামবে ১২টা ৫৫ মিনিট নাগাদ। তারপর সেই বিমান সোম, বুধ, শুক্র ও রবিবার দুপুর সওয়া ১টা নাগাদ অন্ডাল ছেড়ে বাগডোগরার উদ্দেশে উড়ে যাবে।

বিমানটি বাগডোগরা পৌঁছাবে দুপুর ২টো ২০ মিনিট নাগাদ। আবার বাগডোগরা থেকে বিমানটি দুপুর ২টো ৫৫ নাগাদ ছেড়ে বিকেল ৪টা ৫ মিনিট নাগাদ পৌঁছবে দুর্গাপুরে। আবার ৪টে ৩৫ মিনিট নাগাদ ছেড়ে সেই বিমান ভুবনেশ্বরে পৌঁছবে সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ। অন্ডাল থেকে সপ্তাহে চার দিন উড়ান যায় মুম্বইয়ের উদ্দেশ্যে। পাশাপাশি বেঙ্গালুরু, হায়দরাবাদ ও দিল্লিতে সপ্তাহে সাত দিনই চলছে বিমান। এবার ভুবনেশ্বর ও গুয়াহাটি রুটে চালু হল পরিষেবা।

West Bardhaman News : চিকিৎসা করাতে চেন্নাই যাবেন? আর চিন্তা নেই, হাতের কাছে বড় সুযোগ

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : চিকিৎসা করাতে চেন্নাই যাবেন? আর ট্রেনের চিন্তা করতে হবে না। ট্রেনের টিকিটের ওয়েটিং লিস্টে থাকতে হবে না আর। আপনি যদি দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া অথবা বীরভূমের বাসিন্দা হন, তাহলে মাত্র কয়েক ঘণ্টাতেই এবার পৌঁছে যাবেন চেন্নাই। সৌজন্যে অণ্ডালের কাজী নজরুল বিমানবন্দর। কারণ অণ্ডাল থেকে চেন্নাই যাওয়ার বিমান পরিষেবা ফের চালু হয়ে গেল। ফলে চিকিৎসার জন্য হোক কিংবা শিক্ষা, অথবা কাজের সুযোগ, খুব সহজেই এবার বাংলা থেকে পাড়ি দিতে পারবেন দক্ষিণ ভারতে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১৬ মে থেকে ফের অণ্ডাল চেন্নাই রুটে বিমান পরিষেবা শুরু হয়েছে। বিমান সংস্থা ইন্ডিগোর পক্ষ থেকে অণ্ডাল-চেন্নাই রুটে আবার বিমান চালানো শুরু করা হয়েছে। অন্ডাল থেকে চেন্নাই যাওয়ার জন্য নন স্টপ সরাসরি পরিষেবা দেবে ইন্ডিগো এই বিমান। জানা গিয়েছে, ইন্ডিগোর এই বিমানটি চেন্নাই বিমানবন্দর থেকে সকালে রওনা দেবে অণ্ডালের উদ্দেশ্যে। সকাল ৫:৪৫ মিনিটে চেন্নাই বিমানবন্দর থেকে উড়ান শুরু করবে বিমানটি। অণ্ডাল বিমানবন্দরে পৌঁছবে ৮ টা বেজে ২৫ মিনিট নাগাদ। আবার সকাল ৮:৫৫ মিনিট নাগাদ বিমানটি উড়ে যাবে চেন্নাইয়ের উদ্দেশ্যে। চেন্নাই পৌঁছবে বেলা ১১:২৫ মিনিটে।

আরও পড়ুন: কোলেস্টেরল বাড়ছে না তো রক্তে..? কী ভাবে করবেন Lipid Profile Test? ‘এই’ বয়স হলেই হৃদরোগের ঝুঁকি, সতর্ক হওয়া মাস্ট

অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষের অন্যতম শীর্ষ কর্তা কৈলাস মণ্ডল জানিয়েছেন, অণ্ডাল চেন্নাই রুটে বিমান পরিষেবা ফের শুরু হয়েছে। যার ফলে শহর সহ সংলগ্ন জেলাগুলির যাত্রীদের ব্যাপক সুবিধা হবে। পাশাপাশি যে সমস্ত যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষায় থাকেন, তারা এই বিমান পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন। যাতায়াতের সময় অনেক কম লাগবে। চিকিৎসার জন্য যারা যাবেন, তাদের ব্যাপক সুবিধা হবে। পরিষেবা শুরু হওয়ার দিন থেকেই যাত্রীমহলে বেশ উৎসাহ দেখা যাচ্ছে।

জানা গিয়েছে, আপাতত সপ্তাহে তিন দিন এই বিমান পরিষেবা পাওয়া যাবে ইন্ডিগোর তরফ থেকে। যে বিমান পরিষেবা শুরু করা হয়েছে সেই বিমানে ১৮২ থেকে ১৮৬ জন যাত্রী যাতায়াত করতে পারবেন বলে সূত্রের খবর। প্রথম দিনের যাত্রায় এই বিমানে প্রায় ১৪০ জন যাত্রী অণ্ডাল বিমানবন্দরে এসে নেমেছেন বলে খবর। অন্যদিকে অণ্ডাল থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রায় ১৫০ জন যাত্রী। বিমানবন্দর কর্তৃপক্ষের আশা, আগের মতই এই বিমান পরিষেবায় যাত্রীদের খুব ভাল সহযোগিতা পাওয়া যাবে। বিমানের চাহিদা থাকবে যাত্রীদের কাছে।

নতুন করে এই বিমান পরিষেবা শুরু হওয়াতে খুশি শহরের মানুষ। একইসঙ্গে যাদের চিকিৎসা-সহ বিভিন্ন কারণে দক্ষিণ ভারতের এই রাজ্যে নিয়মিত যাতায়াত করতে হয়, তারাও বলছেন আগের মত আবার সুবিধা পাওয়া যাবে এবং ভোগান্তিও কমবে। উল্লেখ্য, অণ্ডাল থেকে চেন্নাইয়ের একটি বিমান পরিষেবা আগে চালু ছিল। কিন্তু উড়ান সংস্থার কিছু সমস্যার কারণেই বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। ফলে সেই সময় থেকেই এই বিমান চালু করার দাবি ছিল যাত্রীদের কাছে। আর সেই দাবি অনুযায়ী বৃহস্পতিবার থেকে অণ্ডাল চেন্নাই বিমান পরিষেবা শুরু হয়ে গেল।

নয়ন ঘোষ

Andal-Chennai Flight: অন্ডাল-চেন্নাই বিমান পরিষেবা শুরু হচ্ছে, সঙ্গে রয়েছে আরও সুখবর!

নয়ন ঘোষ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: অন্ডাল বিমানবন্দরে নিয়মিত উড়ান শুরু হয়েছে বিগত বেশ কয়েক বছর আগে। দিল্লি, মুম্বই-সহ বেশ কয়েকটি রুটে নিয়মিত যাতায়াত করছে বিমানগুলি। তবে এই সমস্ত উড়ানগুলি চালু হওয়ার পর থেকে অন্ডাল-চেন্নাই রুটের বিমান পরিষেবা সবথেকে বেশি জনপ্রিয় হয়েছিল। কার্যত এই রুটের বিমান পরিষেবা এয়ার অ্যাম্বুল্যান্স রূপে ব্যবহার হচ্ছিল। জেলা-সহ রাজ্যের বহু মানুষ চিকিৎসার প্রয়োজনে যাচ্ছিলেন দক্ষিণের এই রাজ্যে। কিন্তু উড়ান সংস্থার বেশ কিছু সমস্যার কারণে বন্ধ হয়ে গিয়েছিল অন্ডাল-চেন্নাই রুটের বিমান পরিষেবা। যার ফলে বহু যাত্রী বিপাকে পড়ছিলেন। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, এই রুটে বিমান পরিষেবার চাহিদা রয়েছে। বেশিরভাগ সময়েই সমস্ত আসন ভর্তি করে বিমানগুলি উড়ান সম্পন্ন হয়েছে। তবে উড়ান সংস্থার সমস্যার কারণে এই পরিষেবা বন্ধ ছিল।

আরও পড়ুন– আমন্ত্রণ জানানোর পাশাপাশি জানানো হয়েছে এক অনন্য আবেদনও! ভোটের মরশুমে পুলিশকর্মীর বোনের বিয়ের কার্ড নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছে

অন্যদিকে দ্রুত অন্ডাল-চেন্নাই রুটের বিমান পরিষেবা চালু দাবি উঠছিল যাত্রীদের পক্ষ থেকে আর সেখানেই এবার পাওয়া গেল সুখবর। শুরু হচ্ছে অন্ডাল-চেন্নাই রুটের বিমান পরিষেবা। অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, আগামী মাসেই ফের অন্ডাল-চেন্নাই রুটের বিমান পরিষেবা চালু হচ্ছে যার ফলে চিকিৎসা করাতে যাওয়া বহু রোগী-সহ অনেক মানুষের উপকার হবে আগামী ১৬ মে থেকে ফের অন্ডাল চেন্নাই রুটে বিমান পরিষেবা শুরু হবে বলে জানা গিয়েছে বিমান সংস্থা ইন্ডিগোর পক্ষ থেকে অন্ডাল-চেন্নাই রুটে আবার বিমান চালানো হবে। অন্ডাল থেকে চেন্নাই যাওয়ার জন্য নন স্টপ সরাসরি পরিষেবা দেবে ইন্ডিগো এই বিমান। জানা গিয়েছে, ইন্ডিগোর এই বিমানটি চেন্নাই বিমানবন্দর থেকে সকালে রওনা দেবে অন্ডালের উদ্দেশ্যে। সকাল ৫:৪৫ মিনিটে চেন্নাই বিমানবন্দর থেকে উড়ান শুরু করবে বিমানটি। অন্ডাল বিমানবন্দরে পৌঁছবে ৮ টা বেজে ২৫ মিনিট নাগাদ। আবার সকাল ৮:৫৫ মিনিট নাগাদ বিমানটি উড়ে যাবে চেন্নাইয়ের উদ্দেশ্যে। চেন্নাই পৌঁছবে বেলা ১১:২৫ মিনিটে।

আরও পড়ুন– বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত স্বাভাবিকই ছিলেন কনে; এরপর যা কাণ্ড ঘটালেন… বেঁকে বসলেন বরও!

নতুন করে এই বিমান পরিষেবা শুরু হওয়াতে খুশি শহরের মানুষ। একইসঙ্গে যাদের চিকিৎসা-সহ বিভিন্ন কারণে দক্ষিণ ভারতের এই রাজ্যে নিয়মিত যাতায়াত করতে হয়, তারাও বলছেন আগের মত আবার সুবিধা পাওয়া যাবে এবং ভোগান্তিও কমবে। চেন্নাইয়ের আরও বেশ কয়েকটি রুটে নিয়মিত বিমান চালানোর পরিকল্পনা করছে অন্ডালের কাজী নজরুল বিমানবন্দর কর্তৃপক্ষ। তার জন্য অ্যাডভান্স পর্যায়ে চলছে পর্যালোচনা। ইতিমধ্যেই নতুন রুটগুলি নিয়ে পরিকল্পনা করা হয়েছে। মোট তিনটি নতুন রুটে বিমান পরিষেবা চালু করতে চায় অন্ডাল বিমানবন্দর। ইতিমধ্যেই এই সম্পর্কে একটি সার্ভে সম্পন্ন হয়েছে বলে সূত্রের খবর। আর যে সমস্ত প্রস্তাবিত রুটগুলি রয়েছে, তাতে বহু মানুষের সুবিধা হবে। বিমানবন্দরের সূত্রে খবর, নতুন তিনটি রুট প্রস্তাব করা হয়েছে, এই বিষয়ে বিভিন্ন উড়ান সংস্থার সঙ্গে আলোচনা চলছে।

যে তিনটি রুট প্রস্তাব করা হয়েছে, তার মধ্যে একটি হল অন্ডাল-গুয়াহাটি। আরেকটি হল অন্ডাল-ভুবনেশ্বর। তা ছাড়া অন্ডাল এবং বাগডোগরার মধ্যেও নতুন বিমান পরিষেবা চালু করতে চায় কাজী নজরুল বিমানবন্দর। আর এই বিষয়ে চলছে নানান পর্যালোচনা। বিমানবন্দর কর্তৃপক্ষের আধিকারিকদের আশা, খুব শীঘ্রই এই নতুন রূটগুলিতে বিমান পরিষেবা চালু করা যাবে। ফলে সুবিধাই হবে যাত্রীদের ৷