Tag Archives: Aroop Biswas

সিইএসসিকে দিতে হবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা! জরুরি বৈঠকে নির্দেশ মন্ত্রী অরূপ বিশ্বাসের

কলকাতা: গ্রীষ্মের শুরুতেই তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গের। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। প্রচন্ড গরম পড়তেই এসি-কুলার-ফ্রিজ-ফ্যানের ব্যবহার আগের তকুলনায় এক ধাক্কায় বহুগুণ বেড়ে গিয়েছে। যার ফলে বাড়ছে বিদ্যুতের চাহিদা। এই সকল বিষয় নিয়েই শুক্রবার জরুরি বৈঠক করলেন বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস।

বিদ্যুৎ উন্নয়ন ভবনে আয়োজিত মন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব শ্রী শান্তনু বসু ও পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান শ্রী পি বি সেলিম। এছাড়াও ছিলেন সিইএসসি আধিকারিকরা। বৈঠকে একাধিক গুরুত্বপূ্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক থেকে সিইএসসি কর্তৃপক্ষকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে কোথাও যদি যান্ত্রিক গোলযোগ হয় সঙ্গে সঙ্গে তা গ্রাহকদের SMS-এর মাধ্যমে জানানো ও যান্ত্রিক গোলযোগ মেরামতের সময় উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার নির্দেশ দেন মাননীয় মন্ত্রী। একই সঙ্গে মোবাইল রিপেয়ারিং ভ্যান ও লোকসংখ্যা বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে সিইএসসি কর্তৃপক্ষকে

Electricity in Nabadwip: নবদ্বীপে ছোট্ট প্রিয়াঙ্কার বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিলেন মানবিক বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস

নবদ্বীপ: নবদ্বীপ শহরে হতদরিদ্র একটি পরিবারের বাড়িতে নেই বিদ্যুতের আলো। অগত্যা পড়াশোনার জন্য রাস্তার আলোকেই বেছে নিয়েছিল নবদ্বীপের ছোট্ট মেয়েটি। ১০ বছরের প্রিয়াঙ্কা তার মূক ও বধির মাকে সঙ্গে নিয়ে পথের ধারে রাস্তার আলোতেই খাতা কলম নিয়ে করত পড়াশোনা। চৈতন্যভূমি নবদ্বীপের ব্যস্ততম এলাকা হীরালাল পাল রোডের এই ঘটনাটি রবিবার সকালে সংবাদমাধ্যমের মাধ্যমে জানার পর তিন ঘণ্টার মধ্যে এই পরিবারটির বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর নির্দেশ দেন মাননীয় বিদ্যুৎমন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন: বুধবার থেকে আবহাওয়ার ভোলবদল! ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির দাপট চলছে একটানা! কোন কোন জেলায় তাণ্ডব

ক্রমাগত বিদ্যুৎ দফতরের আধিকারিকদের কাজের তদারকির খবর নিতে থাকেন, এবং বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ছবিও তাকে পাঠানোর নির্দেশ দেন মাননীয় মন্ত্রী। ৩ ঘণ্টার মধ্যেই নবদ্বীপ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই শিশু কন্যা প্রিয়াঙ্কা ঘোষের বাড়িতে জ্বলে ওঠে বিদ্যুতের আলো। বসানো হয় বৈদ্যুতিন মিটার। মাননীয় মন্ত্রীর দৌলতে রবিবার রাত থেকে আর পথের আলোয় বসে পড়াশোনা করতে হবে না প্রিয়াঙ্কাকে।

বিদ্যুৎ সংযোগ সম্পন্ন হওয়ার পর মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস জানান, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী অর্থনৈতিকভাবে  দুর্বল কোনও মানুষের বাড়িতে যেন অন্ধকার না থাকে তার জন্য বিদ্যুৎ দফতরর সদা সচেষ্ট। মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস সবাইকে অনুরোধ করেছেন, এরকম ঘটনার খবর যদি কারও কাছে থাকে তাহলে তা অবিলম্বে তাঁকে জানানো হোক।

ED summons Aroop Biswas: এবার অরূপ বিশ্বাসকে তলব ইডির, আগামিকালই দিল্লিতে হাজিরার নির্দেশ!

কলকাতা: অ্যালকেমিস্ট চিটফান্ড মামলার তদন্তে এবার তৃণমূল শীর্ষ নেতা এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করল ইডি৷ আগামিকালই তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে৷ সূত্রের খবর৷ যদিও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী পাল্টা ইডির কাছ থেকে সময় চেয়েছেন বলে জানা গিয়েছে৷ ইডি সেই সময় দেবে কি না, তা এখনও নিশ্চিত নয়৷

অ্যালকেমিস্ট মামলায় অনেক দিন আগেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদ এবং সংস্থার কর্ণধার কে ডি সিং-কে গ্রেফতার করেছে ইডি৷ এই মামলায় কয়েকদিন আগেই বিজেপি বিধায়ক মুকুল রায়কেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি৷

আরও পড়ুন: কলকাতার কাছেই লুকিয়ে শাহজাহান? আনা হয়েছে গতকাল রাতে, বিস্ফোরক দাবি শুভেন্দুর!

ইডি সূত্রে খবর, তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবেই অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে৷ তবে এ বিষয়ে এখনও তৃণমূল নেতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

সারদা, রোজভ্যালির মতোই অ্যালকেমিস্টের বিরুদ্ধে অবৈধ ভাবে সাধারণ মানুষের থেকে কয়েক হাজার কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে৷ তৃণমূল সূত্রে অবশ্য দাবি করা হচ্ছে, লোকসভা নির্বাচনের তাদের চাপে ফেলতেই দলের গুরুত্বপূর্ণ নেতাকে তলব করা হচ্ছে৷