Tag Archives: Anwarul Azam Anar

Bangladesh MP Murder Update: হাড় থেকে মাংস ছাড়িয়ে কমোডে, ট্যাঙ্কে ফেলা হয়েছিল! বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় বড় তথ্য সামনে এল

উত্তর ২৪ পরগনা: অবশেষে নিউ টাউনের বহুতল আবাসনে, যেখানে খুন হয়েছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম! সেই আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকেই উদ্ধার হল দেহাংশ। টুকরো টুকরো করা প্রায় সাড়ে তিন কেজি মাংস পিণ্ড মিলেছে বলেই সিআইডি সূত্রে খবর। তবে কি এই মাংস বাংলাদেশের সাংসদদের দেহের হাড় থেকে ছাড়ানো মাংসই! তা নিশ্চিত হতে ফরেনসিক দল তদন্ত করে দেখবে বলেও জানা গিয়েছে।

প্রসঙ্গত এদিন সকালেই, সাংবাদিক বৈঠক করে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা প্রধান হারুন অল রশিদ জানিয়েছিলেন, যে ফ্ল্যাটে খুন করা হয়েছে সাংসদকে সেখানকার সেপটিক ট্যাংক খুলে দেখা হবে। তার কারণ, বারংবার দু’দেশের অভিযুক্তদের জিজ্ঞাসা বাদ করে এমনি আভাস পেয়েছিলেন গোয়েন্দারা বলে দাবি। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত আরও অন্তত তিন জন বাংলাদেশে পালিয়ে গিয়েও ঢাকা পুলিশের হাতে ধরা পড়েছে৷ ভিডিও কলে তাদের বয়ানও নেন তদন্তকারীরা৷

নিহত সাংসদের দেহ কোথায় গেল, তা নিয়েই এর পর সন্দেহ উঁকি দিয়ে তদন্তকারীদের মনে৷ এর পরই ধৃতদের চেপে ধরতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য৷ ধৃতরা দাবি করে, নিহত সাংসদের শরীরের হাড় খালে ফেলে আসা হলেও তাঁর শরীরের টুকরো টুকরো করা মাংস ওই ফ্ল্যাটের শৌচাগারের কমোডের ভিতরে ফেলে বার বার ফ্লাশ করে দেওয়া হয়েছিল৷

আরও পড়ুন: ঘুম থেকে ওঠার পরেও ঘুম পায়? সারাদিন ক্লান্ত লাগে? মারণ রোগের ইঙ্গিত! জানুন কী করবেন

সেই মতো এদিন নিউটাউনের আবাসনের সেফটি ট্যাঙ্কে দেহাংশের খোঁজে সন্ধান চালায় গোয়েন্দারা। অবশেষে সেখান থেকেই উদ্ধার হল দেহাংশ বলেই মনে করা হচ্ছে। তবে এখনও দেহর থেকে আলাদা করা হাড় উদ্ধার করা যায়নি। তার খুঁজেও তল্লাশি চালানো হচ্ছে নিউ টাউন সংলগ্ন খালে এমনটাই জানা গিয়েছে সিআইডি সূত্রে। নৃশংস এই ঘটনায় রীতিমতো শিউরে উঠছে মহানগর।

Rudra Narayan Roy