Tag Archives: Army-terrorist Encounter

Encounter With Terrorists In Jammu And Kashmir: অনুপ্রবেশকারী ও সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে নিহত ১ সেনা, আহত মেজর পদমর্যাদা সহ ৪ জন

কাশ্মীর: শনিবার, সকালে জম্বু কাশ্মীরের কুপওয়ারা অঞ্চলে সেনা ও সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই হয়েছে৷ সংঘর্ষে নিহত হয়েছেন একজন সেনা৷ একজন সন্ত্রাসবাদীও মারা গিয়েছে৷

সেনাবাহিনীর তরফ থেকে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ রেখার কাছে কুপওয়ারার মাচাল সেক্টরের কামকারির কাছে এই গুলির লড়াই চলে৷

আরও পড়ুন: গাজার উপর ইজরায়েলের আগ্রাসনকে বর্বরতার আখ্যা, পশ্চিমি দেশগুলোর সমালোচনায় প্রিয়াঙ্কা গান্ধি ভাঢরা

প্রতিরক্ষা দফতরের আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, এই লড়াইয়ে একজন সন্ত্রাসবাদীকে মারতে তাঁরা সক্ষম হন৷ কিন্তু দুঃখের বিষয়, একজন মেজর পদমর্যাদার সেনা সহ পাঁচজন সেনা এতে আহত হন৷ তাঁর মধ্যে একজন সেনা শহিদ হন৷

এর পর ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে একটা বিবৃতি জারি করা হয়, সেখানে ভারতীয় বীর সৈন্যদের কুর্নিশ জানানো হয়েছে৷

প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, দুই থেকে তিনজনের সন্ত্রাসবাদীর দল, এলওএসির কাছে ভারতীয় সৈন্যদের একটা বাঙ্কারে হামলা চালায়৷ অনুপ্রবেশকারীরা খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার সুযোগ নিয়ে ঢুকেছিল৷ সেনা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে প্রায় কয়েকঘণ্টা গুলির লড়াই চলে৷

আরও পড়ুন: ‘‘অযোগ্য প্রশাসন দেশ চালাচ্ছে’’, নেতানুয়াহুকে পাশে বসিয়ে কমলা হ্যরিসকে তীব্র সমালোচনা ট্রাম্পের

ঘটনায় আহত পাঁচ সেনা সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ কয়েকজনকে পরবর্তী চিকিৎসার জন্য এয়ারলিফ্ট করানো হয়৷ মনে করা হচ্ছে বিএটির সদস্যরাই এই হামলায় যুক্ত৷ মূলত পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ সদস্য এবম সন্ত্রাসবাদীদের নিয়ে এই বিএটি গঠিত৷

Captain Brijesh Thapa death: ‘প্রতিদিন আমাদের সেনাদের প্রাণ যাচ্ছে …’ কান্নায় ভেঙে পড়লেন মৃত জওয়ানের কাকা

শিলিগুড়ি: জম্মু-কাশ্মীরের ডোডায় সেনা-জঙ্গি লড়াইয়ে শহিদ হয়েছেন দার্জিলিংয়ের লেবংয়ের বাসিন্দা ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। সীমান্ত রক্ষা করতে গিয়ে মাত্র ২৭ বছর বয়সে প্রাণ দিয়েছেন তিনি। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে জম্মু-কাশ্মীরের ডোডা থেকে চার ঘণ্টা দূরত্বে থাকা এক পাহাড়ি জঙ্গলে একটি অভিযানের সময় হঠাৎ করেই জঙ্গিরা হামলা চালায়। জঙ্গিদের হামলার পালটা জবাব দেয় সেনা জওয়ানরাও। দু’পক্ষের লড়াইয়ে ব্রিজেশ-সহ আরও চার সেনা জওয়ানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ব্রিজেশ থাপার শহিদ হওয়ার খবর ইতিমধ্যে সেনা আধিকারিকদের তরফে তাঁর পরিবারকে জানানো হয়েছে।

খবর শুনে শোকে আছন্ন পরিবারের সদস্যরা। ব্রিজেশের কথা বলতে গিয়ে ক্যামেরার সামনেই কেঁদে ভাসান কাকা যোগেশ থাপা। তাঁর কথায়, “গতকাল রাতে ডোডায় নিহত হয়েছে আমার ভাইপো। আমরা তার মরদেহ আসার অপেক্ষা করছি। তার পর আমরা দার্জিলিং যাব। ব্রিজেশের বাবা-মা দার্জিলিংয়ে থাকেন। ওর বাবা সেনাবাহিনীর একজন কর্নেল। সেনা এলাকাতেই ব্রিজেশের জন্ম আর বেড়ে ওঠা। সবে ৫ বছর আগে চাকরিতে যোগ দিয়েছিল…। তার মধ্যেই সব শেষ। আমরা আশা করছি আগামিকালের মধ্যে মরদেহ হস্তান্তর করা হবে… এটা বলা সহজ যে তিনি দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, কিন্তু পরিবার হিসেবে আমরা যে ক্ষতির সম্মুখীন হয়েছি তা কখনও পূরণ হতে পারে না। আমরা জানি না সরকার কবে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। প্রতিদিন প্রাণ যাচ্ছে আমাদের সেনাদের…”

পরিবার সূত্রে জানা যায়, ২০১৮ সালে ব্রিজেশ ডিফেন্স সার্ভিসের শর্ট সার্ভিস কমিশন পরীক্ষায় পাশ করেন ও ২০১৯ সালে সেনাবাহিনীতে যোগ দেন। তারপর ১০ রাষ্ট্রীয় রাইফেলসের মোতায়েন ছিলেন। এরপর এক্সট্রা রেজিমেন্টাল ডিউটির জন্য ভারতীয় সেনার বিশেষ বিভাগ ১৪৫ আর্মি এয়ার ডিফেন্সের অধীন জম্মু ও কাশ্মীরের ডোডা সেনা ছাউনিতে বদলি হন। সেখানে ব্রিজেশ থাপা এ-কোম্পানির কমান্ডার ছিলেন। নিজের ট্রুপ নিয়ে ডোডা থেকে প্রায় চার ঘণ্টা দূরত্বে একটি অভিযানে যাওয়ার সময় আচমকা তাঁদের উপর হামলা হয়। আর সেই হামলাতেই প্রাণ হারান ব্রিজেশ।

আরও পড়ুন- খুব খারাপ লাগছে…’  কাশ্মীর সীমান্তে  শহিদ বাংলার তরুণকে নিয়ে কী লিখলেন মমতা?    

আগামী ১৭ জুলাই ব্রিজেশের দেহ বিশেষ বিমানে শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দরে নিয়ে আসা হবে। এরপর তাঁকে বাগডোগরা সেনা ছাউনিতে রাষ্ট্রীয় মর্যাদা জানানো হবে। সেখান থেকে তাঁর দেহ সড়কপথে লেবং যাবে। ব্রিজেশের বাবা কর্নেল ভুবনেশ থাপা বলেন, ‘‘ছোট থেকেই ব্রিজেশের সেনার প্রতি খুব টান ছিল। নিজেকে সেভাবেই তৈরি করেছিল। কষ্ট খানিকটা হচ্ছে, কিন্তু আক্ষেপ নেই । আমার সন্তান দেশকে রক্ষা করতে গিয়ে শহিদ হয়েছে।”

Death of Jawan: কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত বাংলার যুবক! ২৭ বছর বয়সে প্রাণ দিলেন সেনা

শ্রীনগর: কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত দার্জিলিংয়ের যুবক। নিহতের নাম ব্রিজেশ থাপা। বয়স হয়েছিল ২৭ বছর। সোমবার কাশ্মীরের ডোডায় জঙ্গি হামলায় ব্রিজেশ সহ ৪ সেনা জওয়ানের মৃত্যু হয়। ক্যাপ্টেন ব্রিজেশ থাপা ছিলেন দার্জিলিংয়ের লেবংয়ের বাসিন্দা। ১৪৫ আর্মি এয়ার ডিফেন্সে কর্মরত ছিলেন। আগামিকাল তাঁর কফিনবন্দি দেহ ফিরবে বাগডোগরায়। তার পর লেবংয়ের বাড়ি রওনা হবে তাঁর মরদেহ। জওয়ানের মৃত্যুতে শোকতপ্ত পাহাড়। শোক প্রকাশ করেছেন জিটিএ’র চিফ এগজিকিউটিভ অনীত থাপাও।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ডোডা টাইন থেকে ৫৫ কিলোমিটার দূরে জঙ্গল অধ্যুষিত এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সোমবার সন্ধ্যেয় গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। পিছু হঠবার পথ না পেয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা আক্রমণ চালায় সেনাবাহিনী।

দীর্ঘক্ষণ ধরে দুপক্ষের গুলির লড়াই চলার পর এলাকা ছেড়ে পালাতে শুরু করে জঙ্গিরা। ফের জঙ্গলের মধ্যে শুরু হয় এলোপাথাড়ি গুলির লড়াই। তাতেই আহত হন এক সেনা অফিসার-সহ ৫ জওয়ান। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ৪ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও একজন।

আরও পড়ুন- ২৫৭৫৩ জনের ভাগ্যপরীক্ষা! এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে

সেনাবাহিনী সূত্রে জানা যাচ্ছে, এলাকায় একাধিক জঙ্গি লুকিয়ে রয়েছে। সেনার উপর জঙ্গিদের মারণ হামলার পর বিশাল সংখ্যায় সেনা ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। জঙ্গিদের নিকেশ করতে গোটা এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী।